বাজাজ অটো লিমিটেড

ভারতীয় দুই-চাকার ও তিন-চাকার মোটরযান নির্মাতা প্রতিষ্ঠান

বাজাজ অটো লিমিটেড ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনে নগরীভিত্তিক একটি ভারতীয় বহুজাতিক দুই-চাকার ও তিন-চাকার মোটরযান নির্মাতা শিল্পপ্রতিষ্ঠান।[২] প্রতিষ্ঠানটি মোটরসাইকেল, স্কুটার ও অটোরিকশা নির্মাণ করে। বাজাজ অটো বাজাজ গ্রুপ নামক শিল্পগোষ্ঠীর অন্তর্গত। ১৯৪০-এর দশকে রাজস্থানে জামনালাল বাজাজ এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় মহারাষ্ট্রের পুনে শহরে অবস্থিত। মহারাষ্ট্রের চাকান ও ওয়ালুজ শহরে এবং উত্তরখণ্ডের পান্তনগরে এর কারখানা আছে।[৩] মহারাষ্ট্রের আকুর্দি শহরে অবস্থিত বাজাজের সবচেয়ে পুরাতন কারখানাটি বর্তমানে প্রতিষ্ঠানটির গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র “আহেড”-এ রূপান্তরিত হয়েছে। বাজাজ অটো বিশ্বের ৩য় বৃহত্তম এবং ভারতের ২য় বৃহত্তম মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান।[৪] এটি বিশ্বের বৃহত্তম তিন-চাকার মোটরযান নির্মাতা।[৫]২০১৫ সালে বাজাজ অটোর বাজার পুঁজিভবনের পরিমান ছিল  ৬৪০ বিলিয়ন (US$ ৭.৮২ বিলিয়ন), যার ফলে বাজার মূল্য অনুযায়ী এটি ভারতের শেয়ারবাজারে ২৩তম সর্ববৃহৎ প্রতিষ্ঠান।[৬]

বাজার অটো লিমিটেড
Bajaj Auto Ltd.
ধরনপাবলিক
আইএসআইএনINE917I01010
শিল্পমোটরযান
প্রতিষ্ঠাকাল২৯ নভেম্বর ১৯৪৫; ৭৮ বছর আগে (1945-11-29)
প্রতিষ্ঠাতাজমনালাল বাজাজj
সদরদপ্তরপুনে, মহারাষ্ট্র, ভারত
প্রধান ব্যক্তি
  • Rahul Bajaj (প্রতিষ্ঠানের প্রধান)
  • রাজিব বাজাজ (প্রনিক)
পণ্যসমূহমোটরসাইকেল, তিন-চাকার মোটরযান এবং মোটরগাড়ি
উৎপাদনের আউটপুট
বৃদ্ধি ৬৩,৩০,০০০ একক (ইউনিট) (২০১৯)[১]
আয়বৃদ্ধি ৩১,৮০৪ কোটি (US$ ৩.৮৯ বিলিয়ন) (২০১৯)[১]
সুদ ও করপূর্ব আয়
বৃদ্ধি  ৬,৬১৩ কোটি (US$ ৮০৮.৩৩ মিলিয়ন) (2019)[১]
নীট আয়
বৃদ্ধি  ৪,৯২৭ কোটি (US$ ৬০২.২৪ মিলিয়ন) (2019)[১]
মোট সম্পদবৃদ্ধি ২৮,৮৩৪ কোটি (US$ ৩.৫২ বিলিয়ন) (2019)[১]
মোট ইকুইটিবৃদ্ধি ২৩,২৩৩ কোটি (US$ ২.৮৪ বিলিয়ন) (2019)[১]
কর্মীসংখ্যা
১০,২৫৮ (২০১৯)[১]
মাতৃ-প্রতিষ্ঠানবাজাজ গ্রুপ শিল্পগোষ্ঠী
ওয়েবসাইটwww.bajajauto.com

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন