পরিণীতা (১৯৫৩-এর চলচ্চিত্র)

বিমল রায় পরিচালিত ১৯৫৩-এর চলচ্চিত্র

পরিণীতা (হিন্দি: परिणीता) ১৯৫৩ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় হিন্দি ভাষার নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বিমল রায়। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পরিণীতা গল্প অবলম্বনে ছবিটির চিত্রনাট্য লিখেছেন বিমল রায়, অসিত সেন, মনি ভট্টাচার্য, নবেন্দু ঘোষ; এবং সংলাপ লিখেছেন ভ্রজেন্দ্র গৌর ও নবেন্দু ঘোষ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অশোক কুমার, মিনা কুমারী, মনোরমা, ও নাজির হুসেন।

পরিণীতা
परिणीता
পরিচালকবিমল রায়
প্রযোজকঅশোক কুমার
রচয়িতাভ্রজেন্দ্র গৌর (সংলাপ)
নবেন্দু ঘোষ (সংলাপ)
চিত্রনাট্যকারবিমল রায়
অসিত সেন
মনি ভট্টাচার্য
নবেন্দু ঘোষ
উৎসশরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 
পরিণীতা
শ্রেষ্ঠাংশে
সুরকারঅরুণ মুখোপাধ্যায়
চিত্রগ্রাহককমল বসু
সম্পাদকহৃষিকেশ মুখোপাধ্যায়
প্রযোজনা
কোম্পানি
অশোক কুমার প্রোডাকশন্স
মুক্তি১৯৫৩[১]
স্থিতিকাল১৫১[২]
দেশভারত
ভাষাহিন্দি

কাহিনী সংক্ষেপ

ললিতা ও শেখর প্রতিবেশী। ললিতা অনাথিনী আর শেখর জমিদারের একমাত্র পুত্র। ললিতা শেখরের নিত্যদিনের কাজ করে দেয়। শেখর তাকে পড়াশুনায় উদ্ধুদ্ধ করে এবং মাঝে মাঝে তাকে বিভিন্ন বিষয়ের পাঠ দান করে। ললিতার চাচা গুরুচরণ দরিদ্র ব্রাহ্মণ। তিনি তার মেয়ের বিয়ের জন্য শেখরের বাবার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন, যা তাদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাড়ায়। বিবাদ আরও ঘনীভূত হয় যখন গিরিন সেই পাওনা পরিশোধ করতে চায়।

অপরদিকে, ললিতা ও শেখর কাউকে না জানিয়ে বিয়ে করে। কিছুদিন পর ললিতার চাচা মারা যান। মৃত্যুর সময় গুরুচরণ গিরিনকে ললিতাকে বিয়ে করতে বলে এবং এই পরিবারের দায়িত্ব নিতে বলে। গিরিন ললিতাকে বিয়ের প্রস্তাব দিলে ললিতার তাকে তার বিয়ের কথা জানায়। গিরিন পরে ললিতার আরেক ছোট বোনকে বিয়ে করে। কিন্তু গিরিন টাকা পরিশোধ করায় রটে যায় ললিতাকে গিরিনের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। ফলে শেখরের পরিবার থেকে তার বিয়ের তাড়া দেওয়া হয়। কিছুদিন পর ললিতা শেখরের বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে শোকাহত হয়। গিরিন তাকে কলকাতায় নিয়ে আসে। সেখানে শেখরের সামনে সকল সত্য তুলে ধরা হলে তার ভুল ভাঙ্গে।

কুশীলব

  • অশোক কুমার - শেখর রায়
  • মিনা কুমারী - ললিতা
  • মনোরমা
  • অসিত বরণ - গিরিন বাবু
  • নাজির হুসেন - গুরুচরণ বাবু
  • বদ্রি প্রসাদ - নবীন রায়
  • প্রতিমা দেবী - শেখরের পিসী
  • রেখা মল্লিক
  • শেলি ব্যানার্জি
  • ভুপেন্দ্র কাপুর
  • মঞ্জু
  • শীতল

সঙ্গীত

পরিণীতা চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন অরুণ মুখোপাধ্যায়। গানের কথা লিখেছেন ভরত ব্যস।[৩]

গানের তালিকা

নং.শিরোনামকণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."গোরে গোরে হাতোঁ মে মেহন্দি রাঁচা"আশা ভোসলে৩:১৩
২."চালে রাধে রানে"মান্না দে৩:১৪
৩."চাঁদ হ্যাঁ ওহি"গীতা দত্ত৩:০৭
৪."আয়ে বান্দি তুম বেগম বানো"কিশোর কুমার ও আশা ভোসলে৩:৪৬
৫."টুটা হ্যায় নাতা মিত কা"অসিত বরণ৩:১৮
৬."তুম ইয়াদ আ রাহে"আশা ভোসলে৩:১৯
৭."চালি রাধে রানী আঁখিয়ো মে পানি"মান্না দে 

পুরস্কার

ফিল্মফেয়ার পুরস্কার[৪]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন