কাবু ভের্দীয় ফুটবল ফেডারেশন

কাবু ভের্দির ফুটবলের নিয়ন্ত্রণকারী সংস্থা

কাবু ভের্দীয় ফুটবল ফেডারেশন (পর্তুগিজ: Federação Caboverdiana de Futebol, ইংরেজি: Cape Verdean Football Federation; এছাড়াও সংক্ষেপে সিভিএফএফ নামে পরিচিত) হচ্ছে কাবু ভের্দির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৪ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৮ বছর পর ২০০০ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কাবু ভের্দির রাজধানী প্রায়ায় অবস্থিত।

কাবু ভের্দীয় ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৮২; ৪২ বছর আগে (1982)[১]
সদর দপ্তরপ্রায়া, কাবু ভের্দি
ফিফা অধিভুক্তি১৯৮৬[১]
ক্যাফ অধিভুক্তি২০০০
সভাপতিকাবু ভের্দি মারিও সেমেদো
সহ-সভাপতি
  • কাবু ভের্দি ইনাসিও কারভালহো
  • কাবু ভের্দি রুই মেলো
  • কাবু ভের্দি জোয়েল রামোস
ওয়েবসাইটfcf.cv

এই সংস্থাটি কাবু ভের্দির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কাবু ভের্দীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, কাবু ভের্দি জাতীয় কাপ, এবং কাবু ভের্দীয় সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।[২] বর্তমানে কাবু ভের্দীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন মারিও সেমেদো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন দান মের্কেল।

কর্মকর্তা

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থাননাম
সভাপতিমারিও সেমেদো
সহ-সভাপতিইনাসিও কারভালহো
রুই মেলো
জোয়েল রামোস
সাধারণ সম্পাদকদান মের্কেল
কোষাধ্যক্ষসুজি সোয়ারেস
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক
প্রযুক্তিগত পরিচালকপেদ্রো ফিগেইরেদো
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ)বুবিস্তা
জাতীয় দলের কোচ (নারী)সিলভেরিয়া নেদিও
রেফারি সমন্বয়কারীএলিসেউ কারদোসো

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন