পাবনা সদর উপজেলা

পাবনা জেলার একটি উপজেলা

পাবনা সদর উপজেলা বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত একটি উপজেলা।পাবনা জেলা পদ্মা এবং যমুনা নদীর মিলনস্থলে অবস্থিত। ১৯৪৮ সালে যমুনা নদীকে পাবনা জেলার সীমানা নির্ধারক ঘোষণা করা হয়। কাজেই পাবনা একটি প্রাচীন জেলা এবং সদর উপজেলা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত।

পাবনা সদর
উপজেলা
মানচিত্রে পাবনা সদর উপজেলা
মানচিত্রে পাবনা সদর উপজেলা
স্থানাঙ্ক: ২৪°১′১২″ উত্তর ৮৯°১৭′২৪″ পূর্ব / ২৪.০২০০০° উত্তর ৮৯.২৯০০০° পূর্ব / 24.02000; 89.29000 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগরাজশাহী বিভাগ
জেলাপাবনা জেলা
আয়তন
 • মোট৪৩৮.৩৯ বর্গকিমি (১৬৯.২৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৫,৯০,৯১৪
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,৫০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৫০ ৭৬ ৫৫
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

এই উপজেলার উত্তরে আটঘরিয়া উপজেলা, দক্ষিণে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলারাজবাড়ী জেলার পাংশা উপজেলা, পূর্বে সাঁথিয়া উপজেলাসুজানগর উপজেলা, পশ্চিমে ঈশ্বরদী উপজেলা

প্রশাসনিক এলাকা

নির্বাচনী এলাকাঃ ৭২, পাবনা-৫।থানা/ইউনিয়নঃ ১ টি পৌরসভা এবং ১০ টি ইউনিয়ন।মৌজাঃ ২৫৯ টি।

ইউনিয়নগুলিঃ মালিগাছা ইউনিয়ন, ভাঁড়ারা ইউনিয়ন, আতাইকুলা ইউনিয়ন, মালঞ্চি ইউনিয়ন, দাপুনিয়া ইউনিয়ন, গয়েশপুর ইউনিয়ন, সাদুল্লাপুর ইউনিয়ন, চরতারাপুর ইউনিয়ন, হেমায়েতপুর ইউনিয়ন, দোগাছী ইউনিয়ন

ইতিহাস

১৯২৮ সালের ১৬ অক্টোবর তারিখে তৎকালীন রাজশাহী জেলার ৫টি এবং যশোহর জেলার ৩টি থানা নিয়ে পাবনা জেলার সৃষ্টি হয়। ১৮৫৫ সালে সিরাজগঞ্জ থানাকে ময়মনসিংহ জেলা থেকে নিয়ে পাবনা জেলার সাথে যুক্ত করা হয়। ১৯৮৪ সাল পর্যন্ত পাবনা সদর মহকুমা এবং সিরাজগঞ্জ নিয়ে পাবনা জেলা গঠিত ছিল। ১৯৮৪ সালে পাবনা ও সিরাজগঞ্জ দুটি স্বতন্ত্র জেলা হিসেবে পরিচিতি লাভ করে।

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যাঃ ৪,৭৬,৯৩২ জন।ঘনত্বঃ ১০৭৪ জন/বর্গ কিঃ মিঃ

মোট ইউনিয়ন:

ইউনিয়ন
ইউনিয়নের নাম ও জিও কোডআয়তন (একর)লোকসংখ্যাশিক্ষার
পুরুষমহিলা
আতাইকোলা ১৬৮৪৫৮১৮৫০১১৬৭০৯
গয়েশপুর ৫১৭৭২৫১৭৫৭৭১৫৫৭৮৩৭.৭২
চরতারাপুর ২৫৭৪৫৬১২৮৯৬১২০৩৮৩১.৯৪
দাপুনিয়া ৩৪৭৮৬৯১৪৭৪৫১৪০৪৭৪২.০১
দোগাছী ৪৩১৪২২৯৩৩৩৮২৩১৪২৭৪২.৪৯
ভাঁড়ারা ১৭২০১৮২২৩৬৪৩২১৬১৩২৮.৮৭
মালঞ্চী ৬৯৫৮৩৬১২৮৮৬১২০০৬৪১.৯৬
মালিগাছা ৭৭৭০৯৭১৮১৫৩১৭২৯৬৪৪.২০
সাদুল্ললাপুর ৯৪৭৭৫৬১৪২৭০১৩২০৪২৯.৮৭
হেমায়েতপুর ৬০১৬৭৩২২০৮৮২১৯৭৭৪৪৬.৯৪

সূত্র আদমশুমারি রিপোর্ট ২০০১, বাংলাদেশ পরিসংখ্যাা

শিক্ষা প্রতিষ্ঠান

  • মেডিক্যাল কলেজঃ ১ টি
  • বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ঃ ১ টি
  • সরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ১ টি
  • ক্যাডেট কলেজঃ ১ টি
  • পলিটেকনিক ইনস্টিটিউটঃ ১ টি
  • ভোকেশনাল ইনস্টিটিউটঃ ১ টি
  • কমার্শিয়াল ইনস্টিটিউটঃ ১ টি
  • আইন কলেজঃ ১ টি
  • প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক ইনস্টিটিউটঃ ১ টি
  • টেক্সটাইল ইনস্টিটিউটঃ ১ টি
  • সেবিকা প্রশিক্ষণ কেন্দ্রঃ ১ টি
  • হোমিওপ্যাথিক কলেজঃ ১ টি

মাদ্রাসা

অর্থনীতি

পাবনা সদর উপজেলার দোগাছী ও গয়েশপুরের তাঁতের কাপড় ও লুঙ্গি দেশবিখ্যাত এবং পাবনা সদর উপজেলায় তাঁত শিল্প আছে। পাবনা সদর থানায় সর্বমোট ব্যাংক এর সংখ্যা ৬১ টি।

উল্লেখযোগ্য ব্যক্তি

ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য

পাবনা মানসিক হাসপাতাল

গণমাধ্যম

পাবনা জেলা থেকে প্রতিদিন ৭টি দৈনিক পত্রিকা প্রকাশিত হয়। এ জেলার সাপ্তাহিক পত্রিকা রয়েছে ৬ টি।

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী