এইডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ

এইডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হলো আমেরিকান পেশাদারি কুস্তি সংস্থা অল এলিট রেসলিং (এইডাব্লিউ) এর তৈরিকৃত পেশাদারি কুস্তি ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। উক্ত চ্যাম্পিয়নশিপটি জুন ১৮, ২০১৯ সালে ঘোষণা করা হয় এবং সোশ্যাল আনসেন্সরড (ফ্র‍্যান্কি কাজারিয়ান এবং স্কোরপায়ো স্কাই) এটি প্রথমবারের মতো জিতে নেন। এফটিআর ড্যাক্স এবং ক্যাশ হুইলার চ্যাম্পিয়নশিপটি বর্তমানে বহন করছেন।

এইডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ
এইডাব্লিউ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ বেল্ট
তথ্য
সংস্থাঅল এলিট রেসলিং
প্রতিষ্ঠাজুন ১৮, ২০১৯
বর্তমান চ্যাম্পিয়নএফটিআর
(ড্যাক্স হারউড এবং ক্যাশ হুইলার)
জয়ের তারিখজানুয়ারি ২১, ২০২০

ইতিহাস

আমেরিকান পেশাদারি কুস্তি সংস্থা অল এলিট রেসলিং (এইডাব্লিউ) গঠনের ছয় মাস পর জুন ১৮, ২০১৯ সালে,[১][২][৩][৪] উদ্ধোধনি ট্যাগ টিম চ্যাম্পিয়নস বাছাইয়ের জন্য টুর্নামেন্টের ঘোষণা করা হয়। একই দিনে এইডাব্লিউ এর অনুষ্ঠান ফাইটার ফেস্ট (২০১৯) এর জন্য ত্রিমুখী ট্যাগ টিম ম্যাচের আয়োজনের কথা প্রকাশ করা হয়,[৫] যেখানে বেস্ট ফ্রেন্ড (চাক টেইলর এবং ট্রেন্ট বেরেটা), সোশ্যাল আনসেন্সরড (স্কোরপায়ো স্কাই এবং ফ্র‍্যান্কি কাযারিয়ান) এবং প্রাইভেট পার্টি (আইসিয়া কাসিদি এবং মার্ক কুয়েন) কুস্তি লড়বেন এবং বলা হয় এই ম্যাচে যে ট্যাগ টিম জিতবে ঐ ট্যাগ টিম অল আউট (২০১৯)-এ অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্যাগ টিম টুর্নামেন্টে প্রথম রাউন্ড না খেলেই দ্বিতীয় রাউন্ডে চলে যাবে।[৬] এরপর এইডাব্লিউ এর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা টনি খান ঘোষণা দেন টুর্নামেন্টি তাদের সাপ্তাহিক অনুষ্ঠান এইডাব্লিউ ডায়নামাইট-এ আয়োজন করা হয়েছে।[৭][৮][৯][১০][১১]

উদ্ধোধনি টুর্নামেন্ট

এইডাব্লিউ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের প্রথম ম্যাচ আগস্ট ৯, ২০১৯ সালে ঘোষণা করা হয়, যেখানে দ্য ইয়াং বাকস এবং প্রাইভেট পার্টির মধ্যে ম্যাচ ঠিক করা হয়।[১২][১৩][১৪] অক্টোবরের ৩০ তারিখে সোশ্যাল আনসেন্সর লুচা ব্রাদার্সকে হারিয়ে উদ্ধোধনি ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে নেন।

কোয়ার্টারফাইনালস
এইডাব্লিউ ডায়নামাইট
অক্টোবর ৯ এবং ১৬, ২০১৯
সেমিফাইনালস
এইডাব্লিউ ডায়নামাইট
অক্টোবর ২৩, ২০১৯
ফাইনাল
এইডাব্লিউ ডায়নামাইট
অক্টোবর ৩০, ২০১৯
         
দ্য ইয়াং বাকস
(ম্যাট জ্যাকসন এবং নিক জ্যাকসন)
পিন
প্রাইভেট পার্টি
(আইসিয়াহ কাসিদি)
১৩:৩৯
প্রাইভেট পার্টিপিন
লুচা ব্রাদার্স১২:২৪
লুচা ব্রাদার্স
(পেণ্টাগন জুনিয়র এবং রে ফিনিক্স)
১১:৩১
জুরাসিক এক্সপ্রেস
(জঙ্গল বয় এবং মার্কো স্টান্ট)[নোট ১]
পিন
লুচা ব্রাদার্সপিন
সোশ্যাল আনসেন্সরড১২:৩৬
বেস্ট ফ্র‍্যান্ডস
(চাক টেইলর এবং ট্রেন্ট ব্যারেটা)
পিন
সোশ্যাল আনসেন্সরড
(ফ্র‍্যাণ্কি কাজারিয়ান এবং স্কোরপায়ো স্কাই)
[নোট ২]
৯:৫৭
সোশ্যাল আনসেন্সরড১৩:৫৯
দ্য ডার্ক অর্ডারপিন
দ্য ডার্ক অর্ডার
(ইবিল উনো এবং স্টু গ্রেসন)
বাই (স্পোর্টস)[নোট ৩]

রাজত্বকাল

বর্তমান চ্যাম্পিয়ন এফটিআর (ক্যাশ হুইলার এবং ড্যাক্স হারউড)

জুন ৫, ২০২৪, অনুযায়ী এখন পর্যন্ত খেতাবটি তিনবার হাতবদল হয়েছে। সোশ্যাল আনসেন্সর উদ্ভোধনি চ্যাম্পিয়ন হিসেবে ইতিহাসে তাদের নাম লিখিয়েছেন। কেনি ওমেগা এবং এডাম পেজ সবতথেকে বেশি ২২৮ দিন ট্যাগ টিম চ্যাম্পিয়ন থাকার রেকর্ডও গড়েছেন।

বর্তমান চ্যাম্পিয়ন এফটিআর (ক্যাশ হুইলার, ড্যাক্স হারউড)। সেপ্টেম্বর ৫, ২০২০ এর ডায়নামাইট পর্বে তারা পূর্ববর্তি চ্যাম্পিয়ন কেনি ওমেগা ও এডাম পেজকে হারিয়ে চ্যাম্পিয়নশিপটি জিতে নিয়েছিলেন।

টীকা
নংসামগ্রিক রাজত্বের সংখ্যা
রাজত্বনির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের নম্বর
দিনচ্যাম্পিয়ন থাকার দিন
<1রাজত্ব এক দিনেরও কম ছিল
+বর্তমান রাজত্ব প্রতিদিন পরিবর্তন হচ্ছে
নংচ্যাম্পিয়নচ্যাম্পিয়নশিপ পরিবর্তনরাজত্বের পরিসংখ্যানটীকাসূত্র
তারিখঅনুষ্ঠানঅবস্থানরাজত্বদিন
সোশ্যাল আনসেন্সরড
(ফ্র‍্যাণ্কি কাজারিয়ান এবং স্কোরপায়ো স্কাই)
অক্টোবর ৩০, ২০১৯এইডাব্লিউ ডায়নামাইটচার্লস্টোন, ওয়েস্ট ভার্জিনিয়া৮৩লুচা ব্রাদার্সকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছিলেন।
কেনি ওমেগা এবং "হ্যাঙ্গম্যান" এডাম পেজজানুয়ারি ২১, ২০২০ক্রিস জেরিখোস রক এন রেসলিং রেজার সি ২০২০নাসসাও, বাহামাস২২৮নোরওয়েজিয়ান পার্ল এ আয়োজন করা হয়।
এইডাব্লিউ ডায়নামাইট-এ জানুয়ারি ২২ এর পর্ব হিসেবে ম্যাচটি প্রচার করা হয়।
[১৫]
এফটিআর
(ক্যাশ হুইলার, ড্যাক্স হারউড)
৫ সেপ্টেম্বর ২০২০অল আউট (২০২০)জ্যাক্সনভিলে, ফ্লোরিডা১৩৬৯+[১৬]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন