ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়) বাংলাদেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।[১] ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়টি ইউজিসি থেকে অনুমোদন লাভ করে। এটি পিএইচপি গ্রুপের পিএইচপি ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। এর বর্তমান উপাচার্য হলেন ড. মোঃ আবু হাসান ভূঁইয়া (ভারপ্রাপ্ত)। বিশ্ববিদ্যালয়টি ঢাকার বারিধারায় অবস্থিত।[২][৩]

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস
তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
নীতিবাক্যভবিষ্যৎ হবে অতীতের চেয়েও ভালো
ধরনপ্রাইভেট বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০০৩; ২১ বছর আগে (2003)
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যড. মোঃ আবু হাসান ভূঁইয়া
শিক্ষার্থী৪৯০০
ঠিকানা
এইচ - ১৯০, সড়ক - ৫, মধ্য নয়ানগর, ভাটারা, বারিধারা
, ,
১২১২
,
২৩°৪৭′৪০″ উত্তর ৯০°২৫′২৯″ পূর্ব / ২৩.৭৯৪৫২৫° উত্তর ৯০.৪২৪৬৭১° পূর্ব / 23.794525; 90.424671
অধিভুক্তিবাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
ওয়েবসাইটuits.edu.bd
মানচিত্র

প্রশাসন

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন প্রধান নির্বাহী। প্রতিটি একাডেমিক বিভাগের নিজস্ব প্রধান রয়েছে। প্রশাসনের উপরে, ট্রাস্টি বোর্ড রয়েছে, যার নেতৃত্বে একজন চেয়ারপার্সন রয়েছেন, যিনি নীতিগত বিষয়গুলির তত্ত্বাবধান করে।

উপাচার্যগণ

নিম্নোক্ত ব্যক্তিবর্গ ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

  • ড. মোহাম্মদ সোলেমান (২০১৭-২০২২)[৪]
  • ড.. মোঃ আবু হাসান ভূঁইয়া (২০২২-বর্তমান)

অনুষদ ও বিভাগ

  • প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ
    • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই)
    • তথ্য প্রযুক্তি (আইটি)
    • পুরকৌশল (সিই)
    • ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স প্রকৌশল (ইইই)
    • ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল (ইসিই)
    • ফার্মেসি
  • ব্যবসায় শিক্ষা অনুষদ
    • ব্যবসা শিক্ষা
    • ব্যবসা প্রশাসনে স্নাতক (বিবিএ)
  • সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদ
    • সমাজবিজ্ঞান
    • ইংরেজি
    • আইন

ক্যাম্পাস

১১ নভেম্বর, ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়টি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়, ক্যাম্পাসটি ঢাকার ভাটারার নয়ানগরে অবস্থিত। ২০১৯ সালের শরৎকালীন সেমিস্টারে নতুনদের আগত অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসটির যাত্রা শুরু হয়।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন