নিগার খান

ভারতীয় অভিনেত্রী

নিগার জাফর খান (জন্ম:১৯৭৮)[১] একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী যিনি প্রধানত খল-চরিত্রে অভিনয়ের জন্য সুপরিচিত।[২][৩] তিনি মডেল-অভিনেত্রী গওহর খান এর বড় বোন।[৪][৫][৬]

নিগার খান
निगार खान
২০১৩ সালের অক্টোবরে পিআর এজেন্সিতে খান
জন্ম
নিগার জাফর খান
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০২–বর্তমান
দাম্পত্য সঙ্গীখৈয়ম শেখ (২০১৫–)
আত্মীয়গওহর খান (বোন)
ওয়েবসাইটwww.nigaarzkhan.com

কর্মজীবন

২০০৮ সালে নিগার নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এক খিলাড়ি এক হাসিনা তে অংশগ্রহণ করেন।[৭] প্রতিযোগিতাটির একটি পর্বের একটি গান ও লাড়কি হ্যায় কাহা (দিল চাহতা হ্যায়) তে নাচের সুবাদে বিচারক সুস্মিতা সেন, ওয়াসিম আকরাম এবং দর্শকদের কাছে ব্যপকভাবে প্রশংসিত হন।[৮]

ব্যক্তিগত জীবন

খান ২০১১ সালে তার ছোট বোন গওহর খান এর সাথে

নিগার খান ২০১৫ সালের জুলাইয়ে দুবাইয়ে তার দীর্ঘদিনের প্রেমিক এবং পাকিস্তানি ব্যবসায়ী খাইয়াম শেখের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৯][১০] বিয়ের পরে নিগার দুবাইয়ে চলে আসেন।[১১][১২][১৩]

চলচ্চিত্রের তালিকা

  • ২০০২ লিপস্টিক - শীতল সিংহানিয়া
  • ২০০৩ প্রতিমা
  • ২০০৪-২০০৫ হাম দো হ্যায় না
  • ২০০৫-২০০৬ ইন্ডিয়া কলিং- কামিনী খান্না
  • ২০০৬ কাসাম সে - বর্ণালী
  • ২০০৮ এক খিলাড়ি এক হাসিনা - নিজ
  • ২০০৯ মি. এন্ড মিসেস. করণ যোহর (খেলা)
  • ২০০৯ইয়েস বস (টিভি ধারাবাহিক) - অ্যাঞ্জেলিনা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন