এনজো আমোরে

এরিক আরন্ডট[১] (জন্ম: ডিসেম্বর ৮, ১৯৮৭)[২] হলেন একজন মার্কিন পেশাদার কুস্তিগির,[১] যিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন, যেখানে তিনি ব্র্যান্ডে এনজো আমোরে নামে কুস্তি করেন।

এনজো আমোরে
মে ২০১৭ সালে এনজো আমোরে
জন্ম নামএরিক আরন্ডট[১]
জন্ম (1987-12-08) ৮ ডিসেম্বর ১৯৮৭ (বয়স ৩৬)[২]
হ্যাকেনসেক, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র[১]
বাসস্থানলস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র[৩]
শিক্ষা প্রতিষ্ঠানসালিসবারি ইউনিভার্সিটি
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নামএনজো আমোরে[৪]
এরিক এন্থনি[২]
কথিত উচ্চতা৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার)[৪]
কথিত ওজন২০০ পা (৯১ কেজি)[৪]
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
হ্যাকেনসেক, নিউ জার্সি[৪]
প্রশিক্ষকডাব্লিউডাব্লিউই পারফরমেন্স সেন্টার[৪]
অভিষেকঅক্টোবর ২৫, ২০১২[২]

ব্যক্তিগত জীবন

আরন্ডট নিউ জার্সির হ্যাকেনসেকে জন্মগ্রহণ করেন, কিন্তু তার শৈশবের অধিকাংশ সময় অতিবাহিত হয় নিউ জার্সির ওয়ালউইকে।[১] সেখানে তিনি জুলিয়া এ. ট্র্যাফাগেন স্কুল, ক্রেসেন্ট স্কুল ও ওয়ালউইক হাই স্কুলে পড়াশুনা করেন এবং একই সাথে সেখানে ফুটবলও খেলেন।[১] তিনি সালিসবারি ইউনিভার্সিটিতে পড়াশুনা করা সময়ও ডিভিশন ৩ (এনসিএএ) বিভাগে ফুটবল খেলতে থাকেন। ২০০৭-২০০৯ সালে, তিনি সি গালসের হয়ে লাইনব্রেকার এবং সেফটি পদে খেলতেন।[১][৫][৬] আরন্ডট চূড়ান্তভাবে সাংবাদিকতায় ডিগ্রী অর্জন করেছেন।[১] তিনি পূর্বে ডিস্ক জকি, নিউ ইয়র্ক জেটসের টিকেট বিক্রেতা, পিয়ানো মুভার এবং হুটারসের ম্যানেজার হিসেবে কাজ করেছেন।[১]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী