বার্লিন উ-বান

ইউরোপ মহাদেশের জার্মানি রাষ্ট্রের রাজধানী বার্লিনের পাতালরেল ধরনের দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থার নাম বার্লিন উ-বান (বার্লিন উন্টারবান-এর সংক্ষিপ্ত রূপ) (Berliner U-Bahn)। এটি শহরটির জনপরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। বার্লিন এস-বান ব্যবস্থাটির (শহরতলী রেল ব্যবস্থা) সাথে একত্রে এটি জার্মানির রাজধানীতে পরিবহনের প্রধান মাধ্যম। এছাড়া বার্লিনের পূর্ব অংশে একটি ট্রাম ব্যবস্থাও চালু আছে।

বার্লিন উ-বান
U-Bahn Berlin

সংক্ষিপ্ত বিবরণ
মালিকানায়বের্লিনার ফেরকের্সবেট্রিবে
(বেফাওগে বা BVG)
অবস্থানবার্লিন
পরিবহনের ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
লাইনের (চক্রপথের)
সংখ্যা
১০ (ক্রমিকসংখ্যা U1 থেকে U9, U55)[১]
বিরতিস্থলের (স্টেশন)
সংখ্যা
১৭৩[১]
দৈনিক যাত্রীসংখ্যা১৪ লক্ষ ৬০ হাজার (দৈনিক গড়, ২০১৫)[২]
বাৎসরিক যাত্রীসংখ্যা৫৩ কোটি ৪৫ লক্ষ (২০১৫)[২]
ওয়েবসাইটBVG.de - Homepage
চলাচল
চালুর তারিখ১৯০২; ১২২ বছর আগে (1902)
পরিচালক সংস্থাবের্লিনার ফেরকের্সবেট্রিবে
(বেফাওগে বা BVG)
রেলগাড়ির দৈর্ঘ্য~১০০ মিটার (৩৩০ ফু)
দুই রেলগাড়ীর
মধ্যবর্তী সময়
৪-৫ মিনিট (দিনের বেলায়)
কারিগরি তথ্য
মোট রেলপথের দৈর্ঘ্য১৫১.৭ কিমি (৯৪.৩ মা)[১]
রেলপথের গেজ১,৪৩৫ মিলিমিটার (৪ ফুট   ইঞ্চি)
বিদ্যুতায়ন৭৫০ ভোল্ট একমুখী বিদ্যুৎ প্রবাহ
তৃতীয় রেল
গড় গতিবেগ৩০.৭ কিমি/ঘ (১৯.১ মা/ঘ)[১]
শীর্ষ গতিবেগ৭২ কিমি/ঘ (৪৫ মা/ঘ)
বার্লিন উ-বানের একটি ট্রেন নলেনডর্ফপ্লাৎস স্টেশনে প্রবেশ করছে।

বার্লিন উ-বান ১৯০২ সালে প্রতিষ্ঠিত হয়। এটিতে ১০টি লাইন বা চক্রপথ এবং ১৭৩টি বিরতিস্থল বা স্টেশন আছে। রেলপথগুলির মোট দৈর্ঘ্য ১৫১.৭ কিলোমিটার (৯৪.৩ মা)।[১] প্রায় ৮০% রেলপথ ভূগর্ভে অবস্থিত।[৩] দিনের ব্যস্ততম সময়ে রেলগাড়িগুলি প্রতি দুই থেকে ৫ মিনিট অন্তর বিরতিস্থল থেকে বহির্গমন করে। দিনের অন্যান্য সময় ৫ মিনিট অন্তর এবং সন্ধ্যাবেলায় প্রতি ১০ মিনিট অন্তর রেলগাড়ি ছাড়ে। গোটা বছর জুড়ে উ-বানের রেলগাড়িগুলি ১৩ কোটি ২০ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করে[১] এবং প্রায় ৪০ কোটি যাত্রী পরিবহন করে।[১] ২০১৫ সালে ৫৩ কোটিরও বেশি যাত্রী বার্লিন উ-বানে ভ্রমণ করেন।[২] সমগ্র গণপরিবহন ব্যবস্থাটি পরিচালনা ও দেখাশোনার দায়িত্বে আছে বের্লিনার ফেরকের্সবেট্রিবে (Berliner Verkehrsbetriebe অর্থাৎ "বার্লিনের গণপরিবহন পরিষেবা") নামক সংস্থাটি, যাকে সংক্ষেপে বেফাওগে (BVG) নামেও ডাকা হয়।

তথ্যসূত্র

আরও দেখুন

🔥 Top keywords: প্রধান পাতাবিশেষ:অনুসন্ধানরবীন্দ্রনাথ ঠাকুর২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপকাজী নজরুল ইসলামবাংলাদেশ ডাক বিভাগশেখ মুজিবুর রহমানএক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশছয় দফা আন্দোলনক্লিওপেট্রাবাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভারতের সাধারণ নির্বাচন, ২০২৪আবহাওয়ামুহাম্মাদব্লু হোয়েল (খেলা)বাংলা ভাষাইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনবাংলা প্রবাদ-প্রবচনের তালিকাভারতভূমি পরিমাপবাংলা ভাষা আন্দোলনমহাত্মা গান্ধীমিয়া খলিফামৌলিক পদার্থের তালিকাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলপহেলা বৈশাখপদ্মা সেতুলোকসভা কেন্দ্রের তালিকামাইকেল মধুসূদন দত্তসুনীল ছেত্রীবাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের তালিকাবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহআসসালামু আলাইকুমপশ্চিমবঙ্গবাংলাদেশে পালিত দিবসসমূহশেখ হাসিনাবাংলাদেশের শিক্ষামন্ত্রীজয়নুল আবেদিন