কে. বলচাঁদ

(কে. বালাচন্দর থেকে পুনর্নির্দেশিত)

কৈলাস বলচাঁদ (তামিল: கைலாசம் பாலசந்தர், প্রতিবর্ণী. কাইলাসাম বালাচান্দার, ৯ জুলাই ১৯৩০ - ২৩ ডিসেম্বর ২০১৪) বা সংক্ষেপে কে. বলচাঁদ নামেই বেশি পরিচিত ছিলেন একজন ভারতীয় তামিল চলচ্চিত্র নির্মাতা। তিনি তামিল চলচ্চিত্র জগতে ষাট ও সত্তরের দশকে কালজয়ী চলচ্চিত্র বানিয়েছেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিলো নীরকুমিড়ি (১৯৬৫)। তামিল ভাষা ছাড়াও তিনি তেলুগু, মালয়ালম, কন্নড় এবং হিন্দি ভাষার চলচ্চিত্রও বানিয়েছিলেন। তামিল চলচ্চিত্র শিল্পের মহানায়ক রজনীকান্ত এবং কমল হাসান বলচাঁদের সাহায্যেই উপরে ওঠেন। এছাড়া বলচাঁদ শরৎ বাবু, নাগেশ, সুজাতা, জয়া প্রদা, নছর, জয়াসুধা এবং সরিতাকেও অভিনয় জগতে ভালো নাম কামানোর ব্যবস্থা করেছিলেন। বলচাঁদ মোট নয়টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ১৩টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ জিতেছিলেন। তাকে ১৯৮৭ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়েছিলো। তিনি কিছু টেলিভিশন ধারাবাহিকও বানিয়েছিলেন।[১][২][৩][৪]

কৈলাস বলচাঁদ
২০০৬ সালে তোলা ছবি
জন্ম
কৈলাস বলচাঁদ

(১৯৩০-০৭-০৯)৯ জুলাই ১৯৩০
তাঞ্জাবুর জেলা (এখন তিরুভারুর জেলা), তামিলনাড়ু, ভারত
মৃত্যু২৩ ডিসেম্বর ২০১৪(2014-12-23) (বয়স ৮৪)
মৃত্যুর কারণহৃদরোগ
পেশামঞ্চনাটক পরিচালক, চলচ্চিত্র পরিচালক-প্রযোজক এবং কাহিনী লেখক
কর্মজীবন১৯৬৪-২০১৪
দাম্পত্য সঙ্গীরজম
পুরস্কার
  • কালাইমামণি
  • পদ্মশ্রী
  • দাদাসাহেব ফাল্কে পুরস্কার
  • এএনআর জাতীয় পুরস্কার

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী