ফরিদা জামান

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী

ফরিদা জামান একজন বাংলাদেশি চিত্রশিল্পী। চারুকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।[১]

ফরিদা জামান
জন্ম১৯৫৩
জাতীয়তাবাংলাদেশি
পরিচিতির কারণচিত্রশিল্পী
পুরস্কারএকুশে পদক (২০২০)

প্রারম্ভিক জীবন

ফরিদা জামান ১৯৫৩ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন।[২] ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৭৮ সালে ভারতের বরোদাতে অবস্থিত মহারাজা সাজিরাও বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন। কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের অধ্যাপক।[৩]

প্রদর্শনী ও সম্মাননা

বাংলাদেশ ও দেশের বাইরে ফরিদা জামানের ৮টি একক প্রদর্শনী এবং ৫০টির বেশি যৌথ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ৪র্থ নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে তিনি সব বিভাগে ‘নবীন শিল্পী পুরস্কার’ লাভ করেছিলেন।[৪] ১৯৮৩ সালে ভারতের দিল্লিতে আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনীতে তিনি সম্মামনা লাভ করেন।[৪] ১৯৮৫ সালে অস্ট্রেলিয়া সরকার তাকে সাংস্কৃতিক পদক প্রদান করে। ২০০৯ সালে তিনি মহিলা পরিষদ পুরস্কার লাভ করেন।[২] ২০২০ সালে চারুকলা বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদকে ভূষিত হন।

তার একক প্রদর্শনীসমূহ হলো[২][৫]:

  • চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৭৯)
  • চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৮৩)
  • ডিভাইন আর্ট গ্যালারি (১৯৯৫)
  • চিত্রক আর্ট গ্যালারি (২০০২)
  • মাই কান্ট্রি, মাই লাভ- বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস (২০০৬)
  • রবীন্দ্রনাথ ঠাকুর সেন্টার, কলকাতা (২০১০)
  • বাউন্ড টু দ্য সয়েল, বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস (২০১৩)
  • বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনশালা (২০১৯)

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন