জনন কোষের টিউমার

জনন কোষের টিউমার বা বীজ কোষের টিউমার হচ্ছে জনন কোষ থেকে উদ্ভূত নিওপ্লাজম বা টিউমার। এ ধরনের টিউমার ক্যান্সারধর্মী বা বেনাইন হতে পারে। সাধারণ প্রজনন গ্রন্থিতে (ডিম্বাশয়[১]শুক্রাশয়) এ ধরনের টিউমার হয়। যে সকল জনন কোষের টিউমার জননাঙ্গের বাইরে সৃষ্টি হয় সেগুলো ভ্রুণীয় বিকাশের সময় ত্রুটির কারণে সৃষ্ট জন্মগত ত্রুটির কারণে হতে পারে।

জনন কোষের টিউমার
প্রচলিত জনন কোষের টিউমার সেমিনোমার অণুবীক্ষণচিত্র
বিশেষত্বক্যান্সারবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

টিউমারের অবস্থান

নাম অনুসারে এ ধরনের টিউমার ডিম্বাশয়শুক্রাশয় ছাড়াও শরীরের অন্যান্য স্থানেও হতে পারে।

উত্তর আমেরিকায় ডিম্বাশয়ের টিউমারের প্রায় ৩০% জনন কোষের টিউমার প্রকৃতির তবে এর মধ্যে ১ থেকে ৩% ডিম্বাশয়ের ক্যান্সার। বয়স্ক মহিলাদের তুলনায় অল্প বয়স্ক মহিলাদের মধ্যে জনন কোষের টিউমারের হার বেশি। ২১ বয়সের কমবয়সী মহিলাদের ক্ষেত্রে ৬০% ডিম্বাশয়ের টিউমার-ই জনন কোষের টিউমার আর এর এক তৃতীয়াংশ ম্যালিগন্যান্ট। পুরুষের ক্ষেত্রে সচারচর বয়ঃসন্ধির পরে শুক্রাশয়ে জনন কোষের টিউমার দেখা যায় এবং তা ম্যালিগন্যান্ট (শুক্রাশয়ের ক্যান্সার)। নবজাতক, শিশু, ও ৪ বছরের কমবয়সী শিশুদের ক্ষেত্রে সবচেয়ে প্রচলিত জনন কোষের টিউমার হচ্ছে সার্কোকক্কিজিয়াল টেরাটোমা।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

শ্রেণীবিন্যাস
বহিঃস্থ তথ্যসংস্থান
🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী