আব্দুলায়ে দিয়ালো

আব্দুলায়ে দিয়ালো (জন্ম: ৩০ মার্চ ১৯৯২) হলেন সেনেগালের একজন পেশাদার ফুটবলার, যিনি ফরাসি ক্লাব রেন্যস এবং সেনেগাল জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেন।[১] তিনি প্রসিদ্ধ একাডেমী আইএনএফ ক্লেয়ারফন্তেন হতে ফুটবল খেলার শিক্ষা গ্রহণ করেছেন এবং ২০০৭ সালে, রেন্যসের হয়ে খেলার মাধ্যমে তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি মাত্র ১৭ বছর বয়সে ২০০৯ সালের ২৯শে নভেম্বর তারিখে, ওলাঁপিক লিয়োনের বিরুদ্ধে লিগ ম্যাচে খেলার মাধ্যমে পেশাদার ক্যারিয়ার সূচনা করেন।

আব্দুলায়ে দিয়ালো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআব্দুলায়ে দিয়ালো
জন্ম (1992-03-30) ৩০ মার্চ ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থানর‍্যামস, ফ্রান্স
উচ্চতা১.৮৯ মি (৬ ফু ২ ইঞ্চি)
মাঠে অবস্থানগোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
রেন্যস
জার্সি নম্বর
যুব পর্যায়
১৯৯৯এএস ফোঁসেস
১৯৯৯–২০০২তাইকু
২০০২–২০০৭র‍্যামস
২০০৪–২০০৭আইএনএফ ক্লেয়ারফন্তেন
২০০৭–২০০৯রেন্যস
জ্যেষ্ঠ পর্যায়*
বছরদলম্যাচ(গোল)
২০০৯–রেন্যস১২(০)
২০১০–২০১৬রেন্যস ২৩৯(০)
২০১৪–২০১৬→ ল্য আভোঁ (ধার)৫০(০)
২০১৬–২০১৭চায়কুর রিজেস্পোর (ধার)১৯(০)
জাতীয় দল
২০১০–২০১১ফ্রান্স অনূর্ধ্ব-১৯১০(০)
২০১১–২০১২ফ্রান্স অনূর্ধ্ব-২০১০(০)
২০১৫–সেনেগাল১০(০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৯ আগস্ট ২০১৭ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ নভেম্বর ২০১৬ তারিখ অনুযায়ী সঠিক।

আন্তর্জাতিক ক্যারিয়ার

২০১৮ সালের ১৭শে মে তারিখে, রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ ফিফা বিশ্বকাপের জন্য ঘোষিত ২৩ সদস্যের সেনেগাল দলে তিনি স্থান পান।[২]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Stade Rennais FC squad

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী