কলেজ স্ট্রিট (কলকাতা)

(কলেজ স্ট্রিট থেকে পুনর্নির্দেশিত)

কলেজ স্ট্রিট হল মধ্য কলকাতার একটি ১.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা। বউবাজার অঞ্চলের গণেশচন্দ্র অ্যাভিনিউ-এর মোড় থেকে মহাত্মা গান্ধী রোড মোড় পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত।[৬] কলকাতা শহরের কয়েকটি প্রধান শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্রটি এই রাস্তার ধারে অবস্থিত।[৭]

কলেজ স্ট্রিট
বইপাড়া
কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ শিক্ষাপ্রাঙ্গনের সামনে কলেজ স্ট্রিট, বাঁদিকে বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা ও শতবার্ষিকী ভবন (কেন্দ্রীয় গ্রন্থাগার) দৃশ্যমান
নামকরণহিন্দু কলেজ (অধুনা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়)[১]
দৈর্ঘ্য০.৯ কিমি (ব্যাড রাউন্ডইং এখানে০.৫৬ মাইল)
প্রস্থ৬৫ ফুট (গড়)[২]
ডাক কোড৭০০০১২, ৭০০০৭৩
উত্তর প্রান্তবিপিনবিহারী গাঙ্গুলি স্ট্রিট (পূর্বনাম: বউবাজার স্ট্রিট)
গুরুত্বপূর্ণ
সংযোগস্থল
মহাত্মা গান্ধী রোড (পূর্বনাম: হ্যারিসন রোড)
দক্ষিণ প্রান্তবিধান সরণি (পূর্বনাম: কর্নওয়ালিস স্ট্রিট)
নির্মাণ
অনুমোদিত১৮২১[৩]
নির্মাণ শুরু১৮২১[৪]
নির্মাণ সম্পন্ন১৮২২[৫]
অন্যান্য
যে জন্য পরিচিতবিভিন্ন উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান, প্রকাশনা শিল্প ও বই বিক্রয় কেন্দ্র

বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র

কলেজ স্ট্রিটের ধারে বইয়ের ছোটো ছোটো দোকান

কলেজ স্ট্রিট কলকাতার প্রধান বই প্রকাশনা ও বিক্রয় কেন্দ্র। তাই এই অঞ্চলটিকে বইপাড়া বলা হয়।[৬][৮] আনন্দ পাবলিশার্স, দে'জ পাবলিশিং, রুপা অ্যান্ড কোং, দেব সাহিত্য কুটীর, সাহিত্যম, পত্র ভারতী প্রভৃতি প্রধান বাংলা প্রকাশনা সংস্থাগুলির প্রধান কার্যালয় এখানেই অবস্থিত। রাস্তার দুধারে বই-এর অনেক ছোটো ছোটো দোকান আছে। এখানে পুরনো ও নতুন বই পাওয়া যায়।[৬] স্মিথসোনিয়ান পত্রিকার একটি নিবন্ধে কলেজ স্ট্রিট সম্পর্কে বলা হয়েছে, "...(কলেজ স্ট্রিট) আধ-কিলোমিটার লম্বা বইয়ের দোকানে ভরা রাস্তা। এর দুপাশের ফুটপাথে প্রত্যেকটি ভারতীয় ভাষায় প্রকাশিত বইপত্র পাওয়া যায়। এমনকি ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও ইংল্যান্ডে আউট-অফ-প্রিন্ট হয়ে যাওয়া অনেক বইই এখানে পাওয়া যায়।"[৯]যে বই কলেজ স্ট্রীট এ পাওয়া যাই না সেই বই এর কোনো অস্তিত্ব নাই বলা হয়.

স্বীকৃতি

২০০৭ সালে টাইম ম্যাগাজিন-এর "বেস্ট অফ এশিয়া" তালিকায় ভারতের উল্লেখযোগ্য স্থানের স্বীকৃতি পায় কলেজ স্ট্রিট।[১০]

শিক্ষা প্রতিষ্ঠান

এই রাস্তার ধারে অবস্থিত উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল:

চিত্রশালা

তথ্যসূত্র

আরও দেখুন

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন