কক্সবাজার সদর উপজেলা

কক্সবাজার জেলার একটি উপজেলা

কক্সবাজার সদর বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা

কক্সবাজার সদর
উপজেলা
কক্সবাজার সমুদ্র সৈকত
কক্সবাজার সমুদ্র সৈকত
মানচিত্রে কক্সবাজার সদর উপজেলা
মানচিত্রে কক্সবাজার সদর উপজেলা
স্থানাঙ্ক: ২১°২৬′৪৬″ উত্তর ৯১°৫৮′৪৯″ পূর্ব / ২১.৪৪৬১১° উত্তর ৯১.৯৮০২৮° পূর্ব / 21.44611; 91.98028 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
প্রতিষ্ঠাকাল১৮৫৪
সংসদীয় আসন২৯৬ কক্সবাজার-৩
সরকার
 • উপজেলা চেয়ারম্যাননুরুল আবছার
আয়তন
 • মোট২২৮.২৩ বর্গকিমি (৮৮.১২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৫,২২,৪৩৫
 • জনঘনত্ব২,৩০০/বর্গকিমি (৫,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৯.০২%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ২২ ২৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

কক্সবাজার সদর উপজেলার আয়তন ২২৮.২৩ বর্গ কিলোমিটার।[১]কক্সবাজার জেলার মধ্যাংশে ২১°২৪´ থেকে ২১°৩৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৯´ থেকে ৯২°০৮´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে কক্সবাজার সদর উপজেলার অবস্থান।[২] এ উপজেলাতেই কক্সবাজার জেলা সদর অবস্থিত। এ উপজেলার উত্তরে চকরিয়া উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগররামু উপজেলা, পূর্বে রামু উপজেলা, পশ্চিমে মহেশখালী উপজেলাবঙ্গোপসাগর

নামকরণ

কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের পূর্বনাম ছিল পালংকি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধ্যাদেশ, ১৭৭৩ জারি হওয়ার পর ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালংকির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজার বছরেরও পুরানো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন, কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই তিনি ১৭৯৯ সালে মারা যান। তাঁর পূর্নবাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেয়া হয় কক্স সাহেবের বাজার।[৩]

প্রশাসনিক এলাকা

১৮৫৪ সালে কক্সবাজার থানা এবং ১৯৫৯ সালে টাউন কমিটি গঠিত হয়। ১৯৭২ সালে টাউন কমিটি বিলুপ্ত করে পৌরসভায় রূপান্তরিত হয়। ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তর করা হয়। ১৯৮৯ সালে পৌরসভাকে সি গ্রেড থেকে বি গ্রেডে উন্নীত করা হয়।কক্সবাজার সদর উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ কক্সবাজার সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন । [৪]ইউনিয়নসমূহ: কক্সবাজার সদর মডেল থানার আওতাধীন ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়ন।[৫]

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কক্সবাজার সদর উপজেলার জনসংখ্যা ৫,২২,৪৩৫ জন, এর মধ্যে পুরুষ ২,৭৪,৯৮৩ জন এবং মহিলা ২,৪৭,৪৫২ জন। বাৎসরিক জনসংখ্যা বৃদ্ধির হার ২.৭৬%।[১]মোট জনসংখ্যার ৯০% মুসলিম, ৭% হিন্দু, ৩% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে।[২]

শিক্ষা

কক্সবাজার সদর উপজেলার সাক্ষরতার হার ৫৪.৬৮%।[২] এ উপজেলায় ২টি সরকারি সহ মোট ৬টি কলেজ, ৩টি কামিল মাদ্রাসা, ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি আলিম মাদ্রাসা, ৩টি সরকারি সহ মোট ২৮টি মাধ্যমিক বিদ্যালয়, ২১টি দাখিল মাদ্রাসা, ২১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ১০০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[১]

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

কক্সবাজার সদর উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়। এছাড়া ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহর থেকে আকাশপথ ও রেলপথে যোগাযোগ করা যায়।[৬] কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের সর্বাধুনিক রেলওয়ে স্টেশন।

অর্থনীতি

কক্সবাজার সদর উপজেলার অর্থনৈতিক উৎসসমূহের মধ্যে মৎস্য, চিংড়ি, লবণ, শুটকি, কাঁকড়া, হস্তশিল্প, খনিজ বালি উল্লেখযোগ্য। এছাড়া এটি পর্যটন নগরী হওয়ায় কক্সবাজারের পর্যটন শিল্প এ উপজেলার অর্থনীতিতে ব্যাপক অবদান রেখে চলেছে।[৭]

ধর্মীয় উপাসনালয়

কক্সবাজার সদর উপজেলায় ৪৩৫টি মসজিদ, ২৫টি মন্দির, ১৭টি বিহার ও ৫টি গির্জা রয়েছে।[১][২]

নদ-নদী

কক্সবাজার সদর উপজেলার উপর দিয়ে বয়ে চলেছে বাঁকখালী নদীঈদগাঁও নদী[১][৮]

হাট-বাজার

কক্সবাজার সদর উপজেলায় ১৪টি হাট-বাজার রয়েছে।[১] এর মধ্যে উপজেলা পরিষদ কাঁচা বাজার, লিংকরোড বাজার, খরুলিয়া বাজার, ঈদগাঁও বাজার, চৌফলদণ্ডী বাজার, পোকখালী মুসলিম বাজার, ভারুয়াখালী বাজার, খুরুশকুল টাইম বাজার, জুমছড়ি চেরাংঘর বাজার উল্লেখযোগ্য।[৯]

দর্শনীয় স্থান

  • কক্সবাজার সমুদ্র সৈকত (পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত)
  • কক্সবাজার বিমানবন্দর
  • কলাতলী বিচ
  • লাবনী বিচ
  • হিমছড়ি বড় ঝর্না
  • মারমেইড় বিচ রিসোর্ট
  • রামু ১০০ ফুট বৌদ্ধ মূর্তি
  • রামু রামকোট বিহার
  • রাডারস্টেশন (হিলটপ সার্কিট হাউজ সংলগ্ন)
  • শাল, সেগুন, মেহগনি, গর্জন, রাবারসহ নানা প্রকৃতির উদ্ভিদ ও দুষ্প্রাপ্য অর্কিড
  • কক্সবাজার বৌদ্ধ বিহার
  • অগ্বমেধা বৌদ্ধ বিহার
  • ঝিলংজা ইউনিয়নে দ্বাদশ শতাব্দীতে নির্মিত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ
  • মাহাসিংদোগ্রী বৌদ্ধ মন্দির
  • মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার
  • রাখাইন পাড়া
  • চৌফলদণ্ডী-খুরুশকুল সংযোগ সেতু
  • ডুলাফকির মাজার
  • চিংড়ি রপ্তানি জোন
  • লবণ রপ্তানি জোন
  • বার্মিজ মার্কেট

[২][১০]

মুক্তিযুদ্ধের ঘটনাবলি

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকবাহিনী শহরের পুরাতন রেস্ট হাউসের পেছনে প্রবীণ আইনজীবী জ্ঞানেন্দ্র লাল চৌধুরীসহ কিছুসংখ্যক লোককে হত্যা করে এবং বদর মোকাম এলাকায় দুজন মুক্তিযোদ্ধাকে গুলি করে হত্যা করে।[২]

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন
  • স্মৃতিস্তম্ভ: ১টি (শহরের পুরাতন রেস্ট হাউজের পেছনে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত)।[২]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • মুহম্মদ নূরুল হুদা; কবি।
  • নুরুল হক; বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
  • মোস্তাক আহমেদ চৌধুরী,সাবেক সংসদ সদস্য ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান।
  • এডভোকেট খালেকুজ্জামান; সাবেক সংসদ সদস্য, কক্সবাজার-২ আসন।[১১]
  • আ ম এজহারুল হক-বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক জেলা শিক্ষা অফিসার

জনপ্রতিনিধি

সংসদীয় আসন
সংসদীয় আসনজাতীয় নির্বাচনী এলাকা[১২]সংসদ সদস্য[১৩][১৪][১৫][১৬][১৭]রাজনৈতিক দল
২৯৬ কক্সবাজার-৩কক্সবাজার সদর উপজেলা এবং রামু উপজেলাসাইমুম সরওয়ার কমলবাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নংপদবীনাম
০১উপজেলা চেয়ারম্যান[১৮]কায়সারুল হক জুয়েল
০২ভাইস চেয়ারম্যান[১৯]রশিদ মিয়া
০৩মহিলা ভাইস চেয়ারম্যান[২০]হামিদা তাহের
০৪উপজেলা নির্বাহী কর্মকর্তা[২১]মোহাম্মদ নোমান হোসেন

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী