ডিপইন লিনাক্স

গ্নু/লিনাক্স ডিস্ট্রিবিউশন

ডিপইন (ইংরেজি: Deepin; পূর্বে লিনাক্স ডিপইন) ডেবিয়ানের আনস্টেবল শাখার উপর ভিত্তি করে নির্মিত একটি উমুক্ত উৎসের লিনাক্স ডিস্ট্রিবিউশন। এটি ব্যক্তিগত কম্পিউটারসার্ভারে এবং এক্স৮৬-৬৪ স্থাপত্যে চলে।

ডিপইন
ডেভলপারউহান ডিপিন টেকনোলজি কোং লিমিটেড
ওএস পরিবারলিনাক্স (ইউনিক্স-সদৃশ)
কাজের অবস্থাসক্রিয়
সোর্স মডেলউন্মুক্ত উৎস
প্রাথমিক মুক্তি২৮ ফেব্রুয়ারি ২০০৪; ২০ বছর আগে (2004-02-28)
সর্বশেষ মুক্তিডিপইন ২০.২.২[১] / ১৫ জুন ২০১৮; ৫ বছর আগে (2018-06-15)
মার্কেটিং লক্ষ্যব্যক্তিগত কম্পিউটার
ভাষাসমূহবহুভাষিক(২৩টারও বেশি)[২][৩]
হালনাগাদের পদ্ধতিডিপইন সফটওয়্যার সেন্টার
প্যাকেজ ম্যানেজারএপিটি, ডিপিকেজি[৪]
প্ল্যাটফর্মএএমডি৬৪
কার্নেলের ধরনমনোলিথিক (লিনাক্স)
ব্যবহারকারী ইন্টারফেসডিপইন ডেস্কটপ পরিবেশ(কিউটি ভিত্তিক)
লাইসেন্সমুক্ত সফটওয়্যার লাইসেন্স
(প্রধানত গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স)
ওয়েবসাইটwww.deepin.org/en/

ডিপইনের উন্নয়ন চীন-ভিত্তিক উহান ডিপইন টেকনোলজি কোম্পানি লিমিটেড কর্তৃক সাধিত হয়, যারা প্রযুক্তিগত সহায়তা ও ডিপইন সংক্রান্ত অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে আয় করে থাকে। ডিস্ট্রোওয়াচের মতে, ২০১৭ সাল মোতাবেক, চীন থেকে উৎপত্তি পাওয়া লিনাক্স ডিস্ট্রিবিউশনগুলোর মধ্যে ডিপইন সবচেয়ে জনপ্রিয়।

বৈশিষ্ট্য

ইন্সটলেশন

ডিপইন টেকনোলজির তৈরি সহজে ব্যবহারযোগ্য ডিপইন ইন্সটলারের সাথে আসে। ইন্সটলারে পরিষ্কার দিকনির্দেশনা থাকে, যাতে নতুন লিনাক্স ব্যবহারকারী কোন সমস্যা ছাড়াই অপারেটিং সিস্টেমটি ইন্সটল করতে পারে। ডিপইনে আগে থেকে একটি ড্রাইভ পার্টিশন ম্যানেজারও থাকে, যা ব্যবহারকারীকে পার্টিশন করতে ও অপারেটিং সিস্টেম ইন্সটলের স্থান নির্বাচন করতে সাহায্য করে।

প্রাক-ইন্সটলকৃত সফটওয়্যার

ডিপইনে আগে থেকে অনেকগুলো মুক্ত ও উন্মুক্ত উৎসের সফটওয়্যার ইন্সটল করা থাকে। মুক্ত সফটওয়্যার নয় এমন কিছু প্রোগ্রাম, যেমন-গুগল ক্রোম, স্পোটিফাই এবং স্টিমের মত প্রোগ্রাম ডিপইনে আগে থেকে থাকে এবং অন্যান্য লিনাক্স ডিস্ট্রিবিউশনের মত ডিপইনে আগে থেকে লিব্রেঅফিস থাকে না, বরং এর পরিবর্তে ডব্লিউপিএস অফিস(যেটা মাইক্রোসফট অফিসের সাথে অসধারণ সামঞ্জস্যতার জন্যে বিখ্যাত) থাকে।

এছাড়াও ডিপইনের নিজস্ব সফটওয়্যার, যেমন ডিপইন টার্মিনাল, ডিপইন স্টোর, ডিপইন ফাইল ম্যানেজার, ডিপইন মিউজিক এবং অন্যান্য অনেক প্রোগ্রামও আগে থেকে ইন্সটল করা থাকে।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন