ইতালির সড়ক সংকেতসমূহ

ইতালির সড়ক সংকেতগুলো ইউরোপের অন্য দেশগুলোতে ব্যবহৃত সাধারণ নকশার আদলে গঠিত। ভিয়েন্না সম্মেলনে প্রণীত সড়ক চিহ্ন ও সংকেতসমূহের অনুক্রমে এগুলো কোদিচে দেল্লা স্ত্রাদা ( Codice della Strada (Highway Code)) এবং রেগোলামেন্ত দি আত্তুয়াজিয়োনে দেল কোদিচে দেল্লা স্ত্রাদা (Regolamento di Attuazione del Codice della Strada) দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।

An example of a directional road sign in Italy, in this case near Rieti.

নকশা

দূরত্ব ও অন্যান্য পরিমাপগুলো মেট্রিক এককে প্রদর্শিত হয়।

সতর্কীকরণ চিহ্নগুলি সাধারণত যে এলাকায় উল্লেখ করা হয় তার ১৫০ মিটার আগে স্থাপন করা হয়; যদি তারা দূরে বা কাছাকাছি হয়, একটি অতিরিক্ত চিহ্ন মিটারে প্রকৃত দূরত্ব প্রদর্শন করে। নিষেধাজ্ঞার চিহ্ন এবং বাধ্যতামূলক নির্দেশের চিহ্ন, পরিবর্তে, বৈধতার ক্ষেত্রের শুরুতে ঠিক স্থাপন করা হয়।

রং ও আকৃতি

Signs follow the general European conventions concerning the use of shape and colour to indicate function of signs:

চিহ্নের ধরনআকৃতিসীমানাপটভূমির রং
সতর্ক চিহ্নত্রিকোণাকারলালসাদা
নিষেধ চিহ্নবৃত্তীয়লালসাদা
আবশ্যকীয় নির্দেশনাবৃত্তীয়সাদানীল
SupplementaryRectangularBlackWhite
তথ্যদানকারী চিহ্নRectangularWhiteWhite (urban)
Blue (other roads)
Green (motorway)

নির্দেশনাদানকারী সড়ক সংকেতসমূহের রং

  • মটরওয়েতে, সবুজের মাঝে সাদা অক্ষরে নির্দেশিত সংকেত।
  • প্রধান সড়কে, নির্দেশদানকারী চিহ্নগুলো একাধিক গন্তব্যস্থলে সাদার মাঝে নীল অক্ষর দ্বারা নির্দেশিত সংকেত।
  • শহরের বা মেট্রোপলিটন এলাকার মধ্যে, নির্দেশদানকারী চিহ্নগুলো একাধিক গন্তব্যস্থলে সাদার মাঝে কালো অক্ষর দ্বারা নির্দেশিত সংকেত।

শহর এবং প্রধান সড়কগুলোতে, একক রাস্তাগুলোর গন্তব্য নির্দেশদানকারী রং নির্ভর করে গন্তব্যস্থলের উপরেঃ

  • মটরওয়ে চালিত যদি গন্তব্যস্থল শহর হয়ে থাকে, তাহলে মটরওয়ে নাম ও গন্তব্যস্থল সংবলিত তার চিহ্ন সবুজ রঙের হয়।
  • অন্যান্য ক্ষেত্রে গন্তব্যস্থল যখন শহর তথন গন্তব্যস্থল সংবলিত তার চিহ্ন হয় নীল রঙের।
  • যদি গন্তব্যস্থল জেলা শহর, হাসপাতাল বা বিমানবন্দর হয়ে থাকে, তাহলে তার রং সাদা হয়ে থাকে।
  • যদি গন্তব্যস্থল পর্যটকদের দর্শনীয় স্থান হয়, তাহলে তার রং বাদামী হয়ে থাকে।

Typeface

Example of directional road sign with multiple destinations. It is blue because it is on a main road (not a motorway) outside a town. The indication to a motorway is in a green box, and the indication to a tourist attraction is in a brown box. It uses both allowed fonts: the words VIAREGGIO and Marina di Vecchiano are in Alfabeto Normale, and the word autostrade is in Alfabeto Stretto

ভাষা

প্রধানত ইতালীয় ভাষার প্রচলিত আছে। কিছু স্বায়ত্তশাসিত এলাকা বা প্রদেশে জায়গাভেদে দোভাষীয় চিহ্ন প্রযোজ্য হয়ে থাকে (যেমন প্রধানত ইতালি/জার্মান ভাষা সাউথ টেরল, ইতালি/ফ্রান্স ভাষা আওস্থা ভ্যালিতে এবং স্লোভেনীয়া সীমানার কাছাকাছি এলাকায় ইতালি/স্লোভেনীয় ভাষা, কিন্তু ঐতিহাসিক স্থান ফ্রিয়ুলিতে ইতালি/ফ্রিয়ুলির ভাষা ও সার্দিনিয়াতে ইতালি/সার্দিনিয়ার ভাষায় ব্যবহৃত হয়ে থাকে)।

চিত্রশালা

সতর্ক চিহ্ন

অস্থায়ী চিহ্ন

নিয়ন্ত্রক চিহ্ন

নির্দেশনা চিহ্ন

অপ্রচলিত চিহ্ন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন