প্রণব কুমার বড়ুয়া

একুশে পদক প্রাপ্ত ব্যক্তি

প্রণব কুমার বড়ুয়া (জন্ম ২৩ আগস্ট ১৯৩৪- মৃত্যু ২৮ এপ্রিল ২০২৪) একজন বাংলাদেশি অধ্যাপক ও শিক্ষাবিদ ছিলেন। শিক্ষায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০১৯ সালে একুশে পদক প্রদান করে।[১] তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।[২]

প্রণব কুমার বড়ুয়া
জন্ম (1934-08-23) ২৩ আগস্ট ১৯৩৪ (বয়স ৮৯)
মৃত্যু২৮ এপ্রিল ২০২৪
জাতীয়তাবাংলাদেশি
মাতৃশিক্ষায়তনকলকাতা বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, শিক্ষাবিদ
পুরস্কারএকুশে পদক (২০১৯)

প্রারম্ভিক জীবন

প্রণব ১৯৩৪ সালের ২৩ আগস্ট চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার আবুরখীল গ্রামে জন্মগ্রহণ করেন।[৩] তিনি বাংলা সাহিত্য ও পালিতে এমএ ডিগ্রি অর্জন করেন। প্রথম শ্রেণীতে পেশাগত বিএড ডিগ্রি লাভ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি ধর্মীয় শিক্ষা যেমন পালি সূত্র, আদ্ধ্য, বিনয় আদ্ধ্য, অভিধর্ম আদ্ধ্যর ওপর ডিগ্রি অর্জন করেন।[৩]

কর্মজীবন

প্রণব শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ৩৫ বছরের শিক্ষকতা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগে খন্ডকালীন অধ্যাপক হিসেবেও শিক্ষকতা করেছেন।[৪] কানুনগোপাড়া কলেজ, রাঙ্গুনিয়া কলেজ, অগ্রসর বালিকা মহাবিদ্যালয় এবং কুণ্ডেশ্বরী কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন সময়ে সহকারী প্রধান শিক্ষক, উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রামে শিক্ষা বিস্তারে বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেছেন।[৪]

গ্রন্থ

প্রণব কুমার বেশি কিছু গ্রন্থ লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল:[৩]

  • মুক্তিযুদ্ধে বাঙালি বৌদ্ধদের অবদান
  • বাংলাদেশের বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি
  • অতীশ দীপংকর
  • বৌদ্ধ আচরণবিধি
  • মহাথেরোকে যেভাবে দেখেছি
  • পৃথিবীর পথে পথে
  • গৌতম বুদ্ধের জীবন ও বাণী
  • শতবর্ষের বৌদ্ধ সাহিত্যিকদের অবদান ও সমাজজীবন

পুরস্কার ও সম্মাননা

  • থাই রাজা কর্তৃক রাজগৌরব সম্মাননা[৩]
  • মহাত্মা গান্ধী জাতীয় পুরস্কার
  • মাদার তেরেসা পুরস্কার
  • বৌদ্ধ রত্ন উপাধি
  • ড. আহমেদ কর প্রজ্ঞাদীপ পুরস্কার
  • অল সিলং বুড্ডিস্ট সম্মাননা
  • ধর্মাদিপতি ও প্রজ্ঞাচর্চা সম্মাননা, ভারত

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন