নেট্টিলিং হ্রদ

কানাডার মিঠা পানির হ্রদ

নেট্টিলিং হ্রদ (/ˈnɛ.ɪl.ɪŋ/[৩]) হলো একটি ঠান্ডা মিঠা পানির হ্রদ, যা কানাডার ব্যাফিন দ্বীপের দক্ষিণ প্রান্তে কিকিকতালুক অঞ্চলের নুনাভুটে অবস্থিত।[১] এটি আয়তনের দিক থেকে বিশ্বের ৩০তম বৃহত্তম হ্রদ এবং একটি দ্বীপে বিশ্বের বৃহত্তম হ্রদ, যার আয়তন ৫,৫৪২ কিমি (২,১৪০ মা) এবং সর্বোচ্চ দৈর্ঘ্য ১২৩ কিমি (৭৬ মা)।[৪] হ্রদটি প্রায় ২৮০ কিমি (১৭০ মা) কোকডজুয়াকের গ্রেট প্লেনের ইক্যালুইটের উত্তর-পশ্চিমে অবস্থিত। সুমেরু বৃত্তের কাল্পনিক রেখা হ্রদটিকে আড়াআড়িভাবে অতিক্রম করে। হ্রদটির নামের উৎপত্তি মূলত প্রাপ্তবয়স্ক রিংযুক্ত সীল (নেটসিলাক) শব্দ থেকে এসেছে। ফ্রাঞ্জ বোস ১৮৮৪ সালে এর দক্ষিণ তীরে গবেষণা করেন।

নেট্টিলিং হ্রদ
নেট্টিলিং হ্রদটি দ্বীপের দক্ষিণ অংশে রয়েছে, এটি দুটি দৃশ্যমান হ্রদের উপরের অংশ। নীচের হ্রদটি হলো আমাদজুয়াক হ্রদ।
অবস্থানব্যাফিন দ্বীপ, কিকিকতালুক অঞ্চল, নুনাভুট
স্থানাঙ্ক৬৬°২৯′ উত্তর ৭০°২০′ পশ্চিম / ৬৬.৪৮৩° উত্তর ৭০.৩৩৩° পশ্চিম / 66.483; -70.333 (Nettilling Lake) [১]
প্রাথমিক অন্তর্প্রবাহআমাদজুয়াক হ্রদ
প্রাথমিক বহিঃপ্রবাহকুকডজুয়াক নদী
অববাহিকার দেশসমূহকানাডা
সর্বাধিক দৈর্ঘ্য১২৩ কিমি (৭৬ মা)
পৃষ্ঠতল অঞ্চল৫,৫৪২ কিমি (২,১৪০ মা)
সর্বাধিক গভীরতা১৩২ মি (৪৩৩ ফু)
পৃষ্ঠতলীয় উচ্চতা৩০ মি (৯৮ ফু)
তথ্যসূত্র[২]
বিশাল কুকডজুয়াক সমভূমি এবং নেট্টিলিং হ্রদ (২০০২)

নেট্টিলিং নুনাভুটের বৃহত্তম হ্রদ। এটি ব্যাফিন দ্বীপের দ্বিতীয় বৃহত্তম হ্রদ "আমাদজুয়াক হ্রদ" এবং পাশাপাশি আরও কয়েকটি ছোট হ্রদের সাথে মিলিত হয়েছে। এটি পশ্চিমে খুব অগভীর কাউকডজুয়াক নদী হয়ে ফক্স বেসিনে গিয়ে শেষ হয়েছে। হ্রদটির পূর্ব দিকে অনেকগুলো ছোট ছোট দ্বীপ রয়েছে এবং পশ্চিম দিকে কোনো দ্বীপ না থাকলেও এই অংশ খুব দূর্গম। বছরের বেশিরভাগ সময়ই হ্রদটি হিমায়িত থাকে। রিংযুক্ত সীলগুলো হ্রদে বাস করে এবং সেখানে মাত্র তিন প্রজাতির মাছ রয়েছে: আর্কটিক চর, নাইনস্পাইন এবং তিন-কাঁটাযুক্ত স্টিকলব্যাক। নেট্টিলিং হ্রদকে ঘিরে থাকা তুন্দ্রাটি চরণভূমি এবং প্রজননের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

নেট্টিলিং হ্রদ কানাডার একাদশতম বৃহত্তম হ্রদ, যা সম্পূর্ণভাবে কানাডার বৃহত্তম হ্রদগুলোর মধ্যে একটি।

আরও দেখুন

  • নুনাভুটের হ্রদের তালিকা
  • কানাডার হ্রদের তালিকা

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন