পোর্টসমাথ ফুটবল ক্লাব

(পোর্টস্‌মাথ ফুটবল ক্লাব থেকে পুনর্নির্দেশিত)

পোর্টসমাথ ফুটবল ক্লাব (ইংরেজি: Portsmouth Football Club; এছাড়াও পোর্টসমাথ এফসি অথবা শুধুমাত্র পোর্টসমাথ নামে পরিচিত) হচ্ছে পোর্টসমাথ ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল লিগ ওয়ানে খেলে। এই ক্লাবটি ১৮৯৮ সালের ৫ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। পোর্টসমাথ এফসি তাদের সকল হোম ম্যাচ পোর্টসমাথের ফ্র্যাটন পার্কে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২০,৬২০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জন মুসিনিয়ো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মাইকেল ইজনার। বর্তমানে ইংরেজ মধ্যমাঠের খেলোয়াড় মারলন প্যাক এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

পোর্টসমাথ
পূর্ণ নামপোর্টসমাথ কমিউনিটি ফুটবল ক্লাব লিমিটেড[১]
ডাকনামপোম্পি
প্রতিষ্ঠিত৫ এপ্রিল ১৮৯৮; ১২৬ বছর আগে (1898-04-05)
মাঠফ্র্যাটন পার্ক
ধারণক্ষমতা২০,৬২০
স্থানাঙ্ক৫০°৪৭′৪৭″ উত্তর ১°৩′৫০″ পশ্চিম / ৫০.৭৯৬৩৯° উত্তর ১.০৬৩৮৯° পশ্চিম / 50.79639; -1.06389
মালিকদ্য টর্ন্যান্ট কোম্পানি
সভাপতিমার্কিন যুক্তরাষ্ট্র মাইকেল ইজনার
ম্যানেজারইংল্যান্ড জন মুসিনিয়ো
লিগইএফএল লিগ ওয়ান
২০২২–২৩৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, পোর্টসমাথ এফসি এপর্যন্ত ১১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি প্রিমিয়ার লিগ, ১টি ইএফএল চ্যাম্পিয়নশিপ, ২টি এফএ কাপ এবং ১টি এফএ কমিউনিটি শিল্ড শিরোপা রয়েছে।

অর্জন

উৎস: [২]

লিগ

প্রথম বিভাগ
  • চ্যাম্পিয়ন (২): ১৯৪৮–৪৯, ১৯৪৯–৫০
দ্বিতীয় বিভাগ
  • চ্যাম্পিয়ন (১): ২০০২–০৩
  • রানার-আপ (২): ১৯২৬–২৭, ১৯৮৬–৮৭
তৃতীয় বিভাগ
  • চ্যাম্পিয়ন (৩): ১৯২৩–২৪ (দক্ষিণ), ১৯৬১–৬২, ১৯৮২–৮৩
চতুর্থ বিভাগ
  • চ্যাম্পিয়ন (১): ২০১৬–১৭

কাপ

এফএ কাপ
  • চ্যাম্পিয়ন (২): ১৯৩৮–৩৯, ২০০৭–০৮
  • রানার-আপ (৩): ১৯২৮–২৯, ১৯৩৩–৩৪, ২০০৯–১০
এফএ কমিউনিটি শিল্ড
  • চ্যাম্পিয়ন (১): ১৯৪৯ (যৌথভাবে)
  • রানার-আপ (১): ২০০৮
ইএফএল ট্রফি
  • চ্যাম্পিয়ন (১): ২০১৮–১৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী