নিকলী উপজেলা

কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা

নিকলী উপজেলা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা। নিকলীতে অবস্থিত নিকলী হাওর দেশের অন্যতম পর্যটন আকর্ষণ কেন্দ্র। বর্ষাকালে হাওরে পানি আসলে সারাদেশ থেকে পর্যটকরা হাওর ভ্রমণে আসেন।

নিকলী
উপজেলা
মানচিত্রে নিকলী উপজেলা
মানচিত্রে নিকলী উপজেলা
স্থানাঙ্ক: ২৪°১৯′৮″ উত্তর ৯০°৫৬′১৪″ পূর্ব / ২৪.৩১৮৮৯° উত্তর ৯০.৯৩৭২২° পূর্ব / 24.31889; 90.93722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
সরকার
 • উপজেলা চেয়ারম্যানএ.এম. রুহুল কুদ্দুস ভূঞা
আয়তন
 • মোট২১৪ বর্গকিমি (৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১,৩০,৩৭৯
 • জনঘনত্ব৬১০/বর্গকিমি (১,৬০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৪৮ ৭৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ইতিহাস

নিকলী ১৯৮১ সালে থানা হিসেবে গঠিত হয় এরপর ২৪ মার্চ ১৯৮৩ সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়।

অবস্থান ও আয়তন

এর আয়তন ২১৪.৪০ বর্গ কিলোমিটার যার উত্তরে করিমগঞ্জ উপজেলামিঠামইন উপজেলা, দক্ষিণে বাজিতপুর উপজেলা, পূর্বে মিঠামইন উপজেলাঅষ্টগ্রাম উপজেলা, পশ্চিমে কটিয়াদি উপজেলাকরিমগঞ্জ উপজেলা

প্রশাসনিক এলাকা

মোট ইউনিয়ন ৭ টি।

  1. নিকলী ইউনিয়ন
  2. দামপাড়া ইউনিয়ন
  3. কারপাশা ইউনিয়ন
  4. সিংপুর ইউনিয়ন
  5. জারইতলা ইউনিয়ন
  6. গুরুই ইউনিয়ন
  7. ছাতিরচর ইউনিয়ন

উপজেলা পরিষদ ও প্রশাসন

ক্রম নং.পদবীনাম
০১চেয়ারম্যানকারার শাহরিয়ার আহমেদ তুলিপ
০২উপজেলা চেয়ারম্যানএ.এম. রুহুল কুদ্দুস ভূঞা
০৩ভাইস চেয়ারম্যানরিয়াজুল হক আয়াজ
০৪মহিলা ভাইস চেয়ারম্যানরেজিয়া আক্তার
০৫
০৬উপজেলা নির্বাহী কর্মকর্তামোছা: শাকিলা পারভীন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী