আলতাফ রাজা

ভারতীয় কাওয়ালী শিল্পী

আলতাফ রাজা হলেন একজন ভারতীয় কাওয়ালী শিল্পী।[২][৩] তার কন্ঠের প্রশিক্ষণ গ্রহণের পর থেকে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কার জেতা শুরু করেন। ১৯৯৩ সালে আলতাফ "তুম থে থেহরে পরদেশী" নামক আত্মপ্রকাশকারী এ্যালবামের মাধ্যমে সঙ্গীত শিল্পী হিসেবে স্বীকৃতি অর্জন করেন।[৪] তারপর থেকে তিনি প্রায় ৭টি এ্যালবাম মুক্তি দিয়েছেন।

আলতাফ রাজা
জন্ম (1960-10-11) ১১ অক্টোবর ১৯৬০ (বয়স ৬৩)[১]
নাগপুর, মহারাষ্ট্র[২]
উদ্ভবভারতীয়
ধরনকাওয়ালী
পেশাশিল্পী
কার্যকাল১৯৯৩

প্রাথমিক জীবন

আলতাফ রাজা ১৯৬০ সালে ভারতের নাগপুর জন্মগ্রহণ করেন এবং ১৮ বছর বয়স থেকে বাদ্যযন্ত্র প্রশিক্ষণ নেওয়া শুরু করেন।

কর্মজীবন

এছাড়া তার সঙ্গীত কর্মজীবনের পাশাপাশি কয়েক বলিউড চলচ্চিত্রে অভিনয় করেছেন: যেমন শপথ (১৯৯৭)[৫] যমরাজ (১৯৯৮), মাদার (১৯৯৯), গনচক্কর (২০১৩)।

এ্যালবামসমূহ

  1. তুম তো থেহরে পরদেশী (১৯৯৭)[২]
  2. আক জি রাত না জা পরদেশী[৬]
  3. শপথ
  4. যমরাজ
  5. তিরছি তপিয়ালে
  6. কিমাত
  7. মুঝে আপনা বানা লো
  8. দো দিল হারে
  9. দিল কে তুকদে হাজার হুয়ে[৬]
  10. দিল কা হাল সুনে দিওয়ালা[৬]
  11. কোম্পানী
  12. তাজা হাওয়া লেতে হ্যায়
  13. কই পাথ্থার সে না মারে
  14. আওয়ারা হাওয়া কা ঝনকা হু
  15. পেহলে তো কাভি গুন থা
  16. আলতাফ ও আদনা এক সাথ (২০০১)
  17. ঘনচক্কর (২০১৩)[৭]
  18. খিলনা কান কার (২০০৩)[৮]
  19. এক দার্দ সাভি কো হোতে হ্যায় (২০০৩)[৯]
  20. মার্কেট (২০০৩)[১০]
  21. দুকান (২০০৪)[১১]
  22. তেরে ইশক নে মালামাল কিয়া (২০০৬)[১২]
  23. হারজি (২০০৬)[৬]
  24. আসকন কি বারাত

চলচ্চিত্র প্লেব্যাক গায়ক হিসেবে

  1. ঝলু রাম - ঘনচক্কর (২০১৩)
  2. মধুলাল: কিপ ওয়াকিঙ্গ (২০১০)
  3. তনপুর কা সুপারহিরো (২০১০)
  4. মার্কেট (২০০৩)[১০]
  5. কোম্পানী (২০০২)
  6. বেনাম (১৯৯৯)
  7. মাদার (১৯৯৯)
  8. পরদেশী বাবু (১৯৯৮)
  9. কিমাত: দে আর ব্যাক (১৯৯৮)
  10. তিরছি টপিওয়ালী (১৯৮)
  11. হরজই (২০০৭)
  12. চন্দাল (১৯৯৮)

চলচ্চিত্রে সুরকার হিসেবে

  1. দুকান: পিলা হাউজ (২০০৪)
  2. মার্কেট (২০০৩)[১০]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন