আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশী বেসরকারি বিশ্ববিদ্যালয়

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় তেজগাঁওতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়[১]

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর লোগো
ধরনবেসরকারি
স্থাপিত১৯৯৫; ২৯ বছর আগে (1995)
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
ঠিকানা
১৪১ - ১৪২, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা - ১২০৮
,
২৩°৪৫′৫০″ উত্তর ৯০°২৪′২৫″ পূর্ব / ২৩.৭৬৩৮৪৫° উত্তর ৯০.৪০৬৮৮১° পূর্ব / 23.763845; 90.406881
শিক্ষাঙ্গনশহুরে, ১.৫ একর (০.৬১ হেক্টর)
সংক্ষিপ্ত নামআবিপ্রবি
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটwww.aust.edu
মানচিত্র

ইতিহাস

আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা আহ্‌ছানিয়া মিশন দ্বারা ১৯৯৫ সালে "বেসরকারী বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২"[২] অনুযায়ী প্রতিষ্ঠিত হয় যা বাংলাদেশের সর্বাধিক মানসম্পন্ন বেসরকারী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ঢাকা আহছানিয়া মিশন [৩] একটি অলাভজনক বাংলাদেশী স্বেচ্ছাসেবী সংগঠন যা ১৯৫৮ সালে খান বাহাদুর আহ‌্ছানউল্লা প্রতিষ্ঠা করেন। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। স্থাপত্য ও প্রকৌশল, বিজ্ঞান ও কলা, ব্যবসা প্রশাসন ও ব্যবস্থাপনা এবং শিক্ষা অনুষদের অধীনে রয়েছে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিষয়সমূহ। আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস[৪], ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন[৫] ও অন্যান্য অনেক জাতীয় এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা এবং পেশাদারী সম্পর্ক বজায় রাখে।

উপাচার্য

নিম্নোক্ত ব্যক্তিবর্গ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

অনুষদ এবং বিভাগ

বিশ্ববিদ্যালয়ের নিম্নলিখিত অনুষদ এবং বিভাগ রয়েছে:

স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ
  • স্থাপত্য বিভাগ
    • স্থাপত্যে ব্যচেলর
    • স্থাপত্যে মাস্টার
প্রকৌশল অনুষদ
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
    • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (বি.এসসি)
  • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগ
    • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল (বি.এসসি)
    • তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল (এম.এসসি)
  • পুরকৌশল বিভাগ
    • পুরকৌশল (বি.এসসি)
    • পুরকৌশল (এম.এসসি)
    • পুর ও পরিবেশ প্রকৌশল (এম.এসসি)
    • স্নাতকোত্তর ডিপ্লোমা (সিভিল)
  • যন্ত্রকৌশল ও উৎপাদন প্রকৌশল বিভাগ
    • যন্ত্রকৌশল ও উৎপাদন প্রকৌশল (বি.এসসি)
    • শিল্প ও উৎপাদন প্রকৌশল (বি.এসসি)
  • বস্ত্র প্রকৌশল বিভাগ
    • বস্ত্র প্রকৌশল (বি.এসসি)
  • কলা ও বিজ্ঞান বিভাগ
    • গণিত (এম.এসসি)
ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদ
  • স্কুল অফ বিজনেস
    • ব্যবসায় প্রশাসন (বি.বি.এ)
    • ব্যবসায় প্রশাসন (এম.বি.এ - নিয়মিত)
    • ব্যবসায় প্রশাসনের (এম.বি.এ - এক্সিকিউটিভ)
শিক্ষা অনুষদ
  • শিক্ষা বিভাগ
    • স্নাতকোত্তর (এম.এড)
    • প্রাথমিক শিক্ষায় স্নাতক ডিগ্রি (বি.এড প্রাথমিক)
    • অনানুষ্ঠানিক শিক্ষায় স্নাতক ডিগ্রি (বি.এড নন-ফর্মাল)

স্বীকৃতি

ওয়েবোমেট্রিক্‌স[৭] (Webometrics) তাদের বিশ্ববিদ্যালয় ক্রম ২০০৮[৮] - এ আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে প্রথম, সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং ভারতীয় উপমহাদেশে ৭৭তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চিহ্নিত করে।[৯] এই ক্রম বৈজ্ঞানিক গবেষণা, আন্তর্জাতিক প্রতিযোগিতার ফলাফল এবং গবেষণাপত্র প্রকাশের উপর ভিত্তি করে[১০] তৈরি করা হয়েছে।

উল্লেখযোগ্য প্রাক্তন ছাত্র

  1. মুঞ্জারিন মাহবুব অবনী-মডেল[১১]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন