ক্লাব দেপোর্তিভো ওলিম্পিয়া

ক্লাব দেপোর্তিভো ওলিম্পিয়া (স্পেনীয়: C.D. Olimpia; সাধারণত সিডি ওলিম্পিয়া এবং সংক্ষেপে ওলিম্পিয়া নামে পরিচিত) হচ্ছে তেগুসিগালপা ভিত্তিক একটি হন্ডুরীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে হন্ডুরাসের শীর্ষ স্তরের ফুটবল লিগ হন্ডুরাস জাতীয় পেশাদার ফুটবল লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯১২ সালের ১২ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ৩৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট চেলাতো উকলেস জাতীয় স্টেডিয়ামে লস লেওনেস নামে পরিচিত ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনীয় সাবেক ফুটবল খেলোয়াড় পেদ্রো ত্রোয়লিও এবং মালিকানার দায়িত্ব পালন করছেন তেলেভিসেন্ত্রো।[৩] বর্তমানে হন্ডুরীয় আক্রমণভাগের খেলোয়াড় জেরি বেংটসন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫] ওলিম্পিয়া হচ্ছে হন্ডুরাস জাতীয় পেশাদার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০২২–২৩ মৌসুমে ক্লাবের ইতিহাসে ৩৬তম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।

ওলিম্পিয়া
পূর্ণ নামক্লাব দেপোর্তিভো ওলিম্পিয়া
ডাকনামলস লেওনেস
প্রতিষ্ঠিত১২ জুন ১৯১২; ১১১ বছর আগে (1912-06-12)
মাঠচেলাতো উকলেস জাতীয় স্টেডিয়াম
ধারণক্ষমতা৩৫,০০০[১]
সভাপতিহন্ডুরাস তেলেভিসেন্ত্রো
ম্যানেজারআর্জেন্টিনা পেদ্রো ত্রোয়লিও
লিগহন্ডুরাস জাতীয় পেশাদার ফুটবল লিগ
২০২২–২৩১ম (চ্যাম্পিয়ন)
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, ওলিম্পিয়া এপর্যন্ত ২১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে সতেরোটি হন্ডুরাস জাতীয় পেশাদার ফুটবল লিগ, একটি হন্ডুরীয় সুপার কাপ এবং তিনটি হন্ডুরীয় কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে দুইটি কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ, দুইটি কনকাকাফ লিগ এবং দুইটি ইউএনসিএএফ ইন্টারক্লাব কাপ শিরোপা রয়েছে। গেরমান মেহিয়া, এন্দ্রিক মেনহিভার, জনাথন পাস, মাইকেল চিরিনোস এবং হোসে পিন্তোর মতো খেলোয়াড়গণ ওলিম্পিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:হন্ডুরাস জাতীয় পেশাদার ফুটবল লিগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন