দক্ষিণ আফ্রিকা জাতীয় মহিলা ক্রিকেট দল

দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল জাতীয় ক্রিকেট দল হিসেবে মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করছে। এ দলটি একটি শৌখিন দল যারা দলকে পূর্ণাঙ্গ সময় না দিযে অন্য কোন কাজে ব্যস্ত থাকেন। ১৯৬০ সালে ইংল্যান্ডের মহিলাদের বিপক্ষে সর্বপ্রথম ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে। এরফলে তারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পর চতুর্থ টেস্টভূক্ত দলের মর্যাদা লাভ করে। ১৯৭২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত এ দলের বিপক্ষে বিশ্বব্যাপী বর্ণবৈষম্যবাদের অভিযোগ থাকায় কোন আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিতে পারেনি।

দক্ষিণ আফ্রিকা জাতীয় মহিলা ক্রিকেট দল
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতীক
ডাকনামপ্রোটিয়াস
সংঘক্রিকেট সাউথ আফ্রিকা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাপূর্ণ সদস্য (১৯০৯)
আইসিসি অঞ্চলআইসিসি আফ্রিকা
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক২ ডিসেম্বর, ১৯৬০ ব ইংল্যান্ড, পোর্ট এলিজাবেথ
একদিনের আন্তর্জাতিক
বিশ্বকাপ উপস্থিতি৫ (১৯৯৭ সালে সর্বপ্রথম)
সেরা ফলাফলসেমি-ফাইনাল, ২০০০

টেস্ট কিট

ওডিআই কিট

টি২০আই কিট

২৬ মার্চ, ২০১৫ অনুযায়ী

ইতিহাস

১৮৮৮ সালে দক্ষিণ আফ্রিকায় মহিলাদের ক্রিকেটের প্রচলন হয়েছিল বলে জানা যায়। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সংস্থার প্রথম সচিব হ্যারি ক্যাডওয়ালাডারের মতে, বেশকিছুসংখ্যক মুক্ত যৌন আবেদনময়ীর অনুশীলন ......... ও তাদের ক্রীড়াশৈলীতে কোনরূপ প্রতিভার ছাঁপ ছিল না।[৪] পরের বছর দক্ষিণ আফ্রিকান কলেজের একদল ছাত্রী পুরুষ ছাত্রসহ ভদ্রমহিলাদের একটি দলের বিপক্ষে জোরপূর্বক বামহাতে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করতে বাধ্য করায় যাতে আঙ্গুলের অগ্রভাগ ব্যাটে ধরতে হয়েছিল। মহিলা দলটি ইনিংসে জয়লাভ করে। অন্য তথ্যেও প্রায় একই ধরনের অবস্থা জানা যায়। ঐ সময়ে পুরুষ দল মহিলাদের বিপক্ষে খেলতো যা ইংল্যান্ডে প্রচলিত ছিল।[৪] বিংশ শতাব্দীর শুরুতে দক্ষিণ আফ্রিকায় মহিলাদের ক্রিকেট যথানিয়মে প্রচলিত হতে শুরু করে।[৫] ১৯২২ সালে উইনফ্রেড কিংসওয়েল পেনিনসুলা গার্লস স্কুল গেমস ইউনিয়নের প্রথম সভাপতি হিসেবে মনোনীত হন। দশ বছর পর তিনি পেনিনসুলা লেডিজ ক্রিকেট ক্লাব (পিএলসিসি) নামীয় একটি ক্লাব প্রতিষ্ঠা করেন। এর সদস্য সংখ্যা ছিল ৩০ ও স্তরভিত্তিক ক্রিকেটে নিয়মিতভাবে পুরুষ ক্রিকেট দলের বিপক্ষে খেলতো। দুই মৌসুমে দলটি ৩৩ খেলায় অংশ নিয়ে ৯টিতে বিজয় লাভ করে। ঐ সময়ে ইংল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ওম্যানস ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুমোদন লাভ করে ১৯৩৪ সালে। এর প্রধান উদ্দেশ্য ছিল দক্ষিণ আফ্রিকায় মহিলাদের ক্রিকেটকে আরও সংগঠিত করা। এরপর দলটি ইংল্যান্ড, স্কটল্যান্ডঅস্ট্রেলিয়া সফর করে। কিন্তু দলের তেমন উন্নতি না ঘটলেও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্ব পর্যন্ত মহিলাদের ক্রিকেট খেলা নিয়মিতভাবে চলতে থাকে।[৪]

বর্তমান আন্তর্জাতিক র‌্যাঙ্কিং

আইসিসি মহিলাদের র‌্যাঙ্কিংয়ে টেস্ট, ওডিআই ও টুয়েন্টি২০ আন্তর্জাতিকের ফলাফলকে একটিমাত্র র‌্যাঙ্কিং ব্যবস্থায় তুলে ধরেছে।টেমপ্লেট:ICC Women's Rankings

প্রতিযোগিতায় অংশগ্রহণের ইতিহাস

দলীয় সদস্য

খেলোয়াড়বয়সব্যাটিংয়ের ধরনবোলিংয়ের ধরনখেলার স্তরশার্ট নং
অধিনায়ক ও ব্যাটসম্যান
মিগনন দু প্রিজ (1989-06-13) ১৩ জুন ১৯৮৯ (বয়স ৩৪)ডানহাতিটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০২২
ব্যাটসম্যান
বার্নাডাইন বেজুইডেনহট (1993-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৯৩ (বয়স ৩০)ডানহাতিওডিআই, টুয়েন্টি২০
লাইজলি লি (1992-04-02) ২ এপ্রিল ১৯৯২ (বয়স ৩২)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্টটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০৬৭
নাডাইন মুডলি (1990-04-09) ৯ এপ্রিল ১৯৯০ (বয়স ৩৪)ডানহাতিডানহাতি মিডিয়ামটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০৪৯
আন্দ্রি স্টেইন (1996-11-23) ২৩ নভেম্বর ১৯৯৬ (বয়স ২৭)ডানহাতিডানহাতি মিডিয়াম-ফাস্টওডিআই, টুয়েন্টি২০
অল-রাউন্ডার
মারিজান কাপ (1990-01-04) ৪ জানুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)ডানহাতিডানহাতি মিডিয়ামটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০
সুনীতি লুবসার (1982-09-26) ২৬ সেপ্টেম্বর ১৯৮২ (বয়স ৪১)ডানহাতিডানহাতি অফ ব্রেকটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০
সানি লুস (1996-01-05) ৫ জানুয়ারি ১৯৯৬ (বয়স ২৮)ডানহাতিডানহাতি লেগ স্পিনওডিআই, টুয়েন্টি২০৯৬
ডেন ফন নাইকার্ক (1993-05-14) ১৪ মে ১৯৯৩ (বয়স ৩১)ডানহাতিডানহাতি লেগ স্পিনটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০৮১
ক্লো ট্রায়ন (1994-01-25) ২৫ জানুয়ারি ১৯৯৪ (বয়স ৩০)ডানহাতিবামহাতি মিডিয়াম-ফাস্টটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০২৫
উইকেট-কিপার
তৃষা ছেত্তি (1988-06-26) ২৬ জুন ১৯৮৮ (বয়স ৩৫)ডানহাতিটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০
বোলার
মোসলাইন ড্যানিয়েলস (1990-02-01) ১ ফেব্রুয়ারি ১৯৯০ (বয়স ৩৪)বামহাতিবামহাতি মিডিয়ামওডিআই, টুয়েন্টি২০১৫
ইউলানি ফোরি (1989-10-12) ১২ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৪)ডানহাতিডানহাতি অফ ব্রেকটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০
শাবনিম ইসমাইল (1988-10-05) ৫ অক্টোবর ১৯৮৮ (বয়স ৩৫)বামহাতিডানহাতি ফাস্ট-মিডিয়ামটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০৮৯
আয়াবোঙ্গা খাকা (1992-07-18) ১৮ জুলাই ১৯৯২ (বয়স ৩১)ডানহাতিডানহাতি মিডিয়ামওডিআই, টুয়েন্টি২০
মাসাবাতা ক্লাস (1991-02-03) ৩ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ৩৩)ডানহাতিডানহাতি মিডিয়ামওডিআই, টুয়েন্টি২০
মার্সিয়া লেটসোয়ালো (1984-04-11) ১১ এপ্রিল ১৯৮৪ (বয়স ৪০)ডানহাতিডানহাতি মিডিয়ামটেস্ট, ওডিআই, টুয়েন্টি২০১১

রেকর্ডসমূহ

টেস্ট ক্রিকেট

দলীয় সর্বোচ্চ রান৩১৬ ব ইংল্যান্ড৭ আগস্ট, ২০০৩[৬]

সংক্ষিপ্ত ফলাফল[৭]

প্রতিপক্ষমেয়াদকালখেলাজয়পরাজয়টাইড্র
ইংল্যান্ড১৯৬০-২০০৩
ভারত২০০১-২০১৪
নেদারল্যান্ডস২০০৭-২০০৭
নিউজিল্যান্ড১৯৭২-১৯৭২
সর্বমোট১৯৬০-২০১৪১২

ব্যক্তিগত রেকর্ড

সর্বাধিক খেলায় অংশগ্রহণ
অবস্থানখেলোয়াড়মেয়াদকালখেলা[৮]
জেনিফার গোভ১৯৬০-১৯৭২
লর্না ওয়ার্ড১৯৬০-১৯৭২
মরিন পেইন১৯৬০-১৯৭২
ক্রি-জেল্ডা ব্রিটস২০০২-২০০৭
পামেলা হলেট১৯৬০-১৯৬১
আইলিন হার্লি১৯৬০-১৯৬১
শিলা নেফত১৯৬০-১৯৬১
ডালিন টারব্ল্যাঞ্চ২০০২-২০০৭
ভন ফন মেনজ১৯৬০-১৯৬১
সর্বাধিক রান
অবস্থানখেলোয়াড়মেয়াদকালখেলাইনিংসরান[৯]সর্বোচ্চগড়১০০৫০
জেনফার গোভ১৯৬০-১৯৭২১৪২৫৬৫১*২৫.৬০
আইলিন হার্লি১৯৬০-১৯৬১২৪০৯৬*৩৪.২৮
অ্যালিসন হজকিনসন২০০২-২০০৩২৩৯৯৫৩৯.৮৩
শিলা নেফত১৯৬০-১৯৬১২১১৬৮৩০.১৪
ডালিন টারব্ল্যাঞ্চ২০০২-২০০৭১৮৬৮৩২৬.৫৭
ভন ফন মেনজ১৯৬০-১৯৬১১৮৬১০৫*৩১.০০
সর্বোচ্চ রান
অবস্থানখেলোয়াড়সর্বোচ্চ[১০]বলপ্রতিপক্ষতারিখ
ইভন ফন ম্যাঞ্জ১০৫*-ইংল্যান্ড১৩ জানুয়ারি ১৯৬১
মিগনন দু প্রিজ১০২২৫৩১৫ভারত১৬ নভেম্বর ২০১৪
বৃন্দা উইলিয়ামস১০০---নিউজিল্যান্ড২৪ মার্চ ১৯৭২
আইলিন হার্লি৯৬*-১০ইংল্যান্ড২ ডিসেম্বর ১৯৬০
আলিসন হজকিনসন৯৫২১৭১৩ইংল্যান্ড৭ আগস্ট ২০০৩
সর্বাধিক উইকেট
অবস্থানখেলোয়াড়মেয়াদকালখেলাইনিংসউইঃ[১১]সেরা বোলিংখেলায় সেরা বোলিংগড়ইকোঃস্ট্রাইক রেট৫-উইঃ১০-উইঃ
লরনা ওয়ার্ড১৯৬০-১৯৭২১২২৭৬/৪৮৭/৭৬১৭.২৯১.৯৭৫২.৫
গ্লোরিয়া উইলিয়ামসন১৯৭২-১৯৭২১২৩/২৮৪/৫৭১৮.৪১১.৯৩৫৭.১
সুনীতি লুবসার২০০৭-২০১৪১১৫/৩৭৮/৫৯১৩.৫৪১.৭০৪৭.৫
জেনিফার গোভ১৯৬০-১৯৭২৩/৫৭৪/৯১৩১.৫৫২.৪৯৭৫.৮
ইভন ফন মেঞ্জ১৯৬০-১৯৬১৪/৯৫৪/৯৫৩১.২৫২.৬৫৭০.৬
মরিন পেইন১৯৬০-১৯৭২২/৩১৩/১০১৪০.৫০২.৩৮১০১.৭
ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান
অবস্থানখেলোয়াড়পরিসংখ্যান
(উইকেট/রান)[১২]
প্রতিপক্ষতারিখ
জ্যঁ ম্যাকনাফটন৬/৩৯ইংল্যান্ড৩১ ডিসেম্বর ১৯৬০
লরনা ওয়ার্ড৬/৪৮নিউজিল্যান্ড২৪ মার্চ ১৯৭২
লরনা ওয়ার্ড৫/১৮ইংল্যান্ড১৩ জানুয়ারি ১৯৬১
সুনীতি লুবসার৫/৩৭নেদারল্যান্ডস২৮ জুলাই ২০০৭
লরনা ওয়ার্ড৫/৪৭নিউজিল্যান্ড২৫ ফেব্রুয়ারি ১৯৭২

একদিনের আন্তর্জাতিক

দলীয় সর্বোচ্চ সংগ্রহ২৮০/৩ (৫০ ওভার) ব নেদারল্যান্ডস৫ আগস্ট, ২০০৭[১৩]

সংক্ষিপ্ত ফলাফল[১৪]

প্রতিপক্ষমেয়াদকালখেলাজয়পরাজয়টাইফলাফল হয়নি
অস্ট্রেলিয়া১৯৯৭-২০১৩
বাংলাদেশ২০১২-২০১৩
ডেনমার্ক১৯৯৭-১৯৯৭
ইংল্যান্ড১৯৯৭-২০১৩৩০২৩
ভারত১৯৯৭-২০১৪১০
আয়ারল্যান্ড১৯৯৭-২০১৪১০
নেদারল্যান্ডস২০০০-২০১১
নিউজিল্যান্ড১৯৯৯-২০১৩
পাকিস্তান১৯৯৭-২০১৫১৬১২
শ্রীলঙ্কা২০০০-২০১৪১৫
ওয়েস্ট ইন্ডিজ২০০৫-২০১৩১৬
সর্বমোট১৯৯৭-২০১৫১২৫৬০৫৭

ব্যক্তিগত রেকর্ড

সর্বাধিক খেলায় অংশগ্রহণ
অবস্থানখেলোয়াড়মেয়াদকালখেলা[১৫]
তৃষা ছেত্তি২০০৭-২০১৫৭০
ক্রি-জেল্ডা ব্রিটস২০০২-২০১৩৬৯
মিগনন দু প্রিজ২০০৭-২০১৫৬১
ডালেন টারব্ল্যাঞ্চ১৯৯৭-২০০৮৬১
সুনীতি লুবসার২০০৭-২০১৪৬০
সর্বাধিক রান
অবস্থানখেলোয়াড়মেয়াদকালখেলাইনিংসরান[১৬]সর্বোচ্চগড়১০০৫০
ক্রাই-জেল্ডা ব্রিটস২০০২-২০১৩৬৯৬৩১৬২২১০৭*২৮.৯৬১১
মিগনন দু প্রিজ২০০৭-২০১৫৬১৫৭১৪৯৬১০০*৩১.৮২
তৃষা ছেত্তি২০০৭-২০১৫৭০৬৪১৪৯৫৭৬*২৮.৭৫
ডালিন তারব্লাঙ্ক১৯৯৭-২০০৮৬১৫৯১২৫৬১১৪*২৩.৬৯
সান্দ্রে ফ্রিৎজ২০০৩-২০১৪৫৯৫১৯৫৯৬৮২১.৩১
সর্বোচ্চ রান
অবস্থানখেলোয়াড়সর্বোচ্চ রান[১৭]বলএসআরপ্রতিপক্ষতারিখ
জোহমারি লগটেনবার্গ১৫৩*১৬০১২৯৫.৬২নেদারল্যান্ডস৫ আগস্ট, ২০০৭
ডালিন তারব্লাঙ্ক১১৪*১৪৮১৪৭৭.০২নেদারল্যান্ডস৪ আগস্ট, ২০০৭
ক্রাই-জল্ডা ব্রিটস১০৭*১৩০৮২.৩০নেদারল্যান্ডস২১ ফেব্রুয়ারি, ২০০৮
জোহমারি লগটেনবার্গ১০৩*১১২৯১.৯৬পাকিস্তান২৬ জানুয়ারি, ২০০৭
মারিজান কাপ১০২*১৫০১১৬৮.০০পাকিস্তান৫ ফেব্রুয়ারি, ২০১৩
সর্বাধিক উইকেট
অবস্থানখেলোয়াড়মেয়াদকালখেলাইনিংসউইঃ[১৮]ইনিংসে সেরাগড়ইকোস্ট্রাইক রেট৪-উইঃ৫-উইঃ
সুনীতি লুবসার২০০৭-২০১৪৬০৫৭৮০৫/২৭১৭.৪০৩.০৬৩৪.০
শাবনিম ইসমাইল২০০৭-২০১৫৫৩৫৩৮০৬/১০১৮.৪০৩.৪৫৩২.০
ডেন ফন নাইকার্ক২০০৯-২০১৫৫০৪৭৭৬৫/১৭১৬.১৩৩.২৪২৯.৭
আলিশিয়া স্মিথ২০০৩-২০০৯৩৭৩৬৫০৫/৭২১.১৮৩.৭৩৩৩.৯
মারিজান কাপ২০০৯-২০১৫৪৬৪৩৪৫৪/২১২৪.২৪৩.৫৯৪০.৪
ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান
অবস্থানখেলোয়াড়পরিসংখ্যান
(উইকেট/রান)[১৯]
ওভারপ্রতিপক্ষতারিখ
শাবনিম ইসমাইল৬/১০৮.৩নেদারল্যান্ডস১৮ নভেম্বর ২০১১
আলিশিয়া স্মিথ৫/৭৮.০পাকিস্তান২৪ ফেব্রুয়ারি ২০০৮
ডেন ফন নাইকার্ক৫/১৭৬.৪পাকিস্তান১৫ জানুয়ারি ২০১৪
সানি লুস৫/২০৮.৪পাকিস্তান১৫ মার্চ ২০১৫
সুনীতি লুবসার৫/২৭১০.০শ্রীলঙ্কা১৪ নভেম্বর ২০১১

টুয়েন্টি২০ আন্তর্জাতিক

দলীয় সর্বোচ্চ২০৫/১ (২০ ওভার) ব নেদারল্যান্ডস১৪ অক্টোবর ২০১০[২০]

সংক্ষিপ্ত ফলাফল[২১]

প্রতিপক্ষমেয়াদকালখেলাজয়পরাজয়টাইএনআর
অস্ট্রেলিয়া২০০৯-২০১৪
বাংলাদেশ২০১২-২০১৩
ইংল্যান্ড২০০৭-২০১৪১২১১
ভারত২০১৪-২০১৪
আয়ারল্যান্ড২০০৮-২০১৪
নেদারল্যান্ডস২০১০-২০১০
নিউজিল্যান্ড২০০৭-২০১৪
পাকিস্তান২০১০-২০১৫
শ্রীলঙ্কা২০১২-২০১৪
ওয়েস্ট ইন্ডিজ২০০৯-২০১৩
সর্বমোট২০০৭-২০১৫৫৯২৪৩৪

ব্যক্তিগত রেকর্ড

সর্বাধিক খেলায় অংশগ্রহণ
অবস্থানখেলোয়াড়মেয়াদকালখেলা[২২]
তৃষা ছেত্তি২০০৭-২০১৫৫৭
মিগনন দু প্রিজ২০০৭-২০১৫৫৫
শাবনিম ইসমাইল২০০৭-২০১৫৪৮
ডেন ফন নাইকার্ক২০০৯-২০১৫৪৭
সুনীতি লুবসার২০০৭-২০১৪৪৩
সর্বাধিক রান
অবস্থানখেলোয়াড়মেয়াদকালখেলাইনিংসরান[২৩]সর্বোচ্চগড়এসআর১০০৫০
মিগনন দু প্রিজ২০০৭-২০১৫৫৫৫২৯২৫৬৯২২.০২৯৫.৮৫৯৩
তৃষা ছেত্তি২০০৭-২০১৫৫৭৫৫৮৭৯৫৫১৭.৯৩৮৯.৩২৭৭
ডেন ফন নাইকার্ক২০০৯-২০১৫৪৭৩৮৭৯০৯০*২৬.৩৩৮১.৬১৭৪
লিজলি লি২০১৩-২০১৫২৭২৭৫১৮৬৭*২০.৭২৮৯.৩১৪৮১২
মারিজান কাপ২০০৯-২০১৪৪০৩৩৪২১৪০১৮.৩০৯৪.৩৯২৭
সর্বোচ্চ রান
অবস্থানখেলোয়াড়সর্বোচ্চ[২৪]বলএসআরপ্রতিপক্ষতারিখ
সান্দ্রে ফ্রিৎজ১১৬*৭১১২১৬৩.৩৮নেদারল্যান্ডস১৪ অক্টোবর ২০১০
ডেন ফন নাইকার্ক৯০*৬৬১৩১৩৬.৩৬পাকিস্তান২৩ মার্চ ২০১৪
ডেন ফন নাইকার্ক৭০*৬৮১০২.৯৪শ্রীলঙ্কা২৬ অক্টোবর ২০১৪
মিগনন দু প্রিজ৬৯৪২১২১৬৪.২৮আয়ারল্যান্ড৯ সেপ্টেম্বর ২০১৪
লিজলি লি৬৭*৫৫১২১.৮১পাকিস্তান২৩ মার্চ ২০১৪
ডেন ফন নাইকার্ক৬৭৮০৮৩.৭৫পাকিস্তান২২ মার্চ ২০১৫
সর্বাধিক উইকেট
অবস্থানখেলোয়াড়মেয়াদকালখেলাইনিংসউইকেট[২৫]সেরাগড়ইকো.এসআর
শাবনিম ইসমাইল২০০৭-২০১৫৪৮৪৮৪৩৩/৫২১.৩৯৫.৫৮২২.৯
ডেন ফন নাইকার্ক২০০৯-২০১৫৪৭৪৫৩৯৪/১৭১৭.৬৪৫.১৯২০.৩
মারিজান কাপ২০০৯-২০১৪৪০৩৭৩৬৪/৬১৬.০২৫.০১১৯.১
সুনীতি লুবসার২০০৭-২০১৪৪৩৪৩৩১৩/২২২৬.৮০৬.১২২৬.২
ক্লো ট্রায়ন২০১০-২০১৪২৬২৫১৭২/৮২৪.১১৬.৩৮২২.৬
ইনিংসে সেরা বোলিং পরিসংখ্যান
অবস্থানখেলোয়াড়বোলিং পরিসংখ্যান
(উইকেট/রান)[২৬]
ওভারপ্রতিপক্ষতারিখ
মারিজান কাপ৪/৬৪.০বাংলাদেশ১৪ সেপ্টেম্বর, ২০১৩
ডেন ফন নাইকার্ক৪/১৭৪.০শ্রীলঙ্কা২৫ অক্টোবর, ২০১৪
সানি লাস৪/২১৪.০আয়ারল্যান্ড৯ সেপ্টেম্বর, ২০১৪
আয়াবঙ্গা খাকা৪/২৩৪.০আয়ারল্যান্ড৯ সেপ্টেম্বর, ২০১৪
মারিজান কাপ৩/৩৪.০ওয়েস্ট ইন্ডিজ২০ জানুয়ারি, ২০১৩

তথ্যসূত্র

গ্রন্থপঞ্জি

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন