বলকান প্রদেশ

বলকান প্রদেশ ( তুর্কমেনীয়: Balkan welaýaty , Балкан велаяты, بلقان صوبى) তুর্কমেনিস্তানের অন্যতম একটি প্রদেশ। এটি দেশের সুদূর পশ্চিমে উজবেকিস্তান, কাজাখস্তান, ক্যাস্পিয়ান সাগর এবং ইরানের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এর রাজধানী বলকানবাত, যা পূর্বে "নেবিত দাগ" নামে পরিচিত ছিল। বলকান "উডেন পর্বত" এর জন্য প্রসিদ্ধ। এর আয়তন ১,৩৯,২৭০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৫,৫৩,৫০০ জন (২০০৫ সালের আদমশুমারি অনুযায়ী)।[১] এর জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৩.৩ যা তুর্কমেনিস্তানের মধ্যে সর্বনিম্ন।

বলকান
এলাকা
তুর্কমেনিস্তানের বলকান প্রদেশ
তুর্কমেনিস্তানের বলকান প্রদেশ
দেশতুর্কমেনিস্তান
রাজধানীবলকানবাত
আয়তন
 • মোট১,৩৯,২৭০ বর্গকিমি (৫৩,৭৭০ বর্গমাইল)
জনসংখ্যা (২০০৫)
 • মোট৫,৫৩,৫০০
 • জনঘনত্ব৪.০/বর্গকিমি (১০/বর্গমাইল)

প্রদেশটির অন্যান্য শহরগুলির মধ্যে রয়েছে: বেরেকেট, তুর্কমেনবাসি, গুমদাগ, সর্দার, হাজার, ইতরেক ও ইসেনগুলি।

বলকান প্রদেশে উল্লেখযোগ্য পরিমাণে জ্বালানী মজুদ রয়েছে। তুর্কমেনিস্তানের মোট উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের ৯৪% এবং মোট উৎপাদিত পেট্রোলিয়ামের ১২% এখানেই উৎপাদিত হয়। এটি দেশের মোট উৎপাদিত বিদ্যুতের ১৮% এর যোগান দেয়। পানির সরবরাহ খুব কম থাকার কারণে এখানে কৃষিক্ষেত্র নগণ্য। তুর্কমেনিস্তানের মোট আবাদযোগ্য জমির মাত্র ৪.৫% এই প্রদেশের অন্তর্গত।

তুর্কমেনিস্তানের সর্বাধিক গুরুত্বপূর্ণ দ্বীপ ও ক্যাস্পিয়ান সাগরের বৃহত্তম দ্বীপ "ওগুর্জা আদা" বলকান প্রদেশের কাস্পিয়ান উপকূলের নিকট অবস্থিত।

জেলা

বলকান প্রদেশটি (বালকান ওয়েল্যাটি ) মোট ৬টি জেলায় (ইট্র্যাপ, বহুবচন ইটারপ্লার ) বিভক্ত:[২][৩]

  1. বেরেকেট (পূর্বনাম গাজানজিক)
  2. ইসেনগুলি
  3. ইতরিক (পূর্বনাম গাইজাইলেকত্রিক)
  4. মাগতিমগুলি (পূর্বনাম গ্যারি গালা)
  5. সর্দার (পূর্বনাম গাইজাইলারবাত)
  6. তুর্কমেনবাসি

১ জানুয়ারি, ২০১৭ এর হিসাব অনুযায়ী প্রদেশটিতে মোট ১০ টি শহর (города বা লারহারলার ), ১৩ টি শহর (посёлки বা শেরসাইলার), ৩৩ টি গ্রাম পরিষদ (сельские советы বা জেনেস্লিকলার ) এবং ১১২ টি গ্রাম (села, населенн населенные пункты বা ওবালার ) রয়েছে। [৩]

  • অন্তর্ভুক্ত শহরগুলিঃ
বেরেকেট শহরের রেলস্টেশন, অক্টোবর, ২০১৩।
    • বলকানবাত (পূর্বনাম নেবিত-দাগ)
    • বেরেকেট (পূর্বনাম গাজানজিক রুশ: Казанджик বা Газанджык)
    • গারাবোগাজ (পূর্বনাম বেকডা)
    • গুমদাগ
    • হাজার (পূর্বনাম ইলেকেন)
    • সর্দার (পূর্বনাম কিজিল-আরভাত, গাইজাইলারবাত)
    • তুর্কমেনবাসি সিটি (পূর্বনাম ক্র্যাসনভোডস্ক)

আরো দেখুন

তথ্যসূত্র

লিংক

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন