পাঞ্জাবি এমসি

রাজিন্দর সিং রাই ( জন্ম- ১৯৭৩) যিনি পাঞ্জাবি এমসি নামে সমধিক পরিচিত, একজন ব্রিটিশ ভারতীয় ডিজে, সুরকার ও সঙ্গীত পরিচালক। তিনি বিশেষ করে আলোচনায় আসেন যখন তিনি একটি বিখ্যাত পাঞ্জাবি লোকসঙ্গীত ' মুন্ডেয়া(ন) তো বাচকে রাহি' কে আধুনিক সুরারোপে রিমিক্স করেন। এরপর ২০০২ সালে তার এই গানের সুর আমেরিকান র‍্যাপার জে'জি তার বিওয়্যার অফ দ্য বয়েজ গানে ব্যবহার করলে পাঞ্জাবি এমসি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তিনি আরো খ্যাতিপ্রাপ্ত হন তার ২০০৩ সালের গান যোগীর মাধ্যমে। মার্কিন সংগীত ওয়েবসাইট অলমিউজিক তাকে ভাঙ্গড়া সংগীতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে আখ্যা দিয়েছে।[১] 'মুন্ডেয়া(ন) তো বাচকে রাহি', যোগি, জাট্টি ইত্যাদি তার কিছু বিখ্যাত প্রযোজিত গান। এছাড়া পাঞ্জাবি এমসি বিভিন্ন বলিউড ও পাঞ্জাবি ফিল্মে সুরারোপ ও সঙ্গীত প্রযোজনা করেছেন।

পাঞ্জাবি এমসি
লন্ডন মেলা, ২০১০
লন্ডন মেলা, ২০১০
প্রাথমিক তথ্য
জন্মনামরাজিন্দর সিং রাই
জন্ম১৪/০২/১৯৭৩
কোভেন্ট্রি, ইংল্যান্ড
ধরনইলেকট্রনিকা, ভাঙড়া, অল্টারনেটিভ হিপ হপ, ট্রিপ হপ, এশীয় আন্ডারগ্রাউন্ড
পেশাসঙ্গীত প্রযোজক/পরিচালক, সুরকার, সঙ্গীতজ্ঞ, কণ্ঠশিল্পী,এমসি, ডিজে
কার্যকাল১৯৯৩-বর্তমান
লেবেলসুপারস্টার রেকর্ডিং (জার্মানিি), ইউনিভার্সাাাল (ভারত), পিএমসি রেকর্ডস (যুক্তরাজ্য)
ওয়েবসাইটpmcrecords.com

ক্যারিয়ার

রাজিন্দর ১৯৯৩ সালে তার ক্যারিয়ার শুরু করেন।পাঞ্জাবি এমসি তার স্টেজ নামটি পাঞ্জাবি ভাষা থেকে নিয়েছেন যে ভাষায় তিনি গান তৈরী ও র‍্যাপ করেন।[২]<.তার অন্যতম লক্ষ্য হল ভাঙড়ার সাথে হিপ-হপের ফিউশন ঘটানো।[৩]<.এছাড়া তিনি মির্জা নামে একটি গান প্রযোজনা করেন যাতে তুর্কি গায়ক মুস্তাফা সান্দাল এর ইশয়ানকার গানের সুর/সঙ্গীত ব্যবহার হয়। কিন্তু গানটি মুক্তি পায় নি।[৪]<.তার আরেকটি অ্যালবাম, 'ইন্ডিয়ান টাইমিং' ২০০৮ সালে মুক্তি পায়। তার মিউজিক ভিডিও 'স্নেক চার্মার' কানাডার টরন্টোতে ডিজে রা'য়ের মিউজিক ভিডিও নাইটে প্রদর্শিত হয়।

স্যাম্পলিং

ইন্ডিয়ান টাইমিং অ্যালবামে পাঞ্জাবি এমসি অফরা হাজা'র গান 'ইম নিয়া'নলু' গান থেকে কন্ঠ স্যাম্পল ব্যবহার করেন।এছাড়া তিনি তার অ্যালবাম লিগালাইজড এ 'প্লানেট রক' গানের স্যাম্পল ব্যবহার করেন।(এটি তিনি শিল্পী আফ্রিকা বোম্বাটার আগে ব্যবহার করেছিলেন)।'জাট হো গায়া শারাবি' গানে টিভি অনুষ্ঠান ম্যাগ্নাম পি,আই গানের স্যাম্পল ব্যবহার করেন। 'মুন্ডেয়ান তো বাচকে রাহিও' তে টিভি অনুষ্ঠান নাইট রাইডারের সঙ্গীতের অংশ বিশেষ ব্যবহার করেন।[৫]<.

টেলিভিশন

রাজিন্দরের টেলিভিশনে অভিষেক ঘটে ২০০১ সালে। ২০০১ সালে তিনি কানাডার অন্টারিওর মিসিসাগার পল ব্যানকুয়েট হলে ডিজে রা'য়ের উপস্থাপনায় 'দ্যা ভাঙড়ামেন্টারি' নামক অনুষ্ঠানে পারফর্ম করেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এটিএন নামক একটি টিভি সংস্থা।তার অনেকগুলো গান বিভিন্ন টিভি অনুষ্ঠানের ভুমিকা সংগীত হিসেবে ব্যবহার হয়েছে। তিনি স্বপ্না আবাস্থি ও সুখবিন্দার সিং এর সাথে বিখ্যাত বলিউডের গান "ছাইয়া ছাইয়া" রিমিক্স করেন। এই গানটি শাহরুখ খান অভিনীত ১৯৯৯ সালের চলচ্চিত্র "দিল সে..." চলচ্চিত্রের একটি গান।

ডিস্কোগ্রাফী

  • সোউল্ড আউট(১৯৯৩, ন্যাচারাল রেকর্ডস)
  • আ্যনাদার সেল আউট(১৯৯৪,নেচারাল রেকর্ডস)
  • ১০০% প্রুফ(১৯৯৫,নেচারাল রেকর্ডস)
  • গ্রাস রুটস(১৯৯৬,নেচারাল রেকর্ডস)
  • ম্যাজিক দেশী ( ১৯৯৬)
  • লিগালাইজড(১৯৯৮,নেচারাল রেকর্ডস)
  • ঢোল জাগিরো দা(২০০১,মুভিবক্স)
  • দেশি(২০০২,মুভিবক্স)
  • ইন্ডিয়ান েব্রকস (২০০৩)
  • মুন্ডিয়ান তো বাচকে (২০০৩, ক্যাম্পানিয়া নুয়ো ইন্ডিয়ে)
  • দ্যা অ্যালবাম(জার্মান সংস্করণঃসুপারস্টার,ওয়ার্নার/জার্মানি ),(ফ্রেন্চ সংস্করণঃঃঃস্করপিওন),(ইউকে সংস্করণঃইনস্ট্যান্ট কার্মা)(২০০৩)
  • বিএওয়ার(আমেরিকান সংস্করণ'দ্যা অ্যালবাম')( ২০০৩,সিকোয়েন্স)।
  • স্টিল ব্যাঙ্গল (২০০৫, মুভিবক্স)
  • ইন্ডিয়ান টাইমিং(২০০৮,পিএমসি রেকর্ডস)
  • দ্যা রাজ(২০১০,পিএমসি রেকর্ডস)
  • ৫৬ ডিস্ট্রিক্টস(২০১৯ পিএ রেকর্ডস)

সংকলিত অ্যালবামসমূহ

  • ইলিগাল(২০০৬,নুপুর অডিও)
  • সেন্টেলো টু(২০০৪,কোরসান সিডি)

এক্সটেন্ডেড প্লে'স(ইপি)

  • জাট হো গেয়া শারাবি (১৯৯৬,নেচারাল রেকর্ডস)
  • মির্জা ২য় অংশ(১৯৯৭,নেচারাল রেকর্ডস)
  • সুইচিন(২০০০, মুভিবক্স)

বহিস্থঃসংযোগ

punjabimc-tombi ft Saleem Shahzada

একক সঙ্গীত

  • মুন্ডেয়া(ন) তো বাচকে রাহি। (?)
  • যোগি(২০০৩)
  • ছাল্লা ( গুরদাস মান) (Remix) (?)
  • জাট্টি (২০১১)
  • তোম্বি ( ফিচারিং সালিম শাহজাদা) (২০২০)
  • ঢোলনা (১৯৯৭)
  • মোরনী(২০১১)
  • স্নেক চার্মার(২০০৭)
  • ঘারিয়া মিলান দে(১৯৯৭)
  • ল্যান্ড অফ ফাইভ রিভার্স(২০০৯)
  • ছাইয়া ছাইয়া(রিমিক্স)(২০০৬)

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী