টি এম সুন্দররাজন

ভারতীয় গায়ক

টি এম সুন্দররাজন (১৯২২-২০১৩) ভারতের তামিল চলচ্চিত্র জগতের একজন নামকরা গায়ক ছিলেন। পঞ্চাশের দশকে কর্মজীবন শুরু করা সুন্দররাজন মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথনের সুর করা প্রায় সাড়ে চারশো চলচ্চিত্রে গান গেয়েছেন ১৯৭০-এর দশক পর্যন্ত, তন্মধ্যে তামিল ছাড়াও তেলুগু, কন্নড় এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রও ছিলো তবে ওগুলো মনয়ঙ্গত সুব্রমণিয়ন বিশ্বনাথনের সুর করা ছিলোনা, তার সুর করা শুধু তামিল গান ছিলো। তামিল চলচ্চিত্র জগতের মহানায়ক শিবাজি গণেশন এবং এমজিআরের চলচ্চিত্রে সুন্দররাজন গান গাইতেন এবং জনপ্রিয়তা অর্জন করতেন। সুন্দররাজনের সহ-শিল্পী হিসেবে এল আর ঈশ্বরী, পি সুশীলা এবং এস জনকী থাকতেন যারাও খ্যাতিমান সঙ্গীত শিল্পী ছিলেন সেই আগেকার যুগের। তিনি দক্ষিণ ভারতের প্রায় সব ভাষায় গাইলেও মূলত তামিল ভাষার গানই বেশি গেয়েছেন।

টি এম সুন্দররাজন
২০১৬ সালের একটি স্মারক ডাকটিকিট সুন্দররাজনের স্মৃতির প্রতি
প্রাথমিক তথ্য
উপনামটিএমএস
জন্ম(১৯২২-০৩-২৪)২৪ মার্চ ১৯২২
মাদুরাই, মাদ্রাজ প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে তামিলনাড়ু, ভারত)
উদ্ভবতামিল জাতিসত্ত্বা
মৃত্যু২৫ মে ২০১৩(2013-05-25) (বয়স ৯১)[১]
চেন্নাই
ধরনচলচ্চিত্রের গান
পেশাগায়ক
বাদ্যযন্ত্রকণ্ঠ
কার্যকাল১৯৪৬-২০১৩

তার পুরোনাম ছিলো তোগুলাবা মিনাচ্চি আইয়ানগর সুন্দররাজন, ১৯২২ সালে মাদুরাইতে জন্ম নেওয়া এই মহীয়ান শিল্পী ১৯৪৬ সালে ২৪ বছর বয়সে বিয়ে করেছিলেন সুমিত্রা নামের এক কিশোরীকে, এবং তাদের ছয় ছেলেমেয়ে ছিলো।[২] ২০১৩ সালে ৯১ বছর বয়সে বার্ধ্যকজনিত কারণে পরলোক গমন করেন এই কালজয়ী কণ্ঠশিল্পী।[৩][৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন