বোমান ইরানি

ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা

বোমান ইরানি (জন্ম: ২ ডিসেম্বর ১৯৫৯) একজন ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, কন্ঠস্বর শিল্পী এবং ফটোগ্রাফার। তিনি ডন, মুন্না ভাই এমবিবিএস, থ্রি ইডিয়টস এবং পিকে এবং হ্যাপি নিউ ইয়ার বলিউড চলচ্চিত্রে তার উপহাস এবং খলনায়ক ভূমিকার জন্য ব্যাপকভাবে পরিচিত হন।

বোমান ইরানি
জন্ম (1959-12-02) ২ ডিসেম্বর ১৯৫৯ (বয়স ৬৪)
মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
পেশাচলচ্চিত্র অভিনেতা
ফটোগ্রাফার
কর্মজীবন২০০০-বর্তমান
দাম্পত্য সঙ্গীজেনোবিয়া ঈরানী
সন্তানচোটেয়া এবং কায়োজ ইরানি (পুত্র)

প্রাথমিক জীবন

ইরানি ২ ডিসেম্বর ১৯৫৯ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তিনি বি.জে.পি.সি. ইনস্টিটিউট থেকে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এবং মুম্বাইয়ের মিথিবাই কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন।পলিটেকনিক ডিপ্লোমা কোর্স করার পর তিনি ’তাজ মহল প্যালেস ও টাওয়ার’ ওয়েটার এবং রুম সার্ভিস কর্মী হিসেবে যোগদান করেন।[১]

কর্মজীবন

ঈরানী তার কর্মজীবন থিয়েটারে অভিনয়ের মাধ্যমে শুরু করেন। ২০০০ সালে সিনেমা কাজ শুরু করেন। ২০০৩ সালে মুন্নাভাই এম.বি.বি.এস. সিনোমায় অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসেন।

থিয়েটারে

চলচ্চিত্রে

বোমান ইরানি বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন। তিনি শুরুতে ফ্যান্টা, সিয়েট, ক্র্যাকজ্যাক বিস্কুটের বিজ্ঞাপনে কাজ করেন।

ডরনা মানা হ্যায় ছবিতে ছোট্ট একটি ভুমিকায় কাজ করে তিনি বেশ প্রশংসিত হন। মুন্নাভাই এম.বি.বি.এস. ছবিতে তিনি ড: আস্তানার ভুমিকায় কাজ করে জনপ্রিয় হয়ে উঠেন এবং ২০০৪সালে তিনি ফিল্মফেয়ার বেস্ট কমেডিয়ান পুরুস্কারের জন্য মনোনিত হন। তার সবচেয়ে সাফল্যজন চরিত্র থ্রি ইডিয়টস সিনেমার ভাইরাস।

ব্যক্তিগত জীবন

চলচ্চিত্রের তালিকা

এখনও পর্যন্ত মুক্তি দেয়া হয়নি এমন চলচ্চিত্র উল্লেখ করা হয়েছে
বছরচলচ্চিত্রভূমিকামন্তব্য
২০০১এভরিবডি সেইস আইএম ফাইন!মি: মিত্তাল
২০০২লেটস টকনিখিল
২০০৩ডরনা মানা হায়হোটেল মালিক
২০০৩বুমডায়মন্ড ডিলারঅতিথি হিসেবে উপস্থিতি
২০০৩মুন্না ভাই এম.বি.বি.এস.ড. জে.সি. আস্তানামনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কার
২০০৪ম্যায় হু নাঅধ্যক্ষমনোনীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ কমেডিয়ান পুরস্কার
২০০৪লক্ষ্যমি: শেরগিল
২০০৪বীর-জারাজাহাঙ্গীর হায়াত খান
২০০৫পেজ ৩দিপক শুরি
২০০৫ওয়াক্ত: দ্যা রেস এগেইস্ট টাইমনাটু
২০০৫মাই ওয়াইফ’স মার্ডারইন্সপেক্টর তেজপাল
২০০৫নো এন্ট্রিমিনিস্টার পিজে গুপ্তা
২০০৫মে গান্ধি কো নাহি মারাপাবলিক প্রসিকিউটর
২০০৫হোম ডেলিভারী: আপকো... ঘর তাকMichael Burnett / Santa Claus
২০০৫কাল: ইয়েস্টার্ডে এন্ড টুমোরোযশোবন্ত দয়াল
২০০৫ব্লফমাস্টাারডা: ভালেরাও
২০০৫মি: প্রাইম মিনিস্টার
২০০৫বিঙ্গ সাইরাসফারুক সেথনা
২০০৬শাদী ছে পেহেলেডা: রুস্তম
২০০৬প্যায়রে মোহনটনি আলিয়াস ধোলাকিয়া
২০০৬জুন হোতা ক্যায়া হোতাডিসিপিবিশেষ উপস্থিতি
২০০৬লাগে রাহো মুন্না ভাইলাকি সিংমনোননীত, ফিল্মফেয়ার শ্রেষ্ঠ ভিলেন পুরস্কার
২০০৬খোসালা কা ঘোষসাকিসেন খরানা
২০০৬ডন - দ্যা চেজ বিগিন্স এগেইনডিসিপি ডি সিলভা / বরদান
২০০৭একলভ্য: দ্যা রয়েল গার্ডরানা জয়াবর্ধন
২০০৭হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেডঅস্কার ফার্নান্দজ
২০০৭হেই বেবিভারত শাইনি
২০০৭ধান ধানা ধান গোলটনি সিং
২০০৮উডস্কট ভিলা
২০০৮লাভ স্টোরি ২০৫০প্রফেসর যতিন খরানা/ আঙ্কেল জা
২০০৮কিসমত কানেকশনরাজিব বর্তাঅতিথি হিসাবে উপস্থিতি
২০০৮রিস্তো কি ম্যাশিন
২০০৮দোস্তানাএম (মুরালী)
২০০৮যুবরাজড পি.কে. ব্যান্টন
২০০৮সরি ভাই!নাভিন
২০০৮মহারথিএডি মার্চেন্ট
২০০৯লাক বাই চান্সদিনাজ আজিজঅতিথি হিসেবে উপস্থিতি
২০০৯লিটল জিজুবোমান প্রিসভিলা
২০০৯৯৯রাহুল
২০০৯কামবক্ত ইশকডক্টরঅতিথি হিসেবে উপস্থিতি
২০০৯পার্ফেক্ট মিসম্যাচমি: পাটিল
২০০৯ফ্রুট অ্যান্ড নাটমহারাজা হ্যারি হলকার
২০০৯দুর্বার
২০০৯ফ্রন্ট পেজ
২০০৯থ্রি ইডিয়টসভিরু সহস্ট্রবুদ্ধে (ভাইরাস)ফিল্মফেয়ার পুরস্কার সেরা অভিনেতা
২০০৯মুঙ্গিলা রকস
২০১০ওয়েল ডান আব্বাআরমান আলী / রেহমান আলী
২০১০তিন পাত্তিঅতিথি হিসেবে বিশেষ উপস্থিতি
২০১০হাম তুম অর গোস্টকাপুর
২০১০মিরসিআসু হটমাল
২০১০জানে কাহা সে আয়ি হেঅতিথি হিসেবে উপস্থিতি
২০১০হাউসফুলবাতুকভাই পাটেল
২০১১ফালতুপ্রিন্সিপাল শর্মাবিশেষ উপস্থিতি
২০১১গেমও. পি. রামসে
২০১১লাভ ব্রেকাপ জিন্দেগিSheila's Dadঅতিথি হিসেবে উপস্থিতি
২০১১ডন ২: দি কিং ইস ব্যাকভারদানমনোনীত, আইফা অ্যাওয়ার্ডস সেরা অভিনয় খল-চরিত্রে
২০১২এক ম্যায় অর এক তুরাহুলের পিতা
২০১২হাউসফুল ২বাতুক প্যাটেল
২০১২তেজসঞ্জয় রায়না
২০১২ফেরারি কি সয়ারীদেবু
২০১২ককটেলেরন্ধির কাপুর (রন্ধি)
২০১২শিরিন ফরহাদ কি তো নিকাল পাড়িফরহাদ
২০১২স্টুডেন্ট অফ দ্য ইয়ারহরিকিষান সানানঅতিথি শিল্পী
২০১৩জলি এল.এল.বিএডভোকেট রামপাল
২০১৩আত্তারিসটিকি দারেদিরঘু নন্দনটলিউড অভিষেক চলচ্চিত্র
২০১৪ইয়ংগিস্তানপ্রধানমন্ত্রী দশরথ কাউলবিশেষ উপস্থিতি
২০১৪ভূতনাথ রিটার্ন্সবাসুদেব
২০১৪হ্যাপি নিউ ইয়ারতেহতম ইরানি (টমি)
২০১৪পিকেচেরি (সংবাদ চ্যানেলের প্রধান)
২০১৫বেঙ্গল টাইগারঅসোক গাজাপাঠিদ্বিতীয় টলিউড চলচ্চিত্র[২]
দিলওয়ালেকিং
২০১৬সান্টা বান্টা পিভিটি লিমিটেড সন্তেশ্বর সিং সোলাইদ/ সান্টা
হাউসফুল ৩বাটুক পাটেল
দ্য লেজেন্ড অব মাইকেল মিশরা[৩]এফপি
ভেন্টিলেটরচিকিৎসকমারাঠি চলচ্চিত্র
২০১৭না পেরু সুরিয়াতেলুগু চলচ্চিত্র
এফইউ: ফ্রেন্ডসিপ আনলিমিটেডমারাঠি চলচ্চিত্র
২০১৮ড্রাইভইরফান
আগ্নাইথাভাসি

পুরস্কার ও সম্মাননা

বছরপুরস্কার অনুষ্ঠানপুরস্কারচলচ্চিত্রবিজয়ী
২০০৪স্ক্রিন উইকলীপুরস্কার সেরা পারফর্মেন্স কমিক চরিত্রেমুন্নাভাই এম.বি.বি.এস.হ্যাঁ
২০০৭ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডফিল্মফেয়ার পু্রস্কার সেরা অভিনেতালাগে রাহো মুন্না ভাইনা
২০১০স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস্টার স্ক্রিন পুরস্কার সেরা খলনায়কথ্রি ইডিয়টসহ্যাঁ
২০১০ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডফিল্মফেয়ার পুরস্কার সেরা পার্শ্বচরিত্রে অভিনেতাথ্রি ইডিয়টসহ্যাঁ
২০১০আইফা পুরস্কারআইফা পুরস্কার - খলনায়ক চরিত্রে সেরা অভিনয়থ্রি ইডিয়টসহ্যাঁ
২০১৩কালকার পুরস্কারশ্রেষ্ঠ অভিনেতা পুরস্কারশিরিন ফরহাদ কি তো নিকাল পাড়িহ্যাঁ

আরও দেখুন

তথ্যসূত্র

🔥 Top keywords: প্রধান পাতা২০২৪ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপতুফান (২০২৪-এর চলচ্চিত্র)বিশেষ:অনুসন্ধানঈদুল আযহাঈদের নামাজকুরবানীরবীন্দ্রনাথ ঠাকুরঈদ মোবারকক্লিওপেট্রাকোকা-কোলারাজকুমার (২০২৪-এর চলচ্চিত্র)এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম)বাংলাদেশমিয়া খলিফাআসসালামু আলাইকুমআবহাওয়া২০২৪ কোপা আমেরিকাদ্য কোকা-কোলা কোম্পানিইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনউয়েফা ইউরো ২০২৪ওয়ালাইকুমুস-সালামসন্দীপ লামিছানেতানজিম হাসান সাকিববাংলা প্রবাদ-প্রবচনের তালিকানির্জলা একাদশীকাজী নজরুল ইসলামচন্দ্রবোড়াশাকিব খানঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরস্বামী বিবেকানন্দভারতমহাত্মা গান্ধীঐশ্বর্যা রাইবাংলা ভাষাআইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপবিশেষ:সাম্প্রতিক পরিবর্তনসমূহমুহাম্মাদএকাদশী