আমির হোসেন বাবু

আমির হোসেন বাবু (২৮ মার্চ ১৯৫২ - ৯ জুলাই ২০০৩) একজন বাংলাদেশী নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার। তিনি বেস্ট কোরিওগ্রাফির জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ১৯৯২ সালে বেপরোয়া ছবির জন্য এবং ২০০১ সালে মেঘলা আকাশের জন্য।

আমির হোসেন বাবু
মৃত্যু৯ জুলাই ২০০৩
জাতীয়তাবাংলাদেশী
পেশানৃত্য পরিচালক এবং নৃত্য পরিকল্পনাকারী
দাম্পত্য সঙ্গীসাবিনা ইয়াসমিন
পুরস্কারজাতীয় চলচ্চিত্র পুরস্কার (দুইবার)

কর্মজীবন

বাবুই প্রথম অভিনেতা ফেরদৌস আহমেদ কে তৈরি করেছিলেন। ১৯৯৭ সালে সালমান শাহের মৃত্যুর পরে তিনি নাচ ময়ূরী নাচ নামে একটি নৃত্যভিত্তিক চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছিলেন। যেহেতু সালমান শাহ অকাল মৃত্যুবরণ করেছিলেন, তাই তাঁর দরকার ছিল এক নতুন নায়কের। তিনি নতুন নায়কের জন্য অডিশন দিয়েছিলেন এবং এই চরিত্রের জন্য ফেরদৌসকে বেছে নিয়েছিলেন। [১]

পারিবারিক জীবন

বাবু প্রখ্যাত কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁর মৃত্যুর আগেই তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। সাবিনা-বাবু দম্পতির একমাত্র ছেলে শ্রাবণ।

চলচ্চিত্র

  • অভাগি (১৯৭৫)
  • গুন্ডা (১৯৭৬)
  • দোস্ত দুশমন (১৯৭৭)
  • অলঙ্কার (১৯৭৮)
  • আরাদোনা (১৯৭৯)
  • জীবন নৌকা (1১৯৮১)
  • লাল কাজল (১৯৮২)
  • নান্টু ঘটক (১৯৮২)
  • রজনীগন্ধা (১৯৮২)
  • নাজমা (১৯৮৩)
  • ক্ষুধা (১৯৮৪)
  • নয়নের আলো (১৯৮৪)
  • রাজকন্যা টিনা খান (১৯৮৪)
  • আওরা (১৯৮৫)

মিস লোলিতা (১৯৮৫)

  • মহা নায়ক (১৯৮৫)
  • লালু মাস্তান (১৯৮৭)
  • রাজলক্ষ্মী শ্রীকান্ত (১৯৮৭)
  • আত্মসমর্পণ (১৯৮৭)
  • স্বামী স্ত্রী (১৯৮৭)
  • ভেজা চোখ (১৯৮৮)
  • জীবন ধারা (১৯৮৮)
  • যোগাযোগ (১৯৮৮)
  • ভাইজান (১৯৮৯)
  • বাইথার দান (১৯৮৯)
  • রাঙ্গা ভাবি (১৯৮৯)
  • সত্য মিথ্যা (১৯৮৯)
  • আঁখি মিলন (১৯৯০)
  • দোলনা (১৯৯০)
  • দাঙ্গা (১৯৯১)
  • পদ্মা মেঘনা যমুনা (১৯৯১)
  • ওচিনা (১৯৯১)
  • শীর্ষ রংবাজ (১৯৯১)
  • বেপোরয়া (১৯৯২)
  • বন্ধু আমার (১৯৯২)
  • চোরের বউ (১৯৯২)
  • ওন্ধ বিশ্বাস (১৯৯২)
  • অবুঝ সন্তান (১৯৯৩)
  • কিয়ামত থেকে কিয়ামত (১৯৯৩)
  • মৌসুমী (প্রযোজনা ও কোরিওগ্রাফ করা) (১৯৯৩)
  • ওন্ধ প্রেম (১৯৯৩)
  • বিক্ষোভ (১৯৯৪)
  • গোলাপী এখন ঢাকাই (১৯৯৪)
  • সুজন শখি (১৯৯৪)
  • পাপী শত্রু (১৯৯৫)
  • মৌমাচি (১৯৯৬)
  • নির্মম (১৯৯৬)
  • তোমাকে চই (১৯৯৬)
  • আনন্দ অশ্রু (১৯৯৭)
  • বাবা কেনো চাকর (১৯৯৭)
  • বিয়ের ফুল (১৯৯৯)
  • অনন্ত ভালবাসা (১৯৯৯)
  • মেঘলা আকাশ (২০০১)
  • হাসন রাজা (২০০২)

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী