ডেফনি কিন

ব্রিটিশ অভিনেত্রী

ডেফনি কিন (জন্ম ডেফ্নি কিন ফার্নান্দেজ; ২০০৫) একজন স্পেনিশ এবং ব্রিটিশ অভিনেত্রী, যিনি "বিবিসি ওয়ার্ডওয়াইড" এবং স্পেনিশ গণমাধ্যম ভিত্তিক প্রতিষ্ঠান "এটরেসমিডিয়া" এর যৌথ প্রযোজনায় তৈরী ধারাবাহিক দ্য রেফিউজিস এ এনা "এনি" ক্রুজ অলিভার চরিত্রে, এবং ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত কল্পকাহিনীমূলক মার্কিন চলচ্চিত্র লোগান এ মিউটেন্ট লওরা কিনি / এক্স-২৩ নামক চরিত্রে অভিনয় করেন।

ডেফনি কিন
220px
২০১৭ সালে কিন।
জন্ম
ডেফ্নি কিন ফার্নান্দেজ

২০০৫
জাতীয়তাব্রিটিশ, স্পেনীয়
নাগরিকত্বব্রিটিশ, স্পেনীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৪–বর্তমান
পিতা-মাতাউইল কিন
মারিয়া ফার্নান্দেজ এচি
আত্মীয়এডওয়ার্ড কার্জন, ৬ষ্ঠ আর্ল হাভ (প্র-পিতামহ)

জীবন এবং কর্মজীবন

তিনি ব্রিটিশ অভিনেতা উইল কিন এবং স্পেনীয় অভিনেত্রী, নাট্যমঞ্চ পরিচালক এবং লেখিকা "মারিয়া ফার্নান্দেজ এচি'র"কন্যা। [১] তার প্র-পিতামহ ছিলেন পিয়ার এডওয়ার্ড কার্জন, আর্ল হাভ। "আর্ল হাভ" উপাধিটি ব্রিটিশ ইতিহাসে যে দুটি পরিবারের সদস্যদের দেওয়া হত এর মধ্যে তার মধ্যে তার প্র-পিতামহের পরিবার একটি ছিল। এটি ছিল একটি সম্মান সূচক উপাধি। ১৭৯৯ সালে রিচার্ড হাভের মৃত্যুর পর এটি বিলুপ্ত করা হয়।

কিন, ২০১৪ সালে, তার বাবা উইল কিন এর সাথে ছোট পর্দার ধারাবাহিক দ্য রেফিউজিস এ অভিনয় করার মাধ্যমে অভিনয় জগৎ এ আত্বপ্রকাশ করেন। ধারাবাহিকটিতে তিনি এনা "এনি" ক্রুজ অলিভার চরিত্রে অভিনয় করেন। [২]

২০১৭ সালে কিন, বিশ্বব্যাপী সাড়া জাগানো মার্কিন চলচ্চিত্র ধারাবাহিক এক্সম্যান চলচ্চিত্রের সর্বশেষ সংস্করণ লোগান এ গবেষণাগারে জন্ম এবং লালিতপালিত হওয়া ওলভারিন এর বংশজাত কন্যা লওরা চরিত্রে অভিনয় করেন। [৩][৪]

চলচ্চিত্র সমূহ

চলচ্চিত্র এবং ছোট পর্দায় চরিত্র সমূহ
সালশিরোনামভূমিকামন্তব্য
২০১৪–২০১৫দ্য রেফিউজিসএনা "এনি" ক্রুজ অলিভারমূল ভুমিকায়; ৭ টি পর্ব
২০১৭লোগানলওরাচলচ্চিত্র
২০১৮এনাএনা[৫]চিত্রায়ন চলছে

অ্যাওয়ার্ড এবং মনোনয়ন সমূহ

সালমনোনীত কাজপুরস্কারবিভাগফলাফলতথ্যসূত্র
২০১৭লোগানএমটিভি মুভি ও টিভি পুরস্কারসেরা পর্দা জুটি (হিউ জ্যাকম্যানের সাথে যৌথভাবে)বিজয়ী[৬]
২০১৮ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারসেরা তরুণ অভিনয়শিল্পীপ্রক্রিয়াধীন[৭]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন