অক্সিজেন-হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র

অক্সিজেন-হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র (ইংরেজি: Oxygen-Haemoglobin Dissociation Curve) হল এমন একটি লেখচিত্র বা গ্রাফ যার দ্বারা রক্তে অবস্থিত লোহিত রক্তকণিকার মধ্যবর্তী হিমোগ্লোবিন ও তার সাথে অক্সিজেনের সম্পৃক্ততার মাত্রা বোঝা যায়। এই লেখচিত্রে y-অক্ষ বরাবর অক্সিজেন-হিমোগ্লোবিন সম্পৃক্ততা শতাংশ ও x-অক্ষ বরাবর অক্সিজেনের আংশিক চাপ ধরা হয় ও একটি সিগময়েড বক্ররেখা বা S আকৃতির বক্ররেখা পাওয়া যায়, একেই অক্সিজেন-হিমোগ্লোবিন বিয়োজন বক্ররেখা বলা হয়।

অক্সিজেন-হিমোগ্লোবিন বিয়োজন লেখচিত্র

বৈশিষ্ট্য

এটি একটি S আকৃতির বক্ররেখা বা সিগময়েড বক্ররেখা। এটিকে গণিতের ভাষায় নিম্নলিখিত ভাবে প্রকাশ করা যায়:

লেখচিত্রের উপরের অংশটি অক্সিজেনের সাথে হিমোগ্লোবিনের সম্পৃক্তির পরিমান বোঝায় ও নীচের অংশটি অসংযুক্ত অবস্থা বোঝায়।

P50

সাধারণত অক্সিজেনের আংশিক চাপ ২৫ মিলিমিটার পারদস্তম্ভের চাপের সমান (২৫ mmHg) হলে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের ৫০% সংযুক্তি ঘটে। লেখচিত্রে এই বিন্দু P50 নামে পরিচিত। এছাড়া ৪০ mmHg চাপে ৭৫%, ৬০ mmHg চাপে ৯০% সংযুক্তি লক্ষ্য করা যায়।

প্রভাব

ফ্যাক্টরপরিবর্তনলেখচিত্রের সরণ
তাপমাত্রা
2,3-BPG
pCO2
আম্লিকতা [H+]

নোট:

  • বামদিকে সরণ: O2 আসক্তি বেশি
  • ডানদিকে সরণ: O2 আসক্তি কম (বোর প্রভাব[১])
  • ভ্রূণস্থ হিমোগ্লোবিনের O2 আসক্তি বড়দের তুলনায় বেশি;

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন