তিলকনগর (মুম্বাই)

মুম্বাইয়ের শহরতলি

তিলকনগর হলো মুম্বাইয়ের একটি আবাশিক শহরতলি এলাকা। একই নামে মুম্বাই শহরতলি রেলওয়ের হারবার লাইনে একটি রেলওয়ে স্টেশনও রয়েছে। মুম্বাইয়ের এই শহরতলি স্বাধীনতা সংগ্রামী বাল গঙ্গাধর তিলকের নামে নামকরণ করা হয়েছে।

তিলকনগর
তিলকনগর মুম্বাই-এ অবস্থিত
তিলকনগর
তিলকনগর
মুম্বাইয়ে অবস্থান
স্থানাঙ্ক: ১৯°০৩′৫৭″ উত্তর ৭২°৫৩′২৪″ পূর্ব / ১৯.০৬৫৮° উত্তর ৭২.৮৮৯৯° পূর্ব / 19.0658; 72.8899
দেশভারত
রাজ্যমহারাষ্ট্র
জেলামুম্বাই শহরতলি জেলা
শহরমুম্বাই
সরকার
 • ধরনপৌর নিগম
 • শাসকবৃহত্তর মুম্বাই পৌর নিগম (MCGM)
ভাষা
 • দাপ্তরিকমারাঠি ভাষা
সময় অঞ্চলভাপ্রস (ইউটিসি+৫:৩০)
পিন৪০০০৮৯
এলাকা কোড০২৩
যানবাহন নিবন্ধনএমএইচ ০৩

শিক্ষা প্রতিষ্ঠান

  • লোকমান্য তিলক উচ্চ বিদ্যালয়
  • আমচি শালা

তিলকনগরে বসবাসকারী উল্লেখযোগ্য ব্যক্তি

গণপতি উদযাপন

তিলকনগর মূলত মারাঠি হিন্দু প্রধান এলাকা হওশার কারণে এখানে চেম্বুরের নিকটবর্তী এলাকা এবং শহরের অন্যান্য অংশ থেকে অতিরিক্ত শ্রোতাদের সাথে সেখানে নিয়মিত বহু ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিলকনগর এখানকার গণপতি মণ্ডপের সজ্জার জন্য বিখ্যাত। স্টেশনের কাছেই ইনফ্যান্ট যিশু চ্যাপেল সহ এখানে যথেষ্ট খ্রিস্টান জনসংখ্যা রয়েছে।[১]

পরিবহন

তিলকনগর স্টেশন, মুম্বাই

তিলকনগরে অটোরিকশা, বিইএসটি (বেস্ট) বাস ও ট্রেন হলো গণ-পরিবহনের মাধ্যম। কলোনিটি তিলক নগর রেলওয়ে স্টেশন হয়ে মধ্য রেলওয়ের হারবার লাইন দ্বারা পরিসেবা করা হয়। বিদ্যাবিহার ও চেম্বুর স্টেশনও এর কাছাকাছি অবস্থিত। লোকমান্য তিলক টার্মিনাস (কুরলা টার্মিনাস)-এ যেতে হলে তিলক নগর স্টেশনের মাধ্যমেই যেতে হয়। এখান থেকে চেম্বুর মনোরেল স্টেশন ও ঘাটকোপার মেট্রো স্টেশনও সহজে যাওয়া সম্ভব।

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন