আল মুসাইমির স্পোর্টস ক্লাব

আল মুসাইমির স্পোর্টস ক্লাব (আরবি: نادي المسيمير الرياضي‎, ইংরেজি: Al-Mesaimeer SC; সাধারণত আল মুসাইমির এসসি অথবা শুধুমাত্র আল মুসাইমির নামে পরিচিত) হচ্ছে মুসাইমির ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে কাতারের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ কাতারি দ্বিতীয় বিভাগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯৯৬ সালে আল নাহদা স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে।[২] ৩,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আল সাইলিয়া স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ক্রোয়েশীয় সাবেক ফুটবল খেলোয়াড় ড্রাগন তাদিচ।[৪]

আল মুসাইমির
পূর্ণ নামআল মুসাইমির স্পোর্টস ক্লাব
প্রতিষ্ঠিত১৯৯৬; ২৮ বছর আগে (1996)
মাঠআল সাইলিয়া স্টেডিয়াম
ধারণক্ষমতা৩,০০০
ম্যানেজারক্রোয়েশিয়া ড্রাগন তাদিচ
লিগকাতারি দ্বিতীয় বিভাগ
২০২০–২১৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

ঘরোয়া ফুটবলে, আল মুসাইমির এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে ২০০১ কাতারি দ্বিতীয় বিভাগের শিরোপা। বাসেল সামিহ জাইদান, আব্দুলরহমান সামির, এরিভেলতো, মুহাম্মদ আদনান দারজাল এবং মুহাম্মদ নুরির মতো খেলোয়াড়গণ আল মুসাইমিরের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন