চৌধুরী মাহমুদ হাসান

বাংলাদেশী শিক্ষাবিদ

চৌধুরী মাহমুদ হাসান (জন্ম: ৩১ আগস্ট ১৯৫৩) বাংলাদেশী ন্যাচারাল প্রডাক্ট রসায়ন বিশেষজ্ঞ এবং প্রাক্তন উপাচার্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি [১] । তার পিতা মরহুম বিচারপতি মোঃ আবদুল কুদ্দুস চৌধুরী।

চৌধুরী মাহমুদ হাসান
উপাচার্য মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
কাজের মেয়াদ
১৩ অক্টোবর ২০১২ – ২০১৬
উত্তরসূরীসিরাজৌদ্দোলা শাহিন( ভারপ্রাপ্ত)
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-08-31) ৩১ আগস্ট ১৯৫৩ (বয়স ৭০)
জাতীয়তাবাংলাদেশী
পিতামোঃ আবদুল কুদ্দুস চৌধুরী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয়

শিক্ষা

তিনি ১৯৭৩সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসি থেকে স্নাতক ও ১৯৭৪ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে কমনওয়েলথ বৃত্তি নিয়ে তিনি ১৯৮২ সালে যুক্তরাজ্যের স্ট্রাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করেন। এ পর্যন্ত তিনি ২৬৫ টিরও বেশি পর্যালোচিত নিবন্ধ প্রকাশ করেছেন বৈজ্ঞানিক জার্নালে ।

কর্মজীবন

  • ফেলো, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি[২]
  • ফেলো রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, যুক্তরাজ্য
  • চেয়ারম্যান, ফার্মাসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, জুন ১৯৯৩ থেকে ১৪ জুলাই ১৯৯৩ পর্যন্ত।
  • পরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রানালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ১৯৯৩ সালের ১৫ জুলাই থেকে ১৯৯৩ সালের ৯ জানুয়ারী পর্যন্ত।
  • ডিন, ফার্মাসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, ১ অক্টোবর ১৯৯৯ থেকে ২০ ডিসেম্বর ২০০৩ পর্যন্ত।
  • চেয়ারম্যান, বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল (বিসিএসআইআর), ১১ আগস্ট ২০০ থেকে ১০ আগস্ট ২০০৮.[৩]
  • উপাচার্য, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি , ঢাকা, বাংলাদেশ, ১৩ অক্টোবর ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত। [৪]

পুরস্কার

  • স্বর্ণপদক, হাকিম হাবিবুর রহমান ২০০৩, ঔষধি উদ্ভিদ গবেষণা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য।
  • স্বর্ণপদক, বাংলাদেশ বিজ্ঞান একাডেমি উদ্ভিদ পণ্য রসায়ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য, জৈবিক বিজ্ঞান (সিনিয়র গ্রুপ)
  • স্বর্ণপদক চন্দ্রবতির ২০০৭ বিজ্ঞানে অসামান্য অবদানের জন্য।
  • স্বর্ণপদক অতীশ দীপঙ্কর ২০০৮ বিজ্ঞানের অসামান্য অবদানের জন্য।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন