পি/২০১৩ পি৫

পি/২০১৩ পি৫ (ইংরেজি: P/2013 P5) ২০১৩ খ্রিষ্টাব্দের ২৭শে আগস্ট প্যানোরামিক সার্ভে টেলিস্কোপ অ্যান্ড র‍্যাপিড রেসপন্স সিস্টেম দ্বারা আবিষ্কৃত একটি গ্রহাণু বিশেষ।[৪]

পি/২০১৩ পি৫
হাবল স্পেস টেলিস্কোপে ধৃত পি/২০১৩ পি৫ গ্রহাণু
আবিষ্কার
আবিষ্কারকPan-STARRS
আবিষ্কারের তারিখ২৭ আগস্ট, ২০১৩
বিবরণ
ক্ষুদ্র গ্রহসমূহের শ্রেণীগ্রহাণু
Main-belt comet
কক্ষপথের বৈশিষ্ট্য[১]
যুগ 2013-Sep-07
অপসূর2.441 AU
অনুসূর1.936 AU
অর্ধ-মুখ্য অক্ষ2.189 AU
উৎকেন্দ্রিকতা0.1152
কক্ষীয় পর্যায়কাল3.24 yr (1182.638d)
গড় কক্ষীয় দ্রুতি0.3044°/d
গড় ব্যত্যয়292.8°
নতি4.969°
উদ্বিন্দুর দ্রাঘিমা279.3°
অনুসূরের উপপত্তি144.2°
ভৌত বৈশিষ্ট্যসমূহ
মাত্রাসমূহ~৪৮০ মিটার (১,৫৭০ ফু) [২]
গড় ঘনত্ব3300±200 kg m3 [৩]
মুক্তি বেগ~০.২৪০ মিটার (৯.৪ ইঞ্চি) per second

লেজ

হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা ২০১৩ খ্রিষ্টাব্দের ১০ই সেপ্টেম্বর পর্যবেক্ষণ করে বোঝা যায়, এই গ্রহাণুতে ধুমকেতুর মতো ছয়টি লেজ রয়েছে।[৫][৬] এই লেজগুলি পর্যবেক্ষণ করে ধারণা করা হয়েছে, যে গ্রহাণুটি প্রচন্ড গতিতে নিজের অক্ষের চারিদিকে ঘূর্ণায়মান বলে সেটি থেকে তীব্র গতিতে পদার্থের নিক্ষেপ ঘটে চলেছে।[২]জার্মানীর ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর সোসাল সায়েন্স প্রতিষ্ঠানের গবেষক জেসিকা আগরওয়ালের তৈরী করা গ্রহাণুটির ত্রিমাত্রিক অবয়ব থেকে বোঝা যায়, যে লেজগুলি পরপর পর্যায়কালীন ভাবে ঘটে যাওয়া পদার্থ নিক্ষেপণের ফলে তৈরী হয়েছে।[৭] এই নিক্ষিপ্ত পদার্থগুলি সূর্যের তাপীয় শক্তির প্রভাবে বাষ্পে পরিণত হয়ে চলেছে।[৫]

বৈশিষ্ট্য

এই গ্রহাণুটির ব্যাসার্ধ প্রায় ২৪০ মিটার (৭৯০ ফু)[২] প্যানোরামিক সার্ভে টেলিস্কোপ অ্যান্ড র‍্যাপিড রেসপন্স সিস্টেম দ্বারা ধৃত গ্রহাণুটির চিত্র থেকে এই গ্রহাণুর অদ্ভুত রকমের বৈশিষ্ট্য নজরে আসে। অন্যান্য গ্রহাণুর মতো এই গ্রহাণুটি আলোর ক্ষুদ্র বিন্দু হিসেবে নজরে না এসে একটি আবছা বস্তু হিসেবে ধরা পড়ে।[৮]

তথ্যসূত্র

বহিঃসংযোগ

টেমপ্লেট:Comets

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন