জামিয়া কাসেমিয়া (মাদ্রাসা শাহী)

ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদের অবস্থিত ইসলামী মাদ্রাসা

জামিয়া কাসমিয়া মাদ্রাসা শাহী (শুধু মাদ্রাসা শাহী নামেও পরিচিত) উত্তর প্রদেশের মুরাদাবাদের একটি ইসলামী মাদ্রাসা। এটি একটি দেওবন্দি মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দের চিন্তা ও আদর্শধারায় প্রতিষ্ঠিত। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা হলেন, মুহাম্মদ কাসেম নানুতভী। যিনি দারুল উলুম দেওবন্দের আচার্য এবং প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও মাদ্রাসার মূল ব্যক্তিত্বের মধ্যে অধিকাংশই দারুল উলুম দেওবন্দের প্রাক্তন ছাত্র বা শিক্ষক

জামিয়া কাসেমিয়া মাদ্রাসা শাহী
মাদ্রাসার লোগো
ধরনদেওবন্দি
প্রতিষ্ঠাতামুহাম্মদ কাসেম নানুতুবি
ঠিকানা
লাল বাগ চৌরাহা, ফয়েজগঞ্জ
, , ,
সংক্ষিপ্ত নামমাদ্রাসা শাহী
ওয়েবসাইটwww.madrasashahi.com

ইতিহাস

মুরাদাবাদের দরিদ্র মুসলমানরা মুহাম্মদ কাসিম নানুতভীর পরামর্শে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।[১] মাদ্রাসার পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছেন, রশিদ আহমদ গাঙ্গুহি, মাহমুদ হাসান দেওবন্দী, হুসাইন আহমদ মাদানী, সৈয়দ ফখরুদ্দীন আহমদ, সৈয়দ মুহাম্মদ মিয়াঁ দেওবন্দী, মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী এবং আসআদ মাদানির[২]

আরশাদ মাদানী মাদ্রাসা শাহীর বর্তমান পৃষ্ঠপোষক।[২]

কোর্সসমূহ

মাদ্রাসা শাহী নিম্নলিখিত কোর্সগুলি প্রদান করে:[৩]

  • তাজভিদ ও কিরাআত
  • হিফজ
  • আলিমিয়াত (আলিম কোর্স)
  • ইফতা (মুফতি কোর্স)
  • তাকমিলে আদাব (আরবি সাহিত্য)
  • তাখাসুস ফিল-আদাব
  • ক্যালিগ্রাফি

প্রকাশনা

  • নিদায়ে শাহী (মাসিক উর্দু সাময়িকী)।[৪]

উল্লেখযোগ্য ছাত্র

নামভূমিকারেফারেন্স
আতহার আলীবাংলাদেশি রাজনীতিবিদ ও সাংসদ[৫]
আবু সালমান শাহজাহানপুরীপাকিস্তানি ইতিহাসবিদ ও গবেষক[৬]
হিফজুর রহমান সিওহারভিভারতের স্বাধীনতা সংগ্রামী[৭]
মুফতি মাহমুদপাকিস্তানি রাজনীতিবিদ এবং খাইবার পাখতুনখোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী[৮]
নিজামুদ্দিন আসির আদ্রাভিভারতীয় ইতিহাসবিদ ও লেখক[৯]
আতহার মুবারকপুরীভারতীয় ইতিহাসবিদ ও লেখক[১০]
সাইদ আহমদ আকবরাবাদীআলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, ধর্মতত্ত্ব অনুষদের প্রাক্তন ডিন[১১]
মুহাম্মদ শামসুদ্দীন নদীয়াবিবাঙলাদেশে অবস্থানরত একজন আ'লেম ও

শোয়াইব নগর ফাজিল মাদ্রাসা'র (ঝিনাইদহ) প্রাক্তন শিক্ষক

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন