বাংলাদেশের জেলাসমূহের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

বাংলাদেশ ৮টি বিভাগে ৬৪টি জেলায় বিভক্ত। সর্বশেষ ময়মনসিংহ বিভাগ। জেলাগুলি আবার ৪৯৫টি উপজেলায় বিভক্ত।

বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম জেলা ১৬৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সর্বশেষ জেলা ফেনী জেলা ৭ নভেম্বর ১৯৮৪ সালে প্রতিষ্ঠা করা হয়।

আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি এবং বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা হল নারায়ণগঞ্জ

বাংলাদেশের রাজধানী ঢাকা জেলা ও বানিজ্যিক রাজধানী চট্টগ্রাম জেলায় অবস্থিত।

জেলার তালিকা

বাংলাদেশের জেলা
বিভাগজেলামানচিত্রপ্রতিষ্ঠিতজনসংখ্যা
(হাজার)[১]
আয়তন
(বর্গকিমি)[১]
জাতীয় সংসদে আসন সংখ্যা
ঢাকাঢাকা জেলা ১৭৭২১৪,৭৩৪১৪৬৪২০
ফরিদপুর জেলা ১৮১৫২১৬৩২০৭৩
গাজীপুর জেলা ১৯৮৪৫২৬৩১৮০০
গোপালগঞ্জ জেলা ১৯৮৪১২৯৫১৪৯০
কিশোরগঞ্জ জেলা ১৯৮৪৩২৬৭২৬৮৯
মাদারীপুর জেলা ১৯৮৪১২৯৩১১৪৫
মানিকগঞ্জ জেলা ১৯৮৪১৫৫৮১৩৭৯
মুন্সীগঞ্জ জেলা ১৯৮৪১৬২৫৯৫৫
নারায়ণগঞ্জ জেলা ১৯৮৪৩৯০৯৭০০
নরসিংদী জেলা ১৯৮৪২৫৮৪১১৪১
রাজবাড়ী জেলা ১৯৮৪১০৯০১১১৯
শরীয়তপুর জেলা ১৯৮৪১২৯৫১১৮২
টাঙ্গাইল জেলা ১৯৬৯৪০৩৮৩৪১৪
চট্টগ্রামবান্দরবান জেলা ১৯৮১৪৮১৪৪৭৯
ব্রাহ্মণবাড়িয়া জেলা ১৯৮৪৩৩০৭১৯২৭
চাঁদপুর জেলা ১৯৮৪২৬৩৬১৭০৪
চট্টগ্রাম জেলা ১৬৬৬৯১৬৯৫২৮৩১৬
কুমিল্লা জেলা ১৮৯০৬২১২৩০৮৫১১
কক্সবাজার জেলা ১৯৮৪২৮২৩২৪৯২
ফেনী জেলা ১৯৮৪১৬৪৮৯২৮
খাগড়াছড়ি জেলা ১৯৮৩৭১৪২৭০০
লক্ষ্মীপুর জেলা ১৯৮৪১৯৩৮১৪৫৬
নোয়াখালী জেলা ১৮২১৩৬২৫৪২০২
রাঙ্গামাটি জেলা ১৯৮৩৬৪৮৬১১৬
খুলনাবাগেরহাট জেলা ১৯৮৪১৬১৩৩৯৫৯
চুয়াডাঙ্গা জেলা ১৯৮৪১২৩৬১১৭৭
যশোর জেলা ১৭৮১৩০৭৭২৫৬৭
ঝিনাইদহ জেলা ১৯৮৪২০০৬১৯৬১
খুলনা জেলা ১৮৮২২৬১৩৪৩৯৪
কুষ্টিয়া জেলা ১৯৪৭২১৫০১৬০৮
মাগুরা জেলা ১৯৮৪১০৩৩১০৪৯
মেহেরপুর জেলা ১৯৮৪৭০৫৭১৬
নড়াইল জেলা ১৯৮৪৭৮৯৯৯০
সাতক্ষীরা জেলা ১৯৮৪২১৯৭৩৮৫৮
রাজশাহীবগুড়া জেলা ১৮২১৩৭৩৪২৯২০
জয়পুরহাট জেলা ১৯৮৪৯৫৬৯৬৫
নওগাঁ জেলা ১৯৮৪২৭৮৫৩৪৩৬
নাটোর জেলা ১৯৮৪১৮৬০১৮৯৬
চাঁপাইনবাবগঞ্জ জেলা ১৯৮৪১৮৩৬১৭০৩
পাবনা জেলা ১৮৩২২৯১০১৩৭২
রাজশাহী জেলা ১৭৭২২৯১৫২৪০৭
সিরাজগঞ্জ জেলা ১৯৮৪৩৩৫৮২৪৯৮
সিলেটহবিগঞ্জ জেলা ১৯৮৪২৩৫৯২৬৩৭
মৌলভীবাজার জেলা ১৯৮৪২১২৩২৭৯৯
সুনামগঞ্জ জেলা ১৯৮৪২৬৯৫৩৬৭০
সিলেট জেলা ১৭৭২৩৮৫৭৩৪৯০
বরিশালবরগুনা জেলা ১৯৮৪১০১০১৮৩১
বরিশাল জেলা ১৭৯৭২৫৭০২৭৮৫
ভোলা জেলা ১৯৮৪১৯৩৩৩৪০৩
ঝালকাঠি জেলা ১৯৮৪৬৬১৭৪৯
পটুয়াখালী জেলা ১৯৬৯১৭২৭৩২২১
পিরোজপুর জেলা ১৯৮৪১১৯৮১৩০৮
ময়মনসিংহজামালপুর জেলা ১৯৭৮২৫০০২০৩২
ময়মনসিংহ জেলা ১৭৮৭৫৯০০৪৩৬৩১১
নেত্রকোণা জেলা ১৯৮৪২৩২৫২৮১০
শেরপুর জেলা ১৯৮৪১৫০২১৩৬৪
রংপুরদিনাজপুর জেলা ১৭৮৬৩৩১৫৩৪৩৮
গাইবান্ধা জেলা ১৯৮৪২৫৬২২১৭৯
কুড়িগ্রাম জেলা ১৯৮৪২৩২৯২২৯৬
লালমনিরহাট জেলা ১৯৮৪১৪২৮১২৪১
নীলফামারী জেলা ১৯৮৪২০৯৩১৫৮০
পঞ্চগড় জেলা ১৯৮৪১১৮০১৪০৫
রংপুর জেলা ১৭৬৯৩১৭০২৪০৮
ঠাকুরগাঁও জেলা ১৯৮৪১৫৩৪১৮১০

বৃহত্তর জেলার তালিকা

বৃহত্তর জেলা হল ১৯৪৭ সালে দেশ ভাগের পর বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে যেসকল জেলা বিদ্যমান ছিল সেগুলো বৃহত্তর জেলা হিসেবে পরিচিত।বৃহত্তর জেলা ১৭ টি; দেশ ভাগের পূর্বে পূর্ববঙ্গে ১৫ টি জেলা ছিল। ১৯৪৭ সালে দেশভাগের সময় নদীয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়। ফলে জেলার সংখ্যা হয় ১৬ টি। পরবর্তীতে গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় ১৭ টি।


•বৃহত্তর জেলাগুলোর তালিকা :

১. বৃহত্তর ঢাকা= ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী।

২. বৃহত্তর ময়মনসিংহ= ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর,টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জ।

৩. বৃহত্তর দিনাজপুর= দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়।

৪. বৃহত্তর রংপুর= রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা।

৫. বৃহত্তর রাজশাহী= রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ।

৬. বৃহত্তর যশোর= যশোর,ঝিনাইদহ,মাগুরা ও নড়াইল।

৭. বৃহত্তর কুষ্টিয়া= কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর।

৮. বৃহত্তর খুলনা= খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।

৯. বৃহত্তর ফরিদপুর= ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।

১০. বৃহত্তর বগুড়া= বগুড়া ও জয়পুরহাট।

১১. বৃহত্তর পাবনা= পাবনা ও সিরাজগঞ্জ।

১২. বৃহত্তর বরিশাল= বরিশাল,পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা।

১৩. বৃহত্তর কুমিল্লা= কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া।

১৪. বৃহত্তর নোয়াখালী= নোয়াখালী,লক্ষ্মীপুর ও ফেনী।

১৫. বৃহত্তর সিলেট= সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার।

১৬. বৃহত্তর চট্টগ্রাম= চট্টগ্রাম ও কক্সবাজার।

১৭. পার্বত্য চট্টগ্রাম= রাঙামাটি,বান্দরবান ও খাগড়াছড়ি।

•স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাকালীন সময়ে জেলা ছিল ১৯ টি; পাকিস্তান শাসনামলে ১৯৬৯ সালে টাঙ্গাইল ও পটুয়াখালী জেলার সৃষ্টি হয়।

•স্বাধীন বাংলাদেশে প্রথম নবগঠিত জেলা জামালপুর; ১৯৭৮ সালে বাংলাদেশের ২০তম জেলা হিসেবে।প্রতিষ্ঠিত হয়। প্রশাসনিক পুনর্বিন্যাসের দ্বারা ৬৪ টি জেলা গঠন করা হয় ১৯৮৪ সালে; এরশাদ সরকারের সময়।

প্রস্তাবিত জেলা

প্রস্তাবিত জেলা হিসেবে ৬৫ তম জেলা ভৈরব; ২০০৯ সালের ১২ অক্টোবর সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নেয় কিশোরগঞ্জ জেলার ১৩টি উপজেলা থেকে ভৈরবসহ পাঁচটি উপজেলা নিয়ে ভৈরব জেলা গঠন করার। তবে তা এখনো বাস্তবায়িত হয়নি।


আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন