আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় (এম. ও. এইচ. ইউ. এ) হল ভারত সরকার একটি মন্ত্রণালয় , যার ভারতে আবাসন ও নগরোন্নয়ন সংক্রান্ত বিধি ও প্রবিধান প্রণয়ন ও প্রশাসনের নির্বাহী কর্তৃত্ব রয়েছে। এই মন্ত্রক ভেঙ্কাইয়া নাইডু অধীনে ছিল এবং নাইডু যখন ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন তখন হরদীপ সিং পুরী দেওয়া হয়েছিল।[২] ২০০৪ সালে আবাসন ও নগর দারিদ্র্য বিমোচন মন্ত্রক থেকে স্বাধীন হয়ে ওঠে এই মন্ত্রক , কিন্তু পরে ২০১৭ সালে পুনরায় এর সঙ্গে একীভূত হয়।[৩][৪]

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়
মন্ত্রণালয় রূপরেখা
গঠিত১৯৫২; ৭২ বছর আগে (1952)
যার এখতিয়ারভুক্তভারত সরকার
সদর দপ্তরNirman Bhawan, নতুন দিল্লি
বার্ষিক বাজেট৭৬,৪৩২ কোটি (US$ ৯.৩৪ বিলিয়ন) (2023-24 est)[১]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
মন্ত্রণালয় নির্বাহী
  • Manoj Joshi, IAS, Secretary (Housing and Urban Affairs)
ওয়েবসাইটmohua.gov.in

মন্ত্রক ন্যাশনাল সিটি রেটিংও প্রকাশ করেছে যা ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর স্থান দিয়েছে যার অধীনে ইন্দোর সবচেয়ে পরিচ্ছন্ন হিসাবে চিহ্নিত করা হয়েছিল।[৫]

মন্ত্রক ২৭শে আগস্ট ২০১৫ সালে ভারতে স্মার্ট সিটি ঘোষণা করে।

২০১৯ সালের জুলাই মাসে মন্ত্রক মেট্রোলাইট পরিবহন ব্যবস্থার জন্য নির্দিষ্টকরণ প্রকাশ করে একটি সস্তা ছোট এবং ধীর গতির মেট্রো ব্যবস্থা।[৬]

আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক হল সিপিডব্লিউডি র তিনটি ক্যাডারের ক্যাডার কন্ট্রোলিং অথরিটি (সিসিএ)।[৭]

১) সেন্ট্রাল আর্কিটেক্টস সার্ভিসেস (সিএএস)

2) সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (সি. ই. এস.)

৩) সেন্ট্রাল ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (সিইএমইএস)

এগুলি হল গ্রুপ এ সিভিল সার্ভিসেস।

সংগঠন

সংযুক্ত অফিসগুলি

  • কেন্দ্রীয় গণপূর্ত বিভাগ (সি. পি. ডব্লিউ. ডি.)
  • এস্টেট অধিদপ্তর
  • মুদ্রণ অধিদপ্তর
  • ভূমি ও উন্নয়ন অফিস

অধস্তন অফিস

  • নগর ও দেশ পরিকল্পনা সংস্থা
  • স্টেশনারি অফিস
  • প্রকাশনা বিভাগ

সংবিধিবদ্ধ সংস্থাগুলি

কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত উদ্যোগ

  • এন. বি. সি. সি (ইন্ডিয়া লিমিটেড)
  • হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড
  • হিন্দুস্তান প্রিফ্যাব লিমিটেড
  • জাতীয় রাজধানী অঞ্চল পরিবহন নিগম
  • আরবান মাস ট্রানজিট কোম্পানি (ইউএমটিসি)

পরিকল্পনা

যৌথ উদ্যোগ

আরও দেখুন

  • আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী
  • আবাসন ও নগর দারিদ্র্য বিমোচন মন্ত্রক

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন