বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের শতরানের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

ক্রিকেট খেলায় সেঞ্চুরি বুঝাতে একজন ব্যাটসম্যানের এক ইনিংসে ১০০ বা তদূর্ধ্ব রান সংগ্রহ করাকে বুঝায়। জুন, ২০১৯ সাল পর্যন্ত সর্বমোট ২১জন বাংলাদেশী ক্রিকেটার টেস্ট ক্রিকেটে কমপক্ষে একটি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেছেন।[১] তন্মধ্যে মুশফিকুর রহিম, তামিম ইকবালসাকিব আল হাসান দ্বি-শতক হাঁকিয়েছেন। তন্মধ্যে, মুশফিকুর রহিম ভারতের এম এস ধোনি’র পর টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় উইকেট-রক্ষক-অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান।[২] মোহাম্মদ আশরাফুল টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেন। অন্যদিকে তামিম ইকবাল ও মমিনুল হক যৌথভাবে সবচেয়ে বেশি ৮টি টেস্ট সেঞ্চুরি হাঁকিয়েছেন।[৩] এরপরই মোহাম্মদ আশরাফুলমমিনুল হক ৬টি সেঞ্চুরি করে দ্বিতীয়স্থানে অবস্থান করছেন। কোন খেলোয়াড়ই ত্রি-শতক হাঁকাতে পারেননি।[৪]

মমিনুল হক একমাত্র জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৫টি শতরানের ইনিংস খেলেন।

২০১৩ সালে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে সোহাগ গাজী একই টেস্টে হ্যাট্রিক ও সেঞ্চুরি করেছেন।[৫] ২০১৮ সালে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মমিনুল হক এক টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করেছেন।[৬] ২০১৯ সালে সেডন পার্কে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সৌম্য সরকার দ্রুততম সেঞ্চুরি করেন। ৯৪ বলে করা এ সেঞ্চুরির সাথে তামিম ইকবাল জড়িত রয়েছেন। ২০১০ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ৯৪ বলে তিনিও সেঞ্চুরি করেন।[৭][৮]

নির্দেশিকা

  • * ব্যাটসম্যানের অপরাজিত থাকাকে নির্দেশ করে।
  • ২০০ ইনিংসে ২০০ বা ততোধিক রান করাকে নির্দেশ করে।
  • ৩০০ ইনিংসে ২০০ বা ততোধিক রান করাকে নির্দেশ করে।
  • সর্বোচ্চ রান খেলোয়াড়ের সর্বোচ্চ রান করাকে নির্দেশ করে।
  • অভিষেক সেঞ্চুরিতারিখ বুঝাতে খেলোয়াড়ের প্রথম সেঞ্চুরিকে বুঝায়।[৯]
নংখেলোয়াড়১০০২০০৩০০সর্বোচ্চ রানঅভিষেক সেঞ্চুরিতারিখ
আমিনুল ইসলাম বুলবুল১৪৫১৪৫ ব ভারত, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা১০ নভেম্বর ২০০০[১০]
মোহাম্মদ আশরাফুল১৯০১১৪ ব শ্রীলঙ্কা, সিংহলিজ স্পোর্টস ক্লাব, কলম্বো৬ সেপ্টেম্বর ২০০১[১১]
হাবিবুল বাশার সুমন১১৩১০৮ ব জিম্বাবুয়ে, চট্টগ্রাম স্টেডিয়াম১৫ নভেম্বর ২০০১[১২]
জাভেদ ওমর বেলিম১১৯১১৯ ব পাকিস্তান, আরবাব নিয়াজ স্টেডিয়াম, পেশোয়ার২৭ আগস্ট ২০০৩[১৩]
মোহাম্মদ রফিক (ক্রিকেটার)১১১১১১ ব ওয়েস্ট ইন্ডিজ, বিউসেজাউর স্টেডিয়াম, গ্রোস আইলেট২৮ মে ২০০৪[১৪]
খালেদ মাসুদ পাইলট১০৩*১০৩* ব ওয়েস্ট ইন্ডিজ, বিউসেজাউর স্টেডিয়াম, গ্রোস আইলেট২৮ মে ২০০৪[১৫]
নাফিস ইকবাল১২১১২১ ব জিম্বাবুয়ে, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা১৪ জানুয়ারি ২০০৫[১৬]
শাহরিয়ার নাফীস১৩৮১৩৮ ব অস্ট্রেলিয়া, ফতুল্লা ওসমানি স্টেডিয়াম, ফতুল্লা৯ এপ্রিল ২০০৬[১৭]
তামিম ইকবাল২০৬১২৮ ব ওয়েস্ট ইন্ডিজ, আর্নোস ভ্যাল স্টেডিয়াম, কিংসটাউন৯ জুলাই ২০০৯[১৮]
১০মুশফিকুর রহিম২১৯*১০১ ব জিম্বাবুয়ে, শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা১৭ জানুয়ারি ২০১০[১৯]
১১মাহমুদুল্লাহ রিয়াদ১১৫১১৫ ব নিউজিল্যান্ড, সেডন পার্ক, হ্যামিল্টন১৫ ফেব্রুয়ারি ২০১০[২০]
১২সাকিব আল হাসান২১৭১০০ ব নিউজিল্যান্ড, সেডন পার্ক, হ্যামিল্টন১৫ ফেব্রুয়ারি ২০১০[২১]
১৩জুনায়েদ সিদ্দিকী১০৬১০৬ ব ইংল্যান্ড, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম১২ মার্চ ২০১০[২২]
১৪নাঈম ইসলাম১০৮১০৮ ব ওয়েস্ট ইন্ডিজ, শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা১৩ নভেম্বর ২০১২[২৩]
১৫আবুল হাসান (ক্রিকেটার)১১৩১১৩ ব ওয়েস্ট ইন্ডিজ, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা২১ নভেম্বর ২০১২[২৪]
১৬নাসির হোসেন১০০১০০ ব শ্রীলঙ্কা, গালে আন্তর্জাতিক স্টেডিয়াম৮ মার্চ ২০১৩[২৫]
১৭মমিনুল হক১০১৮১১৮১ ব নিউজিল্যান্ড, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম৯ অক্টোবর ২০১৩[২৬]
১৮সোহাগ গাজী১০১*১০১* ব নিউজিল্যান্ড, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম৯ অক্টোবর ২০১৩[২৭]
১৯শামসুর রহমান (ক্রিকেটার)১০৬১০৬ ব শ্রীলঙ্কা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম৪ ফেব্রুয়ারি ২০১৪[২৮]
২০ইমরুল কায়েস১৫০১১৫ ব শ্রীলঙ্কা, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম৪ ফেব্রুয়ারি ২০১৪[২৯]
২১সৌম্য সরকার১৪৯১৪৯ ব নিউজিল্যান্ড, সেডন পার্ক, হ্যামিল্টন৩ ফেব্রুয়ারি ২০১৯[৩০]
২২মেহেদী হাসান মিরাজ১০৩১৬৮ ব ওয়েস্ট ইন্ডিজ , জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম৩ ফেব্রুয়ারি ২০২১[৩১]

তথ্যসূত্র

আরও দেখুন

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী