বাণী কাপুর

ভারতীয় অভিনেত্রী

বাণী কাপুর (জন্ম: ২৩ আগস্ট ১৯৮৮) একজন ভারতীয় অভিনেত্রী এবং সাবেক মডেল।[২][৩]দিল্লীতে জন্মগ্রহণকারী বাণী ইন্দিরা গান্ধী জাতীয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ট্যুরিজম স্টাডিসের উপর সম্মান ডিগ্রী অর্জন করেছেন। বাণী ২০১৩ সালে পরিনীতি চোপড়া এবং সুশান্ত সিং রাজপুত এর সঙ্গে তার প্রথম চলচ্চিত্র 'শুধ দেশী রোমান্সে' অভিনয় করেন।

বাণী কাপুর
২০১৮ সালে বাণী কাপুর
জন্ম (1988-08-23) ২৩ আগস্ট ১৯৮৮ (বয়স ৩৫)[১]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন২০১২ – বর্তমান

৫৯ তম ফিল্মফেয়ার পুরস্কারে বাণী শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। তিনি তামিল চলচ্চিত্র 'আহা কল্যাণম' এ অভিনয় করেন, যা ব্যবসায়িকভাবে সফল হয়।[৪] ২০১৬ সালে বানী অভিনীত চলচ্চিত্র বেফিকরে মুক্তি পায়।

জীবনী এবং ক্যারিয়ার

কাপুরের পিতা একজন কাঠ রপ্তানী ব্যবসায়ী এবং মাতা শিক্ষিকা থেকে মার্কেটিং এক্সিকিউটিভ হন। বাণী দিল্লীর অশোক বিহারের 'মাতা জ্যায় কর পাবলিক স্কুল' এ পড়েছেন। পরে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে পড়েন, এখান থেকে তিনি ট্যুরিজম স্টাডিস বিষয়ে ব্যাচেলর ডিগ্রী পাশ করেন। এরপর বাণী জয়পুরে ওবেরয় হোটেল এন্ড রিসোর্টস এ ইন্টার্ন করেন এবং আইটিসি হোটেলে কাজ করেন। তিনি এলিট মডেল ম্যানেজমেন্টে মডেলিং এর জন্য যান।[৫] বাণী পরে যশ রাজ ফিল্মসের সঙ্গে তিনটি ফিল্ম ডিল স্বাক্ষর করেন।[৬] শুধ দেসী রোমান্স নামে ২০১৩ সালে একটি হিন্দি চলচ্চিত্র মুক্তি পায় এবং বাণী অডিশনের মাধ্যমে টিকে যান চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য, তিনি সুশান্ত সিং রাজপুত এবং পরিনীতি চোপড়া এর সঙ্গে সহশিল্পী হিসেবে অভিনয় করেন। চলচ্চিত্রটিতে বিয়ে ছাড়াই এক্ত্রবাসের বিষয় দেখানো হয় এবং চলচ্চিত্র-সমালোচকদের দ্বারা চলচ্চিত্রটি পজিটিভ রিভিউ পায় আর বাণীর চরিত্র 'তারা' ভালোই প্রশংসিত হয়। বলিউড নিয়ে খবর প্রকাশকারী ওয়েবসাইট 'কোইমোই' এবং ইংরেজি পত্রিকা 'দ্য টাইমস অব ইন্ডিয়া' বাণী সম্পর্কে ভালো মন্তব্য করে।"[৭][৮] শুধ দেসী রোমান্স ৪৬ কোটি রুপী আয় করেছিল।[৭] ৫৯তম 'ফিল্মফেয়ার পুরস্কার' (২০১৪)এ বাণী সেরা নবাগতার পুরস্কার জয় করেছিলেন।[৯] এরপর যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত 'আহা কল্যাণম' (তামিল) চলচ্চিত্রে বাণী মুখ্য ভূমিকায় ছিলেন।[১০]

২০১৩ সালে সুশান্ত সিং রাজপুত এবং পরিনীতি চোপড়ার সঙ্গে বাণী

চলচ্চিত্র

বছরনামচরিত্রটীকা
২০১৩শুধ দেশী রোমান্সতারাশ্রেষ্ঠ নবাগতা অভিনেত্রী, ফিল্মফেয়ার পুরস্কার
২০১৪আহা কল্যাণমশ্রুতি সুব্রাহ্মণিয়ামতামিল চলচ্চিত্র
২০১৬বেফিকরেশাইরা গিলহিন্দি চলচ্চিত্র
২০১৯ওয়ারমারিয়া সুদ
২০২০শামশেরা ললিতা কাপুর

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন