বাঞ্ছারামপুর উপজেলা

ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি উপজেলা

বাঞ্ছারামপুর উপজেলা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি প্রশাসনিক এলাকা।

বাঞ্ছারামপুর
উপজেলা
মানচিত্রে বাঞ্ছারামপুর উপজেলা
মানচিত্রে বাঞ্ছারামপুর উপজেলা
স্থানাঙ্ক: ২৩°৪৬′৩১″ উত্তর ৯০°৪৮′৪২″ পূর্ব / ২৩.৭৭৫২৮° উত্তর ৯০.৮১১৬৭° পূর্ব / 23.77528; 90.81167 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
আয়তন
 • মোট১৮৭.৩১ বর্গকিমি (৭২.৩২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২,৯৮,৪৩০
 • জনঘনত্ব১,৬০০/বর্গকিমি (৪,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৩৮.৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ১২ ০৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

বাঞ্ছারামপুর উপজেলার আয়তন ১৮৭.৩১ বর্গ কিলোমিটার (৪৬,২৮৫ একর)।[১] এ উপজেলার উত্তরে নরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলা, দক্ষিণে তিতাস নদীকুমিল্লা জেলার হোমনা উপজেলা, পূর্বে নবীনগর উপজেলাকুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা, পশ্চিমে মেঘনা নদী, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলানরসিংদী জেলার নরসিংদী সদর উপজেলা

ইতিহাস

১৯১২ সালে এখানে পুলিশ ফাঁড়ি স্থাপিত হয় এবং ১৯২০ সালে ৭টি ইউনিয়ন নিয়ে এটি একটি পূর্ণাঙ্গ থানায় এবং পরবর্তীতে ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত হয় বাঞ্ছারামপুর উপজেলা।

নামকরণ

জনশ্রুতি আছে, ঢাকার তৎকালীন জমিদার রূপলাল বাবুর একজন বিশ্বস্ত রায়ত বাঞ্ছারাম দাস বর্তমান উপজেলা সদরে বাস করতেন। তার আচার-ব্যবহার এবং কাজকর্মের বিশ্বস্ততা ও আনুগত্যের প্রতি সন্তুষ্ট হয়ে তার নামে এই অঞ্চলের নামকরণ করা হয় বাঞ্ছারামপুর।

প্রশাসনিক এলাকা

বাঞ্ছারামপুর উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম বাঞ্ছারামপুর থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলার মোট জনসংখ্যা ২,৯৮,৪৩০ জন। এর মধ্যে পুরুষ ১,৩৯,১১৮ জন এবং মহিলা ১,৫৯,৩১২ জন। মোট পরিবার ৫৯,৬৯৯টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৫৯৩ জন।[২]

শিক্ষা ব্যবস্থা

বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০২২ ইং সালের আদমশুমারি অনুযায়ী বাঞ্ছারামপুর উপজেলার সাক্ষরতার হার ১১৮.৫%।[৩] এখানে রয়েছেঃ

  • প্রাথমিক বিদ্যালয় - ১১৯টি;
  • কলেজ / মহাবিদ্যালয় - ৭টি;
  • উচ্চ বিদ্যালয় - ২১টি;
  • মাদ্রাসা - ৮টি।

উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান:

  • বাঞ্ছারামপুর সরকারি কলেজ (১৯৭৩),
  • শাহ - রাহাত আলী কলেজ (১৯৯৫),
  • সুজন দুলু কলেজ(২০০৬)
  • ড. রওশন আলম কলেজ
  • ক্যাপ্টেন তাজুল ইসলাম ডিগ্রী কলেজ
  • নজরুল ইসলাম কলেজ
  • বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ (১৯৮০),
  • বাঞ্ছারামপুর পলিটেকনিক ইনস্টিটিউট।
  • কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউট,
  • রূপসদী খোদাই বাড়ি আলিয়া মাদ্রাসা,
  • রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়(১৯১৫),
  • রূপসদী জামিদা মুনসুর আলী উচ্চ বিদ্যালয়
  • উজানচর কে এন উচ্চ বিদ্যালয়,
  • দরিয়াদৌলত আঃ গণি উচ্চ বিদ্যালয়(১৯৪৯),
  • ধারিয়ারচর উচ্চ বিদ্যালয় (১৯৪৭),
  • বাঞ্ছারামপুর এস এস পাইলট উচ্চ বিদ্যালয় (১৯৪৮),
  • শাহ - রাহাত আলী উচ্চ বিদ্যালয় (১৯৭৩),
  • বাঞ্ছারামপুর বালিকা পাইল উচ্চ বিদ্যালয় (১৯৭০),
  • বাঞ্ছারামপুর আইডিয়াল টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট (২০০৬),
  • বাঞ্ছারামপুর সোবহানিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা (১৯৮১),
  • রাধানগর কালিকাপুর রাহমানিয়া দাখিল মাদ্রাসা (১৯৯৩)।

স্বাস্থ্য

স্বাস্থ্য সেবাদানের জন্য রয়েছে:

  • উপজেলা স্থাস্থ্য কেন্দ্র - ১টি;
  • জন্ম নিয়ন্ত্রণ কেন্দ্র - ১৩টি;
  • ক্লিনিক - টি;
  • স্যাটেলাইট ক্লিনিক - ৫২টি;
  • পশু চিকিৎসা কেন্দ্র - ১টি;
  • দাতব্য চিকিৎসা কেন্দ্র - টি;
  • কৃত্রিম প্রজনন কেন্দ্র - ১টি।

কৃষি

এখানকার প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ কৃষক।

  • প্রধান ফসলঃ ধান, গম, বিভিন্ন ধরনের সবজি।
  • লুপ্ত বা লুপ্ত প্রায় শস্যাদিঃ কাউন, আউশ ও আমন ধান, পাট ও আড়হর ডাল।
  • প্রধান ফলঃ কলা, কাঁঠাল, আম, জাম, পেঁপে, পেয়ারা, কুল ও তরমুজ।

অর্থনীতি

  • কুটির শিল্প - মৃৎ শিল্প, সূচী-শিল্প।
  • রপ্তানী পণ্য - শাক-সব্জী।

যোগাযোগ ব্যবস্থা

  • সড়ক পথঃ ভাঙা গড়া ;
  • নৌ- পথঃ নটিক্যাল মাইল;
  • রেল পথঃ কিলোমিটার।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

উল্লেখযোগ্য স্থান ও স্থাপনা

  • রূপসদী জমিদার বাড়ি
  • উজানচড় জমিদার বাড়ি
  • কাটাখালি রাস্তা/কফিশপ
  • নাসরীন নিকুঞ্জ
  • বৃদ্ধাশ্রম রোড
  • শহিদ স্বরণী (চকবাজার মাঠ)
  • বেদে আবাসস্থল (ফায়ারসার্ভিস স্টেশন সংলগ্ন)
  • রূপসী রাজবাড়ি মন্দির
  • কান্দু শাহ্ এর মাজার
  • রাহাত আলী শাহ্ এর মাজার
  • সাতবিলা বিল
  • ওয়াই(Y)ব্রীজ

বিবিধ

এনজিও

ব্রাক, আশা, গ্রামীণ ব্যাংক সক্রিয় এনজিওদের মধ্যে অন্যতম।

হাট-বাজার ও মেলা
  • জীনগঞ্জ বাজার
  • বাঞ্ছারামপুর হাট (প্রতি রবিবার)
  • সোনারামপুর বাজার
  • মরিচাকান্দি বাজার
  • দরিয়াদৌলত বাজার
  • পাহাড়িয়াকান্দি বাজার
  • রূপসদী বাজার
  • মাছিমনগর বাজার
  • উজানচর বাজার
  • ধারিয়ার চর বাজার
  • করিতলা বাজার
  • শেখেরকান্দি বাজার
  • ফরদাবাদ শান্তির বাজার (প্রতি সোমবার)

জনপ্রতিনিধি

সংসদীয় আসনজাতীয় নির্বাচনী এলাকা[৪]সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯]রাজনৈতিক দল
২৪৮ ব্রাহ্মণবাড়িয়া-৬বাঞ্ছারামপুর উপজেলাএ বি তাজুল ইসলামবাংলাদেশ আওয়ামী লীগ

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন