বাংলাদেশ প্রিমিয়ার লিগের অধিনায়কগণের তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

ক্রিকেট খেলায় যিনি দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কিছু অতিরিক্ত দায়িত্ব পালন করেন, তিনি দলের অধিনায়ক[১][২] বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) হল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত একটি পেশাদার টুয়েন্টি২০ ক্রিকেট টুর্নামেন্ট। ২০১২ সালে বিপিএল-এর প্রথম আসর অনুষ্ঠিত হয়।[৩] এখন পর্যন্ত হওয়া সাত (২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৭, ২০১৯ এবং ২০১৯-২০) আসরে ৪৮ জন খেলোয়াড় অন্তত ১ টি ম্যাচের জন্য হলেও অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৪]

মাশরাফি বিন মর্তুজা
ঢাকা প্লাটুন-এর ২০১৯-২০ আসরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিপিএল-এ সর্বোচ্চ ৮৬টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
মাহমুদুল্লাহ রিয়াদ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-এর ২০১৯-২০ আসরের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএল-এ দ্বিতীয় সর্বোচ্চ ৭৬টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।
মুশফিকুর রহিম
খুলনা টাইগার্স-এর ২০১৯-২০ আসরের অধিনায়ক মুশফিকুর রহিম বিপিএল-এ দ্বিতীয় সর্বোচ্চ ৭৩টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন।।

২০১২ সাল হতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল-এর সাবেক ও সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, অধিনায়ক হিসেবে বিপিএল-এ সবচেয়ে বেশি ম্যাচে অংশগ্রহণ করেছেন। অধিনায়ক হিসেবে বিপিএল-এ খেলা তার ৮৬টি ম্যাচের মধ্যে সর্বমোট জয়ের হার ৬২.৭৯%। অধিনায়ক হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ (৭৬টি) ম্যাচের নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিপিএল-এ খেলা তার ৭৬টি ম্যাচের মধ্যে সর্বমোট জয়ের হার ৫০.৬৫%। অধিনায়ক হিসেবে তৃতীয় সর্বোচ্চ (৭৩টি) ম্যাচের নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। তার নেতৃত্ব দেয়া বিপিএল-এ ৭৩টি ম্যাচের মধ্যে সর্বমোট জয়ের হার ৫১.৩৬%। ১০০% জয়ের হার নিয়ে ঢাকা গ্ল্যাডিয়েটরস-এর মোশাররফ হোসেন এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়ের হার রয়েছে। যদিও তিনি মাত্র একটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। অন্তত ১ টি ম্যাচের অধিক ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে ব্রেন্ডন টেলর-এর জয়ের হার সবচেয়ে ভাল। তার জয়ের হার ৬ ম্যাচে ৮৩.৩৩%। তবে যারা অন্তত ১০ টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন তাদের মধ্যে ইমরুল কায়েস-এর বিপিএল-এ সবচেয়ে ভাল জয়ের হার রয়েছে। ১৭ টি ম্যাচে তার জয়ের হার ৭০.৫৮%। একইভাবে অন্তত ১০টি ম্যাচে অধিনায়কত্ব করা খেলোয়াড়দের মধ্যে শাহরিয়ার নাফীস-এর বিপিএল-এ সবচেয়ে খারাপ জয়ের হার রয়েছে। ১৪ টি ম্যাচে তার জয়ের হার ২৮.৫৭%। ৩৭টি করে পরাজয় নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়ক হিসেবে হারের তালিকায় সবার উপরে। বিপিএল-এ অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিম সবচেয়ে বেশি দলের নেতৃত্ব দিয়েছেন।[৪]

পিটার ট্রেগো অধিনায়ক হিসেবে কোন জয় ছাড়া সবচেয়ে বেশি ম্যাচে অংশ নিয়েছেন। তিনি ৫ টি ম্যাচে তার দলকে নেতৃত্ব দেন এবং ৫টিতেই তার দল পরাজিত হয়। ৬ জন খেলোয়াড় সিলেট রয়ালস-কে, ৫ জন খেলোয়াড় দুরন্ত রাজশাহী-কে, ৪ জন খেলোয়াড় বরিশাল বার্নার্স-কে, তিনজন করে খেলোয়াড় চিটাগাং কিংস, ঢাকা গ্ল্যাডিয়েটরস ও খুলনা রয়েল বেঙ্গলস এবং ২ জন খেলোয়াড় রংপুর রাইডার্স-কে নেতৃত্ব দিয়েছেন। অন্তত এক ম্যাচে হলেও অধিনায়কত্ব করা এই ৪৮ জনের মধ্যে ২১ জন বাংলাদেশের খেলোয়াড়। বাকি ২৭ জন বিদেশি খেলোয়াড়।[৪]

এই তালিকায় তারাই স্থান পেয়েছেন যারা বিপিএল-এ তাদের দলকে অন্তত এক ম্যাচের জন্য হলেও নেতৃত্ব দিয়েছেন। এই তালিকা তৈরি করা হয়েছে ম্যাচের সংখ্যার ভিত্তিতে। যদি কোন ক্ষেত্রে ম্যাচের সংখ্যা সমান হয়ে যায় সে ক্ষেত্রে জয়-পরাজয়ের হারের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করা হয়েছে। এর পরেও কোন ক্ষেত্রে সমান থাকলে নামের শেষাংশের ভিত্তিতে শ্রেণী বিন্যাস করা হয়েছে। [দ্রষ্টব্য ১][দ্রষ্টব্য ২]

সহায়

সহায়
চিহ্নঅর্থ
প্রথমযে সালের বিপিএল-এ প্রথমবারের মত অধিনায়কত্ব করেন
সর্বশেষযে সালের বিপিএল-এ সর্বশেষ অধিনায়কত্ব করেছেন
ম্যাচঅধিনায়ক হিসেবে খেলা ম্যাচের সংখ্যা
দলযে দল বা দলসমুহের হয়ে অন্তত ১ ম্যাচের জন্য হলেও অধিনায়কত্ব করেছেন
জয়অধিনায়ক হিসেবে যতগুলো খেলায় জয়লাভ করেছেন
হারঅধিনায়ক হিসেবে যতগুলো খেলায় পরাজিত হয়েছেন
টাইযতগুলো খেলা টাই হয়েছে
পরিত্যাক্তযতগুলো খেলা কোন ফল ছাড়াই শেষ হয়েছে বা পরিত্যাক্ত হয়েছে
জয়ের হারঅধিনায়ক হিসেবে জয়ের হার [দ্রষ্টব্য ৩]

বিপিএল অধিনায়কগণ

বাংলাদেশ প্রিমিয়ার লীগের অধিনায়কগণ[৪]
খেলোয়াড়জাতীয়তা [দ্রষ্টব্য ৪]প্রথমসর্বশেষম্যাচদলজয়হারটাইপরিত্যাক্তজয়ের হার
মুশফিকুর রহিম  বাংলাদেশ২০১২২০১৯-২০৭৩৩৭৩৫৫১.৩৬
মাশরাফী বিন মোর্ত্তজা  বাংলাদেশ২০১২২০১৯-২০৮৬৫৪৩২৬২.৭৯
ব্র্যাড হজ  অস্ট্রেলিয়া২০১২২০১৩১৮বরিশাল বার্নার্স৫০.০০
মাহমুদুল্লাহ রিয়াদ  বাংলাদেশ২০১২২০১৯-২০৭৬৩৮৩৭৫০.৬৫
শাহরিয়ার নাফীস  বাংলাদেশ২০১২২০১৩১৪১০২৮.৫৭
সাকিব আল হাসান  বাংলাদেশ২০১২২০১৯৬৪৩৯২৫৬০.৯৩
আব্দুর রাজ্জাক (ক্রিকেটার)  বাংলাদেশ২০১৩২০১৩১১রংপুর রাইডার্স৪৫.৪৫
ব্রেন্ডন টেলর  জিম্বাবুয়ে২০১৩২০১৩চিটাগং কিংস৮৩.৩৩
অলোক কাপালি  বাংলাদেশ২০১২২০১৩৪০.০০
পিটার ট্রেগো  ইংল্যান্ড২০১২২০১২সিলেট রয়্যালস০.০০
চামারা কাপুগেদারা  শ্রীলঙ্কা২০১৩২০১৩দুরন্ত রাজশাহী৭৫.০০
মোহাম্মদ আশরাফুল  বাংলাদেশ২০১৩২০১৩ঢাকা গ্ল্যাডিয়েটর্স২৫.০০
জহুরুল ইসলাম  বাংলাদেশ২০১২২০১৩দুরন্ত রাজশাহী২৫.০০
তামিম ইকবাল  বাংলাদেশ২০১৩২০১৯৩৪১৪২০৪১.১৭
লু ভিনসেন্ট  নিউজিল্যান্ড২০১৩২০১৩৫০.০০
মুক্তার আলী  বাংলাদেশ২০১৩২০১৩দুরন্ত রাজশাহী০.০০
মোশাররফ হোসেন (ক্রিকেটার)  বাংলাদেশ২০১৩২০১৩ঢাকা গ্ল্যাডিয়েটরস১০০.০০
ইমরুল কায়েস  বাংলাদেশ২০১২২০১৯-২০১৭১২৭০.৫৮
জিহান মুবারক  শ্রীলঙ্কা২০১৩২০১৩খুলনা রয়েল বেঙ্গলস০.০০
সোহরাওয়ার্দী শুভ  বাংলাদেশ২০১২২০১২সিলেট রয়্যালস০.০০
এনামুল হক জুনিয়র  বাংলাদেশ২০১৩২০১৩চিটাগং কিংস০.০০
নাসির হোসেন  বাংলাদেশ২০১৩২০১৩রংপুর রাইডার্স০.০০
আন্দ্রে রাসেল  ওয়েস্ট ইন্ডিজ২০১৯-২০২০১৯-২০১৩রাজশাহী রয়্যালস৬১.৫৩
ড্যারেন স্যামি  ওয়েস্ট ইন্ডিজ২০১৬২০১৭২৩রাজশাহী কিংস১১১২৪৭.৮২
কুমার সাঙ্গাকারা  শ্রীলঙ্কা২০১৫২০১৫১০রংপুর রাইডার্স৪০.০০
মেহেদী হাসান মিরাজ  বাংলাদেশ২০১৯২০১৯১২রাজশাহী কিংস৫০.০০

টীকাসমূহ

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন