গোয়েন্দা কল্পকাহিনী

(গোয়েন্দা কাহিনী থেকে পুনর্নির্দেশিত)

গোয়েন্দা কল্পকাহিনী বা সংক্ষেপে গোয়েন্দা কাহিনী হলো অপরাধ কল্পকাহিনী ও রহস্য কল্পকাহিনীর একটি উপশাখা যেখানে একজন শৌখিন বা পেশাদার গোয়েন্দা কোনো অপরাধ বা খুনের তদন্ত করেন। এর কাহিনী সাধারণত রহস্যপূর্ণ হয় এবং প্রায়শই দুঃসাহসিক ও রোমাঞ্চকর। তাই এইসব গল্প সহজে সকলকে আকর্ষণ করে। ছোট থেকে বড় সকলেই গোয়েন্দা গল্প পড়তে পছন্দ করে।পৃথিবীজুড়ে বহু বিখ্যাত সাহিত্যের মাঝে তাই গোয়েন্দা কাহিনীর নিজস্বতা রয়েছে। জনপ্রিয়তার নিরিখে গোয়েন্দা কাহিনী সবার উপর। এ গল্পগুলো মানুষকে যেমন আনন্দ দেয় তেমনি বুদ্ধিবৃত্তিক বিকাশ সাধন করে। বিখ্যাত কয়েকটি গোয়েন্দা গল্পের চরিত্র হলো শার্লক হোমস, ফেলুদা ইত্যাদি।

১৮৯১ সালের একটি গল্প "দ্যা বোসকম্ব ভ্যালী মিস্ট্রি" তে বিখ্যাত গোয়েন্দা শার্লক হোমস সন্দেহভাজন ব্যক্তির বুটজুতো পরীক্ষা করছেন, যা গোয়েন্দা কাহিনীর একটি উদাহরণ।

গোয়েন্দা কাহিনির প্রারম্ভ

প্রাচীন সাহিত্যে

কিছু পণ্ডিত প্রস্তাব করেছেন যে, কোনো কোনো প্রাচীন এবং ধর্মীয় রচনার সাথে আজকের গোয়েন্দা কাহিনির সাদৃশ্য আছে। ওল্ড টেস্টামেন্টের সুসানা এবং এল্ডারস গল্পে দুজন সাক্ষীর কথা/সাক্ষ্য মিথ্যা প্রমাণিত হয় যখন দানিয়েল তাদের জেরা করেন। তবে লেখক জুলিয়ান সিমন্স মন্তব্য করেছেন যে, যারা বাইবেল বা হেরোডটাসে গোয়েন্দাগিরির উপাদান খোঁজেন, তারা শুধু পাজেল বা ধাঁধাই খোঁজে আর এসব পাজল গোয়েন্দা গল্প নয়।[১]

আদি আরব গোয়েন্দা কাহিনি

গোয়েন্দা কাহিনির সবচেয়ে পুরনো ও জানা দৃষ্টান্ত হলো, তিনটি আপেল, আরব্য রজনীর (আলিফ লায়লা) শেহেরজাদের বলা কাহিনিগুলোর একটি। গল্পে এক জেলে দজলা নদীতে একটি তালাবন্ধ/মুখবন্ধ ভারী সিন্দুক খুঁজে পায়। সে এটি বিক্রি করে দেয় আব্বাসী খলিফা হারুনুর রশীদের কাছে। সিন্দুক ভেঙ্গে পাওয়া যায় টুকরো টুকরো করে কাটা এক তরুণীর মরদেহ। হারুন তার উজির জাফর ইবনে ইয়াহিয়াকে নিরদেশ দেন অপরাধের তদন্ত করে ৩ দিনের মধ্যে খুনিকে খুঁজে বের করতে, নাহলে জাফরের শিরশ্ছেদ করা হবে।[২] গল্পের এগিয়ে যাবার সাথে কাহিনি বিভিন্ন দিকে মোড় নেয়, রোমাঞ্চ সৃষ্টি হয়। গল্পটিকে তাই গোয়েন্দা কাহিনির একটি আদিরূপ বলা যেতে পারে।[৩]

তবে, গোয়েন্দা চরিত্র হোমস বা পোয়ারোর মতো জাফর স্বেচ্ছায় তদন্ত করেনি। আর সাধারণত হু-ডান-ইট গল্প শেষ হয় খুনীর দোষস্বীকারের মাধ্যমে।[৪] কিন্তু এ গল্পে জাফরকে আরো রহস্যের সমাধান করতে হয় যে, কে খুনের জন্যে দায়ী। ৩ দিনের মধ্যে জাফর ব্যর্থ হলেও একটি গুরুত্বপূর্ণ সূত্র আবিষ্কার করে সে শেষ পর্যন্ত যুক্তিমূলকভাবে রহস্য সমাধান করে এবং তার গর্দান বাঁচাতে সক্ষম হয়।[৫]

সাহিত্যবর্গ হিসেবে প্রতিষ্ঠা

এডগার অ্যালান পো

প্রথম জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস The Murders in Rue Morgur যেটি এডগার অ্যালান পোর ১৮৪১ সালে রচনা করেছিলেন। এটিই পৃথিবীর প্রথম আধুনিক গোয়েন্দা গল্প। তার পরের দুটি রচনা The Mystery of Roget, যার রচনাকাল ১৮৪২ এবং "The Purloined" যেটি ১৮৪৪ সালে প্রকাশিত হয়। তবে জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে আছেন শার্লক হোমসের স্রষ্টা আর্থার কোনান ডয়েল, তিনি তার প্রথম গোয়েন্দা উপন্যাস A study in scarlet প্রকাশ করেন ১৮৮৮ সালে। জনপ্রিয়তার নিরিখে, আগাথা ক্রিস্টি, স্ট্যানলি গার্ডেনার, ফ্রেডরিক ফরসাইথও এঁদের কাছাকাছি থাকবেন।

বাংলা গোয়েন্দা কাহিনি

বাংলা গোয়েন্দাকাহিনি কেন্দ্রিক উপন্যাসের মধ্যে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের 'দারোগার দপ্তর', পঞ্চানন ঘোষালের পুলিশ কাহিনির নাম উল্লেখ্য, বাংলা মৌলিক গোয়েন্দাকাহিনির প্রণেতা ধরা হয় পাঁচকড়ি দে'কে। আধুনিক বাংলা গোয়েন্দা কাহিনির জনক ধরা হয় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে। তার গোয়েন্দা ব্যোমকেশ ও সহকারী অজিত বাংলার পাঠকমহলে গভীর ছাপ ফেলেছিল। ব্যোমকেশ গোয়েন্দা কাহিনি চলচ্চিত্রায়িতও হয়েছে একাধিকবার। এছাড়া বাংলা সাহিত্যের প্রথিতযশা সাহিত্যিক ক্ষেত্রমোহন ঘোষ, দীনেন্দ্রকুমার রায়, নীহাররঞ্জন গুপ্ত, হেমেন্দ্রকুমার রায়, প্রেমেন্দ্র মিত্র, সৈয়দ মুস্তাফা সিরাজ, নারায়ণ সান্যাল,সত্যজিৎ রায়, কৃশানু বন্দ্যোপাধ্যায়, অর্দ্রীশ বর্ধন, তপন বন্দ্যোপাধ্যায়, প্রভাবতী দেবী সরস্বতী, লীলা মজুমদার, সমরেশ বসু, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, সুচিত্রা ভট্টাচার্য গোয়েন্দাকাহিনি লিখেছেন।[৬] এদের মধ্যে সত্যজিৎ রায়েফেলুদা জনপ্রিয়। যার প্রধান চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র। ডাক নাম ফেলু। এছাড়া আছে ফেলুদা খুড়তুতো ভাই তপেস রঞ্জন মিত্র। ডাক নাম তপসে। গল্পের অন্য চরিত্র লালমোহন গাঙ্গুলি। যিনি জটায়ু ছদ্মনামে রহস্য উপন্যাস লেখেন।

বিখ্যাত গোয়েন্দা চরিত্র

গোয়েন্দাদের সূচনা-সমাপ্তি

অনেক জনপ্রিয় গোয়েন্দা চরিত্রই একাধিক গল্প-উপন্যাসে ফিরে এসেছে। এখানে তাদের একটি তালিকা দেয়া হলো:

গোয়েন্দালেখকসূচনাসমাপ্তি
অগাস্তে দুপ্যাঁএডগার অ্যালান পোদ্য মার্ডারস অ্যাট দ্য রু মর্গ
অ্যানিটা ব্লেকলরেল কে হ্যামিল্টনগিল্টি প্লেজারস
অ্যালবার্ট ক্যাম্পিয়নমার্জারি অ্যালিংহ্যামদ্য ক্রাইম অ্যাট ব্ল্যাক ডাডলি
ইন্সপেক্টর মোর্সকলিন ডেক্সটারলাস্ট বাস টু উডস্টকরিমর্সফুল ডে
ইরাস্ট ফ্যান্ডোরিনবরিস আকুনিনদ্য উইন্টার কুইন
একেনবাবুসুজন দাশগুপ্তম্যানহাটানে মুনস্টোন
এরকুল পোয়ারোআগাথা ক্রিস্টিদ্য মিস্ট্রিয়াস অ্যাফেয়ার অ্যাট স্টাইলসকার্টেইন
এলভিস কোলরবার্ট ক্রেইসদ্য মানকি'জ রেইনকোট
এলারি কুইনএলারি কুইনদ্য রোমান হ্যাট মিস্ট্রিএ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস
কার্ট ওয়াল্যান্ডারহেনিং ম্যানকেলফেইসলেস কিলারস
কিকিরাবিমল করকাপালিকেরা এখনো আছেএকটি ফটো চুরির রহস্য
কিরীটী রায়নীহাররঞ্জন গুপ্তকালোভ্রমরঅবগুন্ঠিতা
কিনসি মিলোনিসু গ্র্যাফটন'এ' ইজ ফর অ্যালিবাই
গর্ডিয়ানাস দ্য ফাইন্ডারস্টিভেন সেইলররোমান ব্লাড
জন রিবাসইয়ান রানকিননটস অ্যান্ড ক্রসেস
জয়ন্ত (গোয়েন্দা)হেমেন্দ্রকুমার রায়জয়ন্তর কীর্তি
জ্যাক রীচারলী টাইল্ডকিলিং ফ্লোর
টম বার্নাবিক্যারোলিন গ্রাহামদ্য কিলিংস অ্যাট ব্যাজারস ড্রেফট
টিনটিনহার্জসোভিয়েত দেশে টিনটিনআলফা কলা ও টিন‌টিন
ট্রেভিস ম্যাকগীজন ডে ম্যাকডোনাল্ডদ্য ডিপ ব্লু গুডবাইদ্য লুনলি সিলভার রেইন
থার্সডে নেকস্টজ্যাসপার অ্যাফোর্ডদি আয়ার অ্যাফেয়ার
নিক অ্যান্ড নোরা চার্লসড্যাশিয়েল হ্যামেটদ্য থিন ম্যান
পরাশর বর্মাপ্রেমেন্দ্র মিত্রগোয়েন্দা কবি পরাশর
ফাদার ব্রাউনজি কে চেস্টারটনদ্য ব্লু ক্রস (ছোটগল্প)
ফিলিপ ট্রেন্টএডমান্ড ক্লেরেফিউ বেন্টলিট্রেন্ট'স লাস্ট কেসট্রেন্ট ইন্টারভেনস
ফিলিপ মার্লোরেমন্ড চ্যান্ডলারদ্য বিগ স্লিপপ্লেব্যাক (উপন্যাস)
ফেলুদাসত্যজিৎ রায়ফেলুদার গোয়েন্দাগিরিরবার্টসনের রুবি
বিমলহেমেন্দ্র কুমার রায়যখের ধনআবার যখের ধন
ব্যোমকেশ বক্সীশরদিন্দু বন্দ্যোপাধ্যায়সত্যান্বেষীবিশুপাল বধ
ব্রাদার কাডফায়েলএলিস পিটারসএ মর্বিড টেইস্ট ফর বোনসব্রাদার ক্যাডফায়েল'স পেনান্স
ভিনসেন্ট খ্যালভিনোক্রিস্টোফার জি মুরস্পিরিট হাউস
মাইক হ্যামারমিকি স্পিলেনআই, দ্য জুরি
মার্টিন বেকমাজ শোওয়াল এবং পার ওয়ালুরোসিয়েনাদ্য টেরোরিস্ট
মিস মার্পলআগাথা ক্রিস্টিদ্য মার্ডার অ্যাট দ্য ভিকরাসস্লিপিং মার্ডার
মিসির আলিহুমায়ূন আহমেদদেবীযখন নামিবে আঁধার
রডেরিক অ্যালেইননাইয়ো মার্শএ ম্যান লে ডেডলাইট থিকেনস
ইন্সপেক্টর রেজিন্যাল্ড ওয়েক্সফোর্ডরুথ রেন্ডেলফ্রম ডুন উইথ ডেথ
লর্ড এডওয়ার্ড করিন্থ ও ভেরিটি ব্রাউনডেভিড রবার্টসসুইট পয়জনসুইট সরো
লিউ আর্চাররস ম্যাকডোনাল্ডদ্য মুভিং টার্গেটদ্য ব্লু হ্যামার
শার্লক হোমসস্যার আর্থার কোনান ডয়েলআ স্টাডি ইন স্কারলেটদি ফাইনাল প্রবলেম
স্যার হেনরি মেরিভ্যালকার্টার ডিকসনদ্য প্লেগ কোর্ট মার্ডারসদ্য ক্যাভালিয়ার'স কাপ
স্টেফানি প্লামজ্যানেট ইভানোভিটওয়ান ফর দ্য মানি
হ্যারি বশমাইকেল কনেলিদ্য ব্ল্যাক ইকো
হ্যারি ডরেসডেনজিম বুচারস্টর্ম ফ্রন্ট
স্পেন্সাররবার্ট বি পার্কারদ্য গডউলফ ম্যানুস্ক্রিপ্ট
ভি আই ওয়ারশাওস্কিসারা প্যারেটস্কিইনডেমনিটি ওনলি
লর্ড পিটার উইমসিডরোথি এল সেয়ার্সহুজ বডি?বাসম্যান'স হানিমুন
নিরো উলফরেক্স স্টাউটফের-ডি-ল্যান্সএ ফ্যামিলি অ্যাফেয়ার
লিংকন রাইমজেফরি ডেভারদ্য বোন কালেক্টর
ড্যান শেফার্ডস্টিফৈন লেদারট্রু কালারস
স্যাম স্পেডড্যাশিয়েল হ্যামেটদি মাল্টিজ ফ্যালকন
Dirk Gently (Svlad Cjelli)Douglas AdamsDirk Gently's Holistic Detective Agency
Jerry CorneliusMichael MoorcockThe Final Programme
Dr. Phil D'AmatoPaul Levinson"The Chronology Protection Case"
Harry D'AmourClive Barker"The Last Illusion"
Andrew Dalziel and Peter Pascoeরেজিন্যাল্ড হিলA Clubbable WomanMidnight Fugue
Peter DeckerFaye KellermanThe Ritual Bath
Alex DelawareJonathan KellermanWhen the Bough Breaks
Harry DevlinMartin EdwardsAll the Lonely People
Nancy DrewCarolyn Keeneদ্য সিক্রেট অফ দি ওল্ড ক্লক
Marcus Didius Falcoলিন্ডসে ডেভিসদ্য সিলভার পিগস
Kate FanslerCarolyn Gold HeilbrunIn the Last Analysis
Dr. Gideon FellJohn Dickson CarrHag's NookDark of the Moon
জন ফিল্ডিং এবং জেরেমি প্রক্টরBruce Alexander Cookব্লাইন্ড জাস্টিস (উপন্যাস)
Heiji HattoriGosho Aoyamaডিটেকটিভ কোনান
Shinichi Kudo / Conan EdogawaGosho Aoyamaডিটেকটিভ কোনান 
Jake LassiterPaul Levine"To Speak For The Dead"
Joe LeaphornTony HillermanThe Blessing Way
Thomas Lynley এবং Barbara HaversElizabeth GeorgeA Great Deliverance
Precious RamotsweAlexander McCall SmithThe No. 1 Ladies' Detective Agency
Dave RobicheauxJames Lee Burkeদ্য নিওন রেইন
Matthew Scudderলরেন্স ব্লকসিনস অফ দ্য ফাদারস

গ্রন্থপঞ্জি

আরও দেখুন

তথ্যসূত্র

অতিরিক্ত অধ্যয়ন

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন