জন ট্রাম্বল

অস্ট্রেলীয় ক্রিকেটার

জন উইলিয়াম ট্রাম্বল (ইংরেজি: John Trumble; জন্ম: ১৬ সেপ্টেম্বর, ১৮৬৩ - মৃত্যু: ১৭ আগস্ট, ১৯৪৪) মেলবোর্নের কলিংউড এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৮৫ থেকে ১৮৮৬ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

জন ট্রাম্বল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জন উইলিয়াম ট্রাম্বল
জন্ম১৬ সেপ্টেম্বর, ১৮৬৩
কলিংউড, মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
মৃত্যু১৭ আগস্ট, ১৯৪৪
ব্রাইটন, মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাবোলার
সম্পর্কএইচ ট্রাম্বল (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক১ জানুয়ারি ১৮৮৫ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১২ আগস্ট ১৮৮৬ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টএফসি
ম্যাচ সংখ্যা৬৩
রানের সংখ্যা২৪৩১৭৬১
ব্যাটিং গড়২০.২৫১৮.৯৩
১০০/৫০০/১০/৭
সর্বোচ্চ রান৫৯৮৭
বল করেছে৬০০৭০৫০
উইকেট১০১০৯
বোলিং গড়২২.১৯২৪.১০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং৩/২৯৬/৩৩
ক্যাচ/স্ট্যাম্পিং৩/০৩৩/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৮ ডিসেম্বর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি অফ ব্রেক বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন জন ট্রাম্বল

প্রথম-শ্রেণীর ক্রিকেট

১৮৮৩-৮৪ মৌসুম থেকে ১৮৯৩ সাল পর্যন্ত জন ট্রাম্বলের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ১৮৮৪ সালে ভিক্টোরিয়ার পক্ষে প্রথম খেলেন। ঐ মৌসুমে ৪৮৬ রানসহ ৫২ উইকেট পান। খুবই উঁচুমানে বোলিং করতেন ও নিখুঁতভাব বজায় রাখতেন।

ভিক্টোরিয়ার পক্ষে অংশ নেয়া অফ ব্রেক বোলার ও তার সহোদর ভাই হিউ ট্রাম্বলের খেলার মানের সাথে নিজেকে নিয়ে যেতে পারেননি। তবে, ব্যাট হাতে কিছু উল্লেখযোগ্য ইনিংস খেলেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট

সমগ্র খেলোয়াড়ী জীবনে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন জন ট্রাম্বল। অংশগ্রহণকৃত সাত টেস্টের সবগুলোই ইংল্যান্ডের বিপক্ষে খেলেন। ১ জানুয়ারি, ১৮৮৫ তারিখে মেলবোর্নে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১২ আগস্ট, ১৮৮৬ তারিখে ওভালে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। ২০.২০ গড়ে ২৪৩ রান ও ২২.২০ গড়ে দশ উইকেট পেয়েছিলেন।

১৮৮৬ সালে এইচজেএইচ স্কটের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া দল ইংল্যান্ড গমন করে। তবে, দলীয় সঙ্গীদের সাথে নিজের সেরা খেলা উপহার দিতে পারেননি। ঐ মৌসুমে প্রতিপক্ষের তুলনায় স্বাগতিক ইংল্যান্ড দলের খেলার মান উন্নততর ছিল। তিন টেস্টের ঐ সিরিজের সবকটিতেই দলটি জয়ী হয়েছিল। স্বাগতিকরা দুইটি খেলায় খুব সহজেই ইনিংস ব্যবধানে ও অপরটিতে অনেক রানের ব্যবধানে জয়ী হয়ে সিরিজ বিজয়ী হয়।

অংশগ্রহণকৃত সাত টেস্টে অস্ট্রেলিয়ার পক্ষে কিছু কার্যকরী খেলা উপহার দিলেও তেমন অসাধারণ ছিল না। ভিক্টোরিয়ায় খেলা চালিয়ে যান ও ঘরোয়া ক্রিকেটে কিছু প্রভাব ফেলেছিলেন।

ব্যক্তিগত জীবন

মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে আইনশাস্ত্রে অধ্যয়ন করেছিলেন জন ট্রাম্বল। ভিক্টোরিয়ার নিল এলাকায় ‘ট্রাম্বল এন্ড পালমার’ প্রতিষ্ঠান গঠন করেন। আইন বিষয়ে মনোনিবেশ ঘটানোর কারণে তার ক্রিকেট খেলোয়াড়ী জীবন স্বল্পকালের ছিল।

আইনজীবী হওয়া স্বত্ত্বেও ক্রিকেটের সাথে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। মেলবোর্ন ক্লাবের অন্যতম পুরনো সদস্য ছিলেন। তার লিখিত একটি চিঠি ক্রিকেট রিফর্ম থেকে টাইমসে আসে ও ১৯২৭ সালে উইজডেনে পুণঃমুদ্রিত হয়েছিল। এতে অস্ট্রেলিয়ায় পিচের উপর অতিরিক্ত পরিচর্যার বিষয়টি অধিক মনোনিবেশ ঘটানো হয়েছিল।

ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। সুসান ডেভিস নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির সাত সন্তান ছিল। জীবনের শেষদিকে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিন পুত্র ও তিন কন্যাকে রেখে ইহলোক ত্যাগ করেন।[১] ১৭ আগস্ট, ১৯৪৪ তারিখে ৮০ বছর বয়সে ভিক্টোরিয়ার ব্রাইটন এলাকায় জন ট্রাম্বলের দেহাবসান ঘটে।

তার ভ্রাতা হিউ ট্রাম্বল বিখ্যাত অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন। এছাড়াও, ভিক্টোরিয়ার পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

তথ্যসূত্র

আরও দেখুন

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন