চরকি (অনুসন্ধান ইঞ্জিন)

চরকি ছিল বাংলা ও ইংরেজি মাধ্যমে ইন্টারনেটে তথ্য খোঁজার একটি অনুসন্ধান ইঞ্জিন।[৩] চরকি স্থানীয় চরকি লিমিটেডের উদ্যোগে শুরু হলেও মালেশিয়াভিত্তিক ভিসি মাইন্ড ইনিশিয়েটিভ কোম্পানি এর পৃষ্ঠপোষকতা করেছিল।[৪] এটি ই-কমার্সকে বেশ গুরুত্ব দিয়েছিল।[৫] এর মূল লক্ষ্য বাংলাদেশ কেন্দ্রিক ফলাফল দেখানো।[৬] চরকি বর্তমানে বন্ধ হয়ে গেছে।[৭]

চরকি
সাইটের প্রকার
ওয়েব অনুসন্ধান ইঞ্জিন
উপলব্ধবাংলাইংরেজি ভাষায়
মালিকচরকি লিমিটেড
আয়বিজ্ঞাপন
স্লোগানঅনুসন্ধান বাংলাদেশ[১]
ওয়েবসাইটchorki.com
বাণিজ্যিকহ্যাঁ
নিবন্ধনঐচ্ছিক
চালুর তারিখ১ মার্চ ২০১৫ (2015-03-01)[২]
বর্তমান অবস্থানিষ্ক্রিয়

ইতিহাস

২০১৪ এ চরকি শুরু করার ভাবনা শুরু হয় এবং ২০১৫ সালে একটি অফিস ভাড়া নিয়ে এর কাজ শুরু হয়।[৮] প্রথম ব্যবসায়িক বিনিয়োগ মাইন্ড ইনিশিয়েটিভ দিলেও এর আগে অন্যান্যরা কিছু অর্থায়ন করেছে।

২০ এপ্রিল শুরুর সময় এটি ৮০০টি ই-কমার্স সাইট থেকে ৫ লক্ষাধিক পণ্য এবং ৩০টির বেশি সংবাদ ওয়েবসাইট থেকে ৪ লক্ষাধিক নিবন্ধ দেখাতে পারতো।[৪][৯][১০] এর মূল বিভাগগুলো ছিল: ওয়েব, পণ্য, সংবাদ, খাবার, চাকরি ও ক্রিকেট। এর তথ্যের উৎস ছিল উইকিপিডিয়া, দেশের শীর্ষস্থানীয় বাংলা ও ইংরেজি সংবাদ ওয়েবসাইট, বাংলা ব্লগ, জাতীয় ই-তথ্যকোষ ও অন্যান্য উৎস। প্রায় ২৩জন কর্মচারী এর সপ্তম মাসে কর্মরত ছিল।[১১]

এর সাথে ঘুড়ি নামক একড়ি ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করে চরকি।[৯]

চরকি সম্ভবত ২০১৬ এর শেষাংশে বন্ধ হয়ে যায়।[৭]

তথ্যসূত্র

আরো দেখুন

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী