গোলাপী এখন বিলাতে

২০০৬-এর আমজাদ হোসেন পরিচালিত চলচ্চিত্র

গোলাপী এখন বিলাতে ২০১০ সালের একটি বাংলাদেশী চলচ্চিত্র যা রচনা ও পরিচালনা করেন আমজাদ হুসন। এতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, মৌসুমী, শাবনূর, ফেরদৌস আহমেদ, প্রবীর মিত্র এবং আহমেদ শরীফ।[১][২] এর আগে আমজাদ হোসাইদ আরও দুটি ছবি পরিচালনা করেছিলেন, গোলাপী এখন ট্রেনে (১৯৭৮), গোলাপী এখন ঢাকায় (১৯৯৫)। গোলাপী এখান বিলাতে চলচ্চিত্রটি চিত্রগ্রহণ ২০০৬ সালের মে মাসে শুরু হয়েছিল[২][৩] এবং এটি ২৯ জানুয়ারী ২০১০ এ বাংলাদেশে মুক্তি পায়।[২]

গোলাপি এখন বিলেতে
ডিভিডি কভার
পরিচালকআমজাদ হোসেন
প্রযোজকএম আর হক
সাইদ হোসেন
রচয়িতাআমজাদ হোসেন
শ্রেষ্ঠাংশে
সুরকারগানওয়েট রাজা
রাম সংকর
মুক্তি
  • ২৯ জানুয়ারি ২০১০ (2010-01-29)
স্থিতিকাল১২৫ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনি

গোলাপী (মৌসুমী) অপেক্ষায় দিন, মাস গোনে। বছর যায়। কিন্তু তাঁর ভালোবাসার মানুষ আর ফিরে আসে না। বিলাতে (যুক্তরাজ্য) গিয়ে ভালোবাসার মানুষ (মিঠুন চক্রবর্তী) কি ভুলে গেছে তাকে? ওদিকে বিলাতে গিয়ে জীবিকার কারণে গোলাপীর ভালোবাসার মানুষটি বিয়ে করে অন্য একটি মেয়েকে। একদিন তিনি মায়ের মৃত্যুর খবর পেলেন। দেশে এসে দেখা পেলেন গোলাপীর। একি হাল হয়েছে গোলাপীর! বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। গোলাপীকে নিয়ে মিঠুন চলে যায় বিলাতে।মিঠুনের মেয়ে শাবনূর। বিলাতেই বড় হয়েছে। শাবনূরের ছেলেবন্ধু ফেরদৌস। বিলাতের পরিবেশে শুরু হয় গোলাপীর নতুন জীবন।

অভিনয়

শুটিং

ছবিটির শুটিং নিচে উল্লিখিত স্থানে করা হয়েছিল:

  • ঢাকা, বাংলাদেশ
  • সংসদ ভবন, ওয়েস্টমিনস্টার, লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য
  • সাউথ-অন-সি, এসেক্স, ইংল্যান্ড, যুক্তরাজ্য
  • ট্রাফালগার স্কয়ার, সেন্ট জেমস, লন্ডন, ইংল্যান্ড, যুক্তরাজ্য

পুরস্কার

১৩তম মেরিল-প্রথম আলো পুরস্কার

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন