বাবর আজম

পাকিস্তানী ক্রিকেটার

মোহাম্মাদ বাবর আজম (পাঞ্জাবীউর্দু: محمد بابر اعظم‎‎; জন্ম: ১৫ অক্টোবর ১৯৯৪ খ্রি.) হলেন একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার, যিনি ২০২০ সাল থেকে ২০২৩ খ্রিস্টাব্দের ১৫ নভেম্বর পর্যন্ত ক্রিকেটের সকল সংস্করণে পাকিস্তান জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১] একজন ডানহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান হিসেবে বাবর আজম বর্তমান বিশ্বের সেরা সমসাময়িক ব্যাটসম্যানদের একজন হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। [২][৩] তিনি পাকিস্তান সুপার লীগে করাচি কিংসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এবং ২০২৩ সালে তিনি পেশায়ার জালমিতে যোগদান করেন। এছাড়াও ঘরোয়া ক্রিকেটে মধ্য পাঞ্জাবের হয়ে অধিনায়কত্ব করেন।[৪][৫] ২০২১ সালের এপ্রিলে, তিনি ওডিআই ব্যাটসম্যান হিসেবে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান অর্জন করেন। [৬][৭] এরপর ২০২১ সালের নভেম্বরে, তিনি এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান এর মর্যাদা লাভ করেন, এর আগে তিনি র‍্যাঙ্কিংয়ে ২০১৮ সালে শীর্ষস্থান লাভ করেন। ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান দলের বিপর্যয়ের পর ১৫ ই নভেম্বর বাবর ক্রিকেট সকল ফরম্যাট থেকেই অধিনায়ক হিসেবে পদত্যাগ করেন। [৮]

বাবর আজম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মোহাম্মাদ বাবর আজম
জন্ম (1994-10-15) ১৫ অক্টোবর ১৯৯৪ (বয়স ২৯)
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডান-হাতি
বোলিংয়ের ধরনডান-হাতি অফ ব্রেক
ভূমিকাটপ অর্ডার ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২২২)
১৩ অক্টোবর ২০১৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২৪ জুলাই ২০২৩ বনাম শ্রীলঙ্কা
ওডিআই অভিষেক
(ক্যাপ ২০৩)
৩১ মে ২০১৫ বনাম জিম্বাবুয়ে
শেষ ওডিআই১৪ সেপ্টেম্বর ২০২৩ বনাম শ্রীলঙ্কা
টি২০আই অভিষেক
(ক্যাপ ৭০)
৭ সেপ্টেম্বর ২০১৬ বনাম ইংল্যান্ড
শেষ টি২০আই২৪ এপ্রিল ২০২৩ বনাম নিউজিল্যান্ড
টি২০আই শার্ট নং৫৬
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১০–বর্তমানজারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেড
২০১২–২০১৫ইসলামাবাদ লিওপার্ডস
২০১৬ইসলামাবাদ ইউনাইটেড (জার্সি নং ৩১)
২০১৬রংপুর রাইডার্স
২০১৭–বর্তমানকরাচি কিংস (জার্সি নং ৫৬)
২০১৭গায়ানা আমাজন ওয়ারিয়র্স (জার্সি নং ৫৬)
২০১৭সিলেট সিক্সার্স (জার্সি নং ৫৬)
২০১৯সমারসেট (জার্সি নং 56)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতাটেস্টওডিআইপ্রথম-শ্রেণীলিস্ট এ
ম্যাচ সংখ্যা৫২১১৭৮৯১৮১
রানের সংখ্যা৩৮৯৮৫৭২৯৫৯৫০৮৬৪৫
ব্যাটিং গড়৪৫.৮৫৫৬.৭২৪৪.০৭৫৫.০৬
১০০/৫০৯/২৬১৯/৩২১২/৩৮২৯/৫০
সর্বোচ্চ রান১৯৬১৫৮২৬৬১৫৮
বল করেছে৯০৮১৬৬৩৩
উইকেট১২
বোলিং গড়২১.০০৬৬.৫৭৪৬.২৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং১/১১/১২/২০
ক্যাচ/স্ট্যাম্পিং৪১/–৫০/–৬৩/–৭৭/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ২৫ মার্চ ২০২৪

প্রাথমিক জীবন

বাবর আজম ১৫ অক্টোবর ১৯৯৪ সালে একটি পাঞ্জাবি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রাচীর নামক শহরে জন্মগ্রহণ করে সেখানেই বেড়ে ওঠেন এবং ক্রিকেট খেলা বিভিন্ন স্মৃতির মধ্যে রাস্তায় মুক্ত পাখির মতো ঘুরে বেড়ানোর পাশাপাশি ক্রিকেটের বিভিন্ন স্মৃতিকে তার কর্মজীবনের প্রাথমিক ধাপ হিসেবে উল্লেখ করেন। তার চাচাতো ভাই কামরান আকমল এবং উমর আকমল, যারা তার চেয়ে বয়সের বড়, তাদের কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে তিনি ক্রিকেটের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং তাদের জীবনের গল্প এবং সাফল্য তাকে একজন সফল ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছিল। এরপর তিনি ক্রিকেটকে পেশা হিসেবে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি একটি ক্রিকেট একাডেমিতে যোগদান করেন এবং সেখানেই প্রাথমিকভাবে ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে তার কর্মজীবন শুরু করার আগে গাদ্দাফি স্টেডিয়ামে বল বয় হিসেবে কাজ করেছিলেন এবং ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের ঘরোয়া সিরিজগুলিতে অংশগ্রহণ করেন।[৯] বাবর আজম কোচ রানা সাদিকের কাছ থেকে প্রাথমিক দিক নির্দেশনা লাভ করেছিলেন, যেখানে তিনি শিখেছিলেন প্রাথমিক ব্যাটিং কী এবং ক্রিকেট সম্বন্ধনীয় জ্ঞান। যার স্বীকৃতিস্বরুপ পরবর্তীতে তিনি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের সদস্য হিসেবে যোগদান করে সফলতার চূড়ায় উত্তীর্ণ হয়েছিলেন।

ঘরোয়া ক্রিকেট

পাকিস্তান সুপার লিগ

মরসুমদলগড়স্ট্রাইকরেট
২০১৫-১৬ইসলামাবাদ ইউনাইটেড৫৭
২০১৬-১৭করাচি কিংস৩২১১২
২০১৭-১৮করাচি কিংস৪০১২২
২০১৮-১৯করাচি কিংস৩০১১৫
২০২০করাচি কিংস৫৯১২৪
২০২১করাচি কিংস৬৯১৩২
২০২১-২২করাচি কিংস৩৮১১৮

আন্তর্জাতিক কর্মজীবন

প্রাথমিক কর্মজীবন

২০১৫ সালের মে মাসে, বাবরকে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য পাকিস্তানি ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল।[১০] ৩১ মে ৩য় ওডিআইতে তিনি একদিনের আন্তর্জাতিকে অভিষেক লাভের সুযোগ পান এবং ৬০ বলে ৫৪ রান করে একটি দুর্দান্ত ইনিংস খেলেন।[১১]

টি২০

২০১৬ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে হাসান আলীর সাথে একমাত্র ম্যাচে বাবরের অভিষেক ঘটে।

২০১৮ সালে পাকিস্তানের নিউজিলান্ড সফরে দ্বিতীয় ম্যাচে ২৯ বলে ৫০ রানের প্রথম গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ম্যাচ জেতে পাকিস্তান। যদিও সিরিজ যেতে নিউজিল্যান্ড। একই বছরে দুবাইতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে খেলেন ৫৮ বলে ৭৯ রানের ইনিংস। পাকিস্তান ৩-০ তে সিরিজ জেতে।

২০১৯ সালে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় ম্যাচে ৫৮ বলে ৯০ রানের ইনিংস খেলেন। ম্যাচ ও সিরিজ জেতে দক্ষিণ আফ্রিকা । ২০১৯ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে ৪২ বলে ৬৫ রানের ইনিংস খেলেন। ম্যাচ জেতে ইংল্যান্ড । ২০১৯ সালে পাকিস্তানের অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে ৩৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। ম্যাচ অমীমাংসিত থাকে।  দ্বিতীয় ম্যাচে ৩৮ বলে ৫০ রান করেন।  ম্যাচ ও সিরিজ জেতে অস্ট্রেলিয়া ।

২০২০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে দ্বিতীয় ম্যাচে ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। সিরিজ সমতায় শেষ হয় ।

২০২১ সালে পাকিস্তানের দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় ম্যাচে ৫৯ বলে ১২২ রানের ইনিংস খেলেন। ম্যাচ ও সিরিজ জেতে পাকিস্তান । ২০২১ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে প্রথম ম্যাচে ৪৯ বলে ৮৫ রানের ইনিংস খেলেন। সিরিজ সমতায় শেষ হয় । ম্যাচ জেতে পাকিস্তান। যদিও সিরিজ যেতে ইংল্যান্ড ।

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ

টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্লথ ইনিংস খেলেন। পাকিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

রেকর্ড এবং অর্জন

এপ্রিল ২০২১-এর হিসাব অনুযায়ী, বাবর ১৯টি আন্তর্জাতিক শতক হাকিয়েছেন, যার মধ্যে টেস্ট ম্যাচে ৫টি এবং একদিনের আন্তর্জাতিকে ১৪টি এবং টি-টোয়েন্টিতে ১টি শতক রয়েছেন।[১২] ২০১৮ এবং ২০১৯ সালের সময়কার তিনি পাকিস্তানের হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক ছিলেন,[১৩][১৪] ২০১৬, ২০১৭ এবং ২০১৯ সালে পাকিস্তান দলের হয়ে ওডিআইয়ের সর্বোচ্চ রান সংগ্রাহক[১৫][১৬][১৭] এবং ২০১৭ সালে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ টিটোয়েন্টি রান সংগ্রাহক এবং ২০১৯ সালে পাকিস্তান দলের হয়ে শীর্ষ রান সংগ্রাহক ছিলেন।[১৮][১৯] তিনি ২০১৭ এবং ২০১৯ সালে আইসিসি বিশ্ব একদিনের আন্তর্জাতিক একাদশ অন্তর্ভুক্ত হন এবং ২০১৭ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক এবং ২০১৮ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। [২০][২১] ৭ এপ্রিল ২০২১-এ তিনি বিরাট কোহলিকে ছাড়িয়ে বিশ্বের এক নম্বর একদিনের আন্তর্জাতিক ব্যাটার হিসেবে মর্যাদা লাভ করেন।[২২]

আরও দেখুন

তথ্যসূত্র

বহিঃসংযোগ

পূর্বসূরী
সরফরাজ আহমেদ
পাকিস্তান জাতীয় ক্রিকেট অধিনায়ক (টি২০আই)
২০১৯–বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
সরফরাজ আহমেদ
পাকিস্তান জাতীয় ক্রিকেট অধিনায়ক (ওয়ানডে)
২০২০–বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
পূর্বসূরী
আজহার আলী
পাকিস্তান জাতীয় ক্রিকেট অধিনায়ক (টেস্ট)
২০২০–বর্তমান
উত্তরসূরী
নির্ধারিত হয়নি
🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন