বান্দরবান সদর উপজেলা

বান্দরবান জেলার একটি উপজেলা

বান্দরবান সদর বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত একটি উপজেলা

বান্দরবান সদর
উপজেলা
বুদ্ধ ধাতু জাদি
মানচিত্রে বান্দরবান সদর উপজেলা
মানচিত্রে বান্দরবান সদর উপজেলা
স্থানাঙ্ক: ২২°১৪′০″ উত্তর ৯২°১১′৪০″ পূর্ব / ২২.২৩৩৩৩° উত্তর ৯২.১৯৪৪৪° পূর্ব / 22.23333; 92.19444 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাবান্দরবান জেলা
প্রতিষ্ঠাকাল১৯২৩
সংসদীয় আসন৩০০ পার্বত্য বান্দরবান
সরকার
 • সংসদ সদস্যবীর বাহাদুর উশৈ সিং (বাংলাদেশ আওয়ামী লীগ)
আয়তন
 • মোট৫০১.৯৮ বর্গকিমি (১৯৩.৮২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৮৮,২৮২
 • জনঘনত্ব১৮০/বর্গকিমি (৪৬০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৯.৩%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৬০০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ০৩ ১৪
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন

বান্দরবান সদর উপজেলার আয়তন ৫০১.৯৮ বর্গ কিলোমিটার (১,২৪,০৪৩ একর)।[১]বান্দরবান জেলার সর্ব-উত্তরে ২১°৫৫´ থেকে ২২°২২´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০৮´ থেকে ৯২°২০´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে বান্দরবান সদর উপজেলার অবস্থান।[২] বান্দরবান জেলা সদর এ উপজেলায় অবস্থিত। এ উপজেলার উত্তরে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা, দক্ষিণে লামা উপজেলা, পূর্বে রোয়াংছড়ি উপজেলারুমা উপজেলা, পশ্চিমে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা, সাতকানিয়া উপজেলা, চন্দনাইশ উপজেলারাঙ্গুনিয়া উপজেলা

নামকরণ

বান্দরবান জেলার নামকরণ নিয়ে একটি কিংবদন্তি রয়েছে। এলাকার বাসিন্দাদের প্রচলিত রূপকথায় আছে, এ এলাকায় একসময় অসংখ্য বানর বাস করত। আর এই বানরগুলো শহরের প্রবেশমুখে ছড়ার পাড়ে পাহাড়ে প্রতিনিয়ত লবণ খেতে আসত। এক সময় অনবরত বৃষ্টির কারণে ছড়ার পানি বৃ্দ্ধি পাওয়ায় বানরের দল ছড়া পাড় হয়ে পাহাড়ে যেতে না পারায় একে অপরকে ধরে ধরে সারিবদ্ধভাবে ছড়া পাড় হয়। বানরের ছড়া পারাপারের এই দৃশ্য দেখতে পায় এই জনপদের মানুষ। এই সময় থেকে এই জায়গাটির পরিচিতি লাভ করে ম্যাঅকছি ছড়া নামে । অর্থাৎ মারমা ভাষায় ম্যাঅক অর্থ বানর আর ছি অর্থ বাঁধ। কালের প্রবাহে বাংলা ভাষাভাষির সাধারণ উচ্চারণে এই এলাকার নাম রুপ লাভ করে বান্দরবান হিসাবে। বর্তমানে সরকারি দলিল পত্রে বান্দরবান হিসাবে এই জেলার নাম স্থায়ী রুপ লাভ করেছে। তবে মারমা ভাষায় বান্দরবানের নাম রদ ক্যওচি ম্রো[৩]

প্রশাসনিক এলাকা

১৯২৩ সালে বান্দরবান সদর থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে বান্দরবান সদর উপজেলায় রূপান্তরিত হয়।[২] এ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ বান্দরবান সদর উপজেলার প্রশাসনিক কার্যক্রম বান্দরবান সদর থানার আওতাধীন।

পৌরসভা:
ইউনিয়নসমূহ:[৩]

জনসংখ্যার উপাত্ত

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বান্দরবান সদর উপজেলার মোট জনসংখ্যা ৮৮,২৮২ জন। এর মধ্যে পুরুষ ৪৭,৬৮৭ জন এবং মহিলা ৪০,৫৯৫ জন। মোট পরিবার ১৮,৯৩৪টি।[১] মোট জনসংখ্যার ৪২.৪৯% মুসলিম, ৭.৭৬% হিন্দু, ৪২.৭৫% বৌদ্ধ, ৪.৪৭% খ্রিস্টান এবং ২.৫৩% অন্যান্য ধর্মাবলম্বী।[২]এ উপজেলায় মার্মা, চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা প্রভৃতি উপজাতি নৃ-গোষ্ঠীর বসবাস রয়েছে।

শিক্ষা ব্যবস্থা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বান্দরবান সদর উপজেলার সাক্ষরতার হার ৪৯.৩%।[১] এ উপজেলায় ২টি সরকারি কলেজ, ১টি স্কুল এন্ড কলেজ, ১টি কারিগরী স্কুল এন্ড কলেজ, ১২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও ৭৬টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।[২]

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা

বান্দরবান সদর উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-বান্দরবান মহাসড়ক ও চন্দ্রঘোনা-বান্দরবান সড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয়

বান্দরবান সদর উপজেলায় ১০১টি মসজিদ, ১০টি মন্দির, ৭০টি বিহার এবং ২২টি গীর্জা রয়েছে।[২]

নদ-নদী

বান্দরবান সদর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সাঙ্গু নদী[৪]

হাট-বাজার

বান্দরবান সদর উপজেলার প্রধান হাট-বাজার হল বান্দরবান বাজার।[৫]

দর্শনীয় স্থান

বান্দরবান সদর উপজেলার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৬]

উল্লেখযোগ্য ব্যক্তি

জনপ্রতিনিধি

সংসদীয় আসন
সংসদীয় আসনজাতীয় নির্বাচনী এলাকা[৭]সংসদ সদস্য[৮][৯][১০][১১][১২]রাজনৈতিক দল
৩০০ পার্বত্য বান্দরবানবান্দরবান জেলাবীর বাহাদুর উশৈ সিংবাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নংপদবীনাম
০১উপজেলা চেয়ারম্যান[১৩]আবদুল কুদ্দুছ
০২ভাইস চেয়ারম্যান[১৪]মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী
০৩মহিলা ভাইস চেয়ারম্যান[১৫]ওয়াইচিং প্রু
০৪উপজেলা নির্বাহী কর্মকর্তা[১৬]শারমিন আকতার

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী