নাভির শিরা

নাভির শিরা হলো ভ্রূণের বিকাশের সময় উপস্থিত একটি শিরা যেটি অমরা থেকে বর্ধনশীল ভ্রূণে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে। নাভির শিরা ভ্রূণের দেহে রক্তের আয়তন পুনরুদ্ধার এবং গ্লুকোজ ও ড্রাগের পরিমাণ নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় সংবহনতন্ত্রের সাথে নবজাতকের সংযোগ স্থাপন করে। [১]

নাভির শিরা
চিত্রে ভ্রূণের সংবহনতন্ত্র দেখানো হয়েছে। চিত্রের বামদিকে বড় এবং লাল রঙের নাভির শিরা দেখানো হয়েছে।
মানব ভ্রুণের মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড (ডান দিক থেকে) । মাঝখানে পৌষ্টিকনালি এবং কুসুম থলি (নাভির শিরা চিত্রের নিচে বামদিকে দেখানো হয়েছে)
বিস্তারিত
সমাপ্তির স্থলনিম্নতর ভেনা ক্যাভা
ধমনীনাভির ধমনী
শনাক্তকারী
লাতিনvena umbilicalis
মে-এসএইচD014471
টিএ৯৮A12.3.12.010
টিএ২5103
এফএমএFMA:70317
শারীরস্থান পরিভাষা

নাভির শিরার অভ্যন্তরে রক্তচাপ প্রায় ২০ mmHg। [২]

ভ্রূণের সংবহন

অযুগ্ম নাভির শিরা কোরিওনিক ভিলে ভ্রূণ-মাতৃ রক্ত বিনিময় থেকে প্রাপ্ত অক্সিজেন এবং পুষ্টিকর সমৃদ্ধ রক্ত বহন করে। ভ্রূণের হেপাটিক সংবহনের দুই-তৃতীয়াংশেরও বেশি মূল পোর্টাল শিরার মাধ্যমে সম্পন্ন হয়। আর বাকী অংশের ক্ষেত্রে রক্ত প্রথমে বাম পোর্টাল শিরা থেকে ড্যাক্টাস ভেনোসাসের মাধ্যমে নিম্নতর ভেনা কাভাতে প্রবেশ করে এবং অবশেষে ভ্রূণের ডান অলিন্দে প্রবেশ করে।

বন্ধ

জন্মের এক সপ্তাহের মধ্যে, নবজাতকের নাভির শিরা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায় এবং যকৃতের বৃত্তাকার লিগামেন্ট নামে পরিচিত একটি তন্তুযুক্ত কর্ড দ্বারা প্রতিস্থাপিত হয়। এটি লিগামেন্টিয়াম টেরেস হেপাটাইস নামেও পরিচিত। এটি আম্বিলিকাস থেকে ট্রান্সভার্সাস ফিশার পর্যন্ত বিস্তৃত। ট্রান্সভার্সার্স ফিশারে এটি যকৃতের ফ্যালসিফর্ম লিগামেন্টের সাথে যুক্ত হয়ে যকৃতের বাম লোবের ২ এবং ৩ নং বিভাগ থেকে ৪ নং বিভাগকে পৃথক করে।

পুনঃনির্মাণ

ক্যাথেটারাইজেশন

নবজাতকের জন্মের পরেও কমপক্ষে এক সপ্তাহ পর্যন্ত দেহে পেটেন্ট নাভির শিরা উপস্থিত থাকে। নাভির শিরা ক্যাথেটারাইজডের জন্য ব্যবহৃত হতে পারে। এটি এরিথ্রোব্লাস্টোসিস বা হিমোলাইটিক রোগ আছে এমন নবজাতকের ক্ষেত্রে রক্ত স্থানান্তরের সাইট হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া নবজাতকের কেন্দ্রীয় শিরার চাপ পরিমাপের জন্য এটি একটি রুট হিসেবে ব্যবহৃত হয়।[৩]

অতিরিক্ত চিত্র

আরো দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

  • Embryology at Temple Heart98/heart97a/sld020
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন